Apple এবার সস্তায় MacBook আনছে, ধস নামতে পারে উইন্ডোজ ল্যাপটপের বিক্রিতে

বাজেট MacBook ল্যাপটপ 2026 সালের প্রথমার্ধে বাজারে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

Apple এবার সস্তায় MacBook আনছে, ধস নামতে পারে উইন্ডোজ ল্যাপটপের বিক্রিতে

Photo Credit: Apple

Apple May Finally Launch Affordable MacBook in 2026

হাইলাইট
  • Apple-এর বাজেট ম্যাকবুকে LCD ডিসপ্লে থাকতে পারে
  • ল্যাপটপটি আইফোনের প্রসেসরে চলবে
  • বাজেট-ফ্রেন্ডলি MacBook এর দাম 1,000 ডলার হতে পারে
বিজ্ঞাপন

Apple এবার তুলনামূলক কম দামে MacBook লঞ্চ করে বাজারে সাড়া ফেলতে পারে। বাজেট-ফ্রেন্ডলি iPhone SE সিরিজের কায়দায় সাশ্রয়ী মূল্যে MacBook আনতে চলেছে মার্কিন টেক জায়ান্টটি। ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গারম্যানের প্রতিবেদন থেকে এই বিষয়ে জানা গেছে। অ্যাপলের সস্তা ম্যাকবুক 2026 সাল অর্থাৎ আগামী বছর বাজারে আসতে পারে বলে আশা করা হচ্ছে। এখনও কোনও নাম ঠিক না হলেও, কোম্পানির অভ্যন্তরে বাজেট ম্যাকবুক মডেলকে J700 কোডনাম দেওয়া হয়েছে। এটি মূলত পড়ুয়া, ছোট ব্যবসায়ী, এবং সাধারণ ক্রেতাদের জন্য তৈরি করা হচ্ছে। যারা মূলত ইন্টারনেট ঘাটাঘাটি, ডকুমেন্ট লেখা ও এডিট, এবং সোশ্যাল মিডিয়া সম্পর্কিত কাজে ল্যাপটপ ব্যবহার করেন।

Apple বাজেট MacBook আনতে পারে 2026 সালে

পারফরম্যান্স বলুন বা সিকিউরিটি, উইন্ডোজ ল্যাপটপকে বলে বলে গোল দেবে অ্যাপলের ম্যাকবুক। এটি যেমন দীর্ঘ বছর ধরে একই পারফরম্যান্স দিতে সক্ষম, তেমনই উচ্চমানের নিরাপত্তার জন্য পরিচিত। সেই কারণে ম্যাকবুক বরাবরই প্রিমিয়াম পণ্যের তালিকায় থেকেছে। অ্যাপল এখন যে বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে, সেখানে মূলত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের রমরমা। তাই সংস্থাটি সহজলভ্য দামে MacOS এর অভিজ্ঞতা দিয়ে ক্রেতা টানার পরিকল্পনা করছে বলে অনুমান করা যায়।

বাজেট MacBook ল্যাপটপের কেমন দাম হবে

অ্যাপল এখনও এই বিষয়ে মুখ না খুললেও, ব্লুমবার্গের রিপোর্টে দাবি করা হয়েছে যে ল্যাপটপটির দাম 1,000 ডলারের (প্রায় 88,700 টাকা) কাছাকাছি থাকবে। অর্থাৎ, ভারতের মতো দেশে আরও কম দামে পাওয়া যেতে পারে। উল্লেখ্য, এখন MacBook Air M4 এর দাম প্রায় 95,000 টাকা।

প্রতিবেদন অনুযায়ী, কম দামের ম্যাকবুকে LCD ডিসপ্লে ও আইফোনের প্রসেসর ব্যবহার করা হবে। অবাক করার মতো বিষয় হল অভ্যন্তরীণ পরীক্ষায় ওই চিপ নাকি M1-এর থেকেও ভাল পারফর্ম করতে পেরেছে, যা 2020 সালের ম্যাকবুকে ব্যবহৃত হয়েছিল। ল্যাপটপটিতে 13.6 ইঞ্চির চেয়ে সামান্য ছোট ডিসপ্লে থাকতে পারে। খবর সত্যি হলে, এটি যেমন সবচেয়ে কম্প্যাক্ট ম্যাকবুক হবে, তেমনই অ্যাপল প্রথমবার তাদের ল্যাপটপে ফোনের জন্য তৈরি চিপ ব্যবহার করবে।

সস্তা MacBook বাজারে কবে আসবে

রিপোর্ট বলছে, বাজেট-ফ্রেন্ডলি ম্যাকবুক 2026 সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বাজারে চলে আসতে পারে। জানা গেছে, এটি এখনও পরীক্ষার পর্যায়ে আছে এবং প্রাথমিক উৎপাদনও শুরু হয়েছে। কম দামে যদি ম্যাক পাওয়া যায়, তাহলে উইন্ডোজ ল্যাপটপ নির্মাতাদের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। বেশি ব্যাটারি ব্যাকআপ, উন্নত সিকিউরিটি, ও স্মুথ সফটওয়্যারযুক্ত ম্যাকবুক সহজলভ্য হলে সবচেয়ে বেশি লাভবান হবে ক্রেতারাই।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. itel VistaTab 30 সস্তায় 11 ইঞ্চি ডিসপ্লে, 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, সাথে 1,999 টাকার উপহার ফ্রি
  2. নতুন বছরের আগে ধামাকা অফার, দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন 19,000 টাকা সস্তায় মিলছে
  3. Google ভারতে Emergency Location Service ফিচার চালু করল, বিপদে পড়লে আসবে দ্রুত সাহায্য
  4. Motorola-এর অবিশ্বাস্য স্লিম ফোনের সেল অবশেষে শুরু হল, 50MP সেলফি ক্যামেরা রয়েছে, পাবেন বিশেষ ছাড়
  5. Realme সবচেয়ে কম দামে 144Hz রিফ্রেশ রেট ও 7000mAh ব্যাটারির ফোন কেনার সুযোগ আনল
  6. OnePlus মোবাইলে গেম খেলার জন্য সেরা ফোন আনছে, 16GB র‍্যাম এবং 9000mAh ব্যাটারি থাকবে
  7. Poco M8 সিরিজের প্রথম টিজার প্রকাশ্যে, 50MP ও 200MP ক্যামেরা নিয়ে শীঘ্রই লঞ্চ হতে পারে
  8. 12.1 ইঞ্চি ডিসপ্লে ও 12000mAh ব্যাটারি সহ Redmi Pad 2 Pro 5G জানুয়ারি 6 ভারতে লঞ্চ হচ্ছে
  9. Oppo Find X9 Ultra: ছাব্বিশে মহা চমক, Oppo লঞ্চ করবে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন?
  10. স্মার্টফোন সেলে মেগা অফার, 3,000 টাকা ডিসকাউন্ট 7,400mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের অনবদ্য ফোনে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »