নতুন বাটারফ্লাই কি-বোর্ডে অল্প সংখ্যক গ্রাক সমস্যার সম্মুখিণ হলেও বেশিরভার গ্রাহক এই কি-বোর্ড ব্যবহার করে সন্তুষ্ট হয়েছেন। তবে কত গ্রাহক নতুন বাটারফ্লাই কি-বোর্ডের জন্য সমস্যার সম্মুখীন হয়ে তা জানায়নি Apple।
প্রিমিয়াম ল্যাপটপ সেগমেন্টে অনেক বছর ধরেই একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে Apple এর MacBooK Pro। এই ল্যাপটপে গত কয়েক বছর ধরেই কি-বোর্ডে সমস্যার অভিযোগ তুলছিলেন গ্রাহকরা। 2018 সালের MacBook Pro ল্যাপটপে নতুন জেনারেশানের বাটারফ্লাই কি-বোর্ড ব্যবহার করেছিল Apple। এই কি-বোর্ডে সমস্যা থাকার জন্য কিছু গ্রাহকের সমস্যার কথা স্বীকার করে নিল কুপার্টিনোর কোম্পানিটি।
গত বছর পুরনো বাটারফ্লাই কি-বোর্ডে কি আটকে যাওয়ার কথা স্বীকার করে নিয়ে বিনামূল্যে ল্যাপটপের কি-বোর্ড বদলে দিয়েছিল Apple। কি-বোর্ডের নীচে ধুলো জমে এই সমস্যা তৈরী হচ্ছিল। এই সমস্যার সমাধান ও টাইপিং এর সময় আওয়াজ কমানোর জন্য 2018 MacBook Pro মডেলে কি-বোর্ডের নীচে বিশেষ মেমব্রেন ব্যবহার করেছিল Apple। কোম্পানি জানিয়েছে এর পরেও সমস্যার সমাধান হয়নি। এখনও কিছু গ্রাহক এই কি-বোর্ড ব্যবহার করে সমস্যার সম্মুখীন হচ্ছে। এই কারনে দুঃখ প্রকাশ করেছে Apple।
MacBook কি-বোর্ডে সমস্যার কথা স্বীকার করে ক্ষমা চাইল Apple
কোম্পানির এক প্রতিনিধি জানিয়েছেন নতুন বাটারফ্লাই কি-বোর্ডে অল্প সংখ্যক গ্রাক সমস্যার সম্মুখিণ হলেও বেশিরভার গ্রাহক এই কি-বোর্ড ব্যবহার করে সন্তুষ্ট হয়েছেন। তবে কত গ্রাহক নতুন বাটারফ্লাই কি-বোর্ডের জন্য সমস্যার সম্মুখীন হয়ে তা জানায়নি Apple।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ponies OTT Release Date: Know When to Watch This Emilia Clarke and Haley Lu Richardson starrer web series online