বাজেট MacBook ল্যাপটপ 2026 সালের প্রথমার্ধে বাজারে আসতে পারে বলে আশা করা হচ্ছে।
Photo Credit: Apple
Apple May Finally Launch Affordable MacBook in 2026
Apple এবার তুলনামূলক কম দামে MacBook লঞ্চ করে বাজারে সাড়া ফেলতে পারে। বাজেট-ফ্রেন্ডলি iPhone SE সিরিজের কায়দায় সাশ্রয়ী মূল্যে MacBook আনতে চলেছে মার্কিন টেক জায়ান্টটি। ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গারম্যানের প্রতিবেদন থেকে এই বিষয়ে জানা গেছে। অ্যাপলের সস্তা ম্যাকবুক 2026 সাল অর্থাৎ আগামী বছর বাজারে আসতে পারে বলে আশা করা হচ্ছে। এখনও কোনও নাম ঠিক না হলেও, কোম্পানির অভ্যন্তরে বাজেট ম্যাকবুক মডেলকে J700 কোডনাম দেওয়া হয়েছে। এটি মূলত পড়ুয়া, ছোট ব্যবসায়ী, এবং সাধারণ ক্রেতাদের জন্য তৈরি করা হচ্ছে। যারা মূলত ইন্টারনেট ঘাটাঘাটি, ডকুমেন্ট লেখা ও এডিট, এবং সোশ্যাল মিডিয়া সম্পর্কিত কাজে ল্যাপটপ ব্যবহার করেন।
পারফরম্যান্স বলুন বা সিকিউরিটি, উইন্ডোজ ল্যাপটপকে বলে বলে গোল দেবে অ্যাপলের ম্যাকবুক। এটি যেমন দীর্ঘ বছর ধরে একই পারফরম্যান্স দিতে সক্ষম, তেমনই উচ্চমানের নিরাপত্তার জন্য পরিচিত। সেই কারণে ম্যাকবুক বরাবরই প্রিমিয়াম পণ্যের তালিকায় থেকেছে। অ্যাপল এখন যে বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে, সেখানে মূলত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের রমরমা। তাই সংস্থাটি সহজলভ্য দামে MacOS এর অভিজ্ঞতা দিয়ে ক্রেতা টানার পরিকল্পনা করছে বলে অনুমান করা যায়।
অ্যাপল এখনও এই বিষয়ে মুখ না খুললেও, ব্লুমবার্গের রিপোর্টে দাবি করা হয়েছে যে ল্যাপটপটির দাম 1,000 ডলারের (প্রায় 88,700 টাকা) কাছাকাছি থাকবে। অর্থাৎ, ভারতের মতো দেশে আরও কম দামে পাওয়া যেতে পারে। উল্লেখ্য, এখন MacBook Air M4 এর দাম প্রায় 95,000 টাকা।
প্রতিবেদন অনুযায়ী, কম দামের ম্যাকবুকে LCD ডিসপ্লে ও আইফোনের প্রসেসর ব্যবহার করা হবে। অবাক করার মতো বিষয় হল অভ্যন্তরীণ পরীক্ষায় ওই চিপ নাকি M1-এর থেকেও ভাল পারফর্ম করতে পেরেছে, যা 2020 সালের ম্যাকবুকে ব্যবহৃত হয়েছিল। ল্যাপটপটিতে 13.6 ইঞ্চির চেয়ে সামান্য ছোট ডিসপ্লে থাকতে পারে। খবর সত্যি হলে, এটি যেমন সবচেয়ে কম্প্যাক্ট ম্যাকবুক হবে, তেমনই অ্যাপল প্রথমবার তাদের ল্যাপটপে ফোনের জন্য তৈরি চিপ ব্যবহার করবে।
রিপোর্ট বলছে, বাজেট-ফ্রেন্ডলি ম্যাকবুক 2026 সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বাজারে চলে আসতে পারে। জানা গেছে, এটি এখনও পরীক্ষার পর্যায়ে আছে এবং প্রাথমিক উৎপাদনও শুরু হয়েছে। কম দামে যদি ম্যাক পাওয়া যায়, তাহলে উইন্ডোজ ল্যাপটপ নির্মাতাদের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। বেশি ব্যাটারি ব্যাকআপ, উন্নত সিকিউরিটি, ও স্মুথ সফটওয়্যারযুক্ত ম্যাকবুক সহজলভ্য হলে সবচেয়ে বেশি লাভবান হবে ক্রেতারাই।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy XR Headset Will Reportedly Launch in Additional Markets in 2026
Moto G57 Power With 7,000mAh Battery Launched Alongside Moto G57: Price, Specifications