নতুন আবিষ্কারে শোরগোল! বিশ্বের প্রথম রোটেটিং ডিসপ্লে ল্যাপটপ আনছে Lenovo

নতুন Lenovo ল্যাপটপ কনসেপ্টে এক বিশেষ ধরনের ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ঘুরিয়ে ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে।

নতুন আবিষ্কারে শোরগোল! বিশ্বের প্রথম রোটেটিং ডিসপ্লে ল্যাপটপ আনছে Lenovo

Photo Credit: X/evleakes

লেনোভোর নতুন ল্যাপটপের ডিসপ্লে ঘুরিয়ে ব্যবহার করা যাবে

হাইলাইট
  • লেনোভোর ল্যাপটপের স্ক্রিন আড়াআড়ি থেকে ঘুরিয়ে পোর্ট্রেট মোডে দেখতে পারবেন
  • IFA 2025 সেপ্টেম্বর 5 থেকে সেপ্টেম্বর 9 বার্লিনে অনুষ্ঠিত হবে
  • Lenovo Legion Go 2 গেমিং কনসোল ট্রেড শো-তে লঞ্চ হতে পারে
বিজ্ঞাপন

Lenovo কম্পিউটার ও ল্যাপটপের জগত অন্যতম পরিচিত একটি নাম। সংস্থাটি উদীয়মান প্রযুক্তির উপর কাজ করার জন্যও বিশেষ পরিচিতি লাভ করেছে। গত বছর ট্রান্সপ্যারেন্ট (স্বচ্ছ) ডিজাইনের ল্যাপটপ কনসেপ্ট প্রকাশ করে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছিল তারা। এটি যেমন স্ক্রিনের বিষয়বস্তু দেখাতে পারে, তেমনই পর্দার পেছনের দৃশ্যও ব্যবহারকারীকেকে দেখার সুযোগ করে দেয়। চলতি সপ্তাহ থেকে বার্লিনে অনুষ্ঠিত হতে চলা IFA টে শো-তে আরও একটি ভবিষ্যৎমুখী নকশার ল্যাপটপ প্রদর্শন করবে সংস্থাটি। Lenovo কোম্পানির অভ্যন্তরে Project Pivo নামে পরিচিত আসন্ন ল্যাপটপ কনসেপ্টে রোটেটিং ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে।

Lenovo রোটেটিং ডিসপ্লে ল্যাপটপের বিশেষত্ব

লেনোভোর নতুন ল্যাপটপে এক বিশেষ ধরনের ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ঘুরিয়ে ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে। ব্যবহারকারী চাইলে যেমন স্ক্রিনকে ল্যান্ডস্কেপ মোডে (আড়াআড়ি) ব্যবহার করতে পারবেন, তেমনই একেবারে ঘুরিয়ে পোর্ট্রেট মোডে (উলম্বভাবে) দেখতে পারবেন। টিপস্টার ইভান ব্লাস তাঁর X (সাবেক টুইটার) প্রোফাইল থেকে ল্যাপটপটির ছবি ও তথ্য প্রকাশ করেছে।

লেনোভো রোটেটিং ডিসপ্লে ল্যাপটপ তথা প্রজেক্ট পিভো সেপ্টেম্বর 5 থেকে সেপ্টেম্বর 9 বার্লিনে অনুষ্ঠিত হতে চলা আইএফএ ট্রেড শো-তে প্রদর্শিত হবে। একটি গতানুগতিক ধারার ল্যাপটপের মতো লেনোভোর নয়া কনসেপ্ট মডেলের স্ক্রিন অনুভূমিক অবস্থায় থাকে, যা টাইপিং, ভিডিয়ো দেখা, অফিসের কাজ, বা দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত। এই সাধারণ স্ক্রিনেই অসাধারণ বিশেষত্ব লুকিয়ে।

অনুভূমিক অবস্থায় থাকা ওই ডিসপ্লে আপনি চাইলে রোটেট করে বা ঘুরিয়ে পোট্রেট ভিউতে ব্যবহার করতে পারবেন। এটি কোডিং, বই পড়া অথবা লম্বা ডকুমেন্ট দেখার সময় উপযোগী হতে পারে। অর্থাৎ ব্যবহারকারীরা এক স্ক্রিনেই পোট্রেট ও ল্যান্ডস্কেপ ভিউ পাবেন। ডেস্কটপ মনিটারের জগতে এই সুবিধা নতুন না হলেও, ল্যাপটপের দুনিয়ায় সর্বপ্রথম।

Lenovo এই রোটেটিং ডিসপ্লের ল্যাপটপ কবে লঞ্চ করবে তা জানা যায়নি। তবে বাণিজ্যিকভাবে প্রকাশের সিদ্ধান্ত নেওয়ার আগে ব্র্যান্ডটি IFA প্রদর্শনীর মঞ্চ ব্যবহার করে গ্রাহকদের মতামত ও চাহিদা বোঝার চেষ্টা করতে পারে। প্রসঙ্গত, লেনোভো প্রায়শই বিভিন্ন ট্রেড শো-তে প্রযুক্তিগত উদ্ভাবন ও পণ্য প্রদর্শন করে, যার মধ্যে কয়েকটি বাণিজ্যিক পণ্যে রূপান্তরিত হয়েছে। উদাহরণ দেওয়ার জন্য ThinkBook Plus Gen 6 এর কথা বলা যেতে পারে। ল্যাপটপটির মূল আকর্ষণ রোলেবল ডিসপ্লে যা প্রসারিত হতে পারে।

Lenovo Legion Go 2 লঞ্চ হতে পারে IFA ট্রেড শো-তে

Lenovo আইএফএ ইভেন্টে Steam OS সহ Legion Go 2 গেমিং কনসোল প্রদর্শন করবে বলে জানা গিয়েছে। জানিয়ে রাখি, দ্বিতীয় প্রজন্মের লিজিয়ন গো-এর একটি প্রোটোটাইপ এই বছরের কনজুমার ইলেকট্রনিক্স শো (CES 2025)-তে আত্মপ্রকাশ করেছিল। এটি চলতি সপ্তাহে বার্লিনে নতুন IdeaPad Plus এবং Yoga Tab ট্যাবলেটের সঙ্গে লঞ্চ হতে পারে বলে জানা গিয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme C85 5G নভেম্বরে ভারতে আসছে, সস্তায় 7,000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা পাবেন
  2. Oppo Reno 15 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, 200 মেগাপিক্সেল AI ক্যামেরায় বাজিমাত করবে
  3. Vivo S50 সিরিজের নয়া ফোন 90W ফাস্ট চার্জিং ও ট্রিপল ক্যামেরার সঙ্গে লঞ্চ হচ্ছে
  4. 27,000 টাকার বেশি ছাড়ে Samsung এর জনপ্রিয় স্মার্টফোন বিক্রি হচ্ছে, AI ফিচার্সে ভরপুর
  5. Realme GT 8 Pro স্মার্টফোনের লঞ্চ ডেট ভারতে ঘোষণা হল, লুকস, ক্যামেরা, ফিচার, সবকিছুতে সেরা!
  6. Oppo Reno 15 সিরিজের লঞ্চ ডেট ফাঁস, আসছে 200 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে
  7. WhatsApp Romance Scam: হোয়াটঅ্যাপে প্রেম করতে গিয়ে 32 লক্ষ টাকা খোয়ালেন 63 বছরের বৃদ্ধ
  8. Oppo Find X9 Ultra লঞ্চ হওয়ার পথে, 200MP রিয়ার ক্যামেরা ও 50MP ফ্রন্ট ক্যামেরায় ঝড় তুলবে
  9. Motorola Edge 70: মোটোরোলা 50MP সেলফি ক্যামেরার সবচেয়ে স্লিম ফোন লঞ্চ করে চমকে দিল
  10. 79,900 টাকার iPhone বিক্রি হচ্ছে মাত্র 32,900 টাকায়, অবিশ্বাস্য অফার এখানে!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »