Centre warns online platforms against hosting obscene content
Photo Credit: Unsplash/dole777
সময়ের সাথে সাথে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে যৌনতা, হিংসা, ও আপত্তিকর বিষয়বস্তুর রমরমা বাড়তে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুঁ মারলেই চোখে পড়ছে অশ্লীল, অশালীন, পর্নোগ্রাফিক, ও বিভিন্ন ধরনের বেআইনি কনটেন্ট৷ অশোভন ছবি এবং ভিডিওর দাপাদাপিতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। কারণ সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের একটা বড় অংশ জুড়ে রয়েছে নাবালক-নাবালিকারা। ইন্টারনেটে ক্রমাগত অশোভন কনটেন্ট দেখার ফলে মানসিক স্বাস্থ্যের অবনতি হওয়ার পাশাপাশি তাদের আসক্তি বাড়ছে ও মূল্যবোধের অবক্ষয় ঘটছে। এই আবহে ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোকে কড়া বার্তা দিয়েছে কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY)।
সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অনলাইন ইন্টারমিডিয়ারি প্ল্যাটফর্মে অহেতুক অশ্লীল, পর্নোগ্রাফিক, ও বেআইনি কনটেন্টের বাড়াবাড়ি রুখতে অ্যাডভাইজ়রি (নির্দেশিকা) জারি করেছে কেন্দ্রীয় সরকারের বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। সেই নির্দেশিকায় বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে এমন কিছূ কনটেন্ট দেখা যাচ্ছে, যা দেশের বিদ্যমান আইন অনুযায়ী শালীনতা ও নৈতিকতার পরিপন্থী।
তাতে আরও যোগ করা হয়েছে যে, এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ, সংসদ, ও আদালত — সমস্ত জায়গাতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারতীয় সংবিধান দেশের প্রত্যেক নাগরিককে স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার দেয়। কিন্তু তার উপরেও যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা রয়েছে। MeitY জানিয়েছে, তথ্যপ্রযুক্তি আইন 2000 ও 2021 অনুসারে ইন্টারমিডিয়ারিদের দায়িত্ব তাদের প্ল্যাটফর্মে কী ধরনের কনটেন্ট প্রকাশ হচ্ছে, তা নজরে রাখা।
2000-এর ধারা 79 অনুসারে থার্ড পার্টি কনটেন্টের জন্য আইনি সুরক্ষা পেতে গেলে তাদের অবশ্যই যথাযথ সতর্কতা মেনে চলতে হবে। প্ল্যাটফর্মগুলোকে নিশ্চিত করতে হবে যে ব্যবহারকারীরা যেন অশোভন, যৌন, ও শিশুদের জন্য ক্ষতিকর বা পেডোফিলিক কনটেন্ট আপলোড বা শেয়ার না করে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, আদালতের নির্দেশ বা সরকারি সংস্থার কাছ থেকে নোটিস পাওয়ার নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপত্তিকর কনটেন্ট মুছে ফেলতে হবে। বিশেষ করে কারও ব্যক্তিগত ভিডিও বা ছবি সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে কনটেন্ট সরানো বাধ্যতামূলক।
সরকারের কড়া নির্দেশ, নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলো আইনি রক্ষাকবচ হারাতে পারে এবং তথ্যপ্রযুক্তি আইন, ভারতীয় ন্যায় সংহিতা (BNS) সহ অন্যান্য আইনের ধারায় শাস্তির সম্মুখীন হতে পারে। বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক আরও জানিয়েছে যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্মকে অবিলম্বে তাদের অভ্যন্তরীণ কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক ও কনটেন্ট মডারেশন প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পর্যালোচনা করতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.