নতুন Lenovo ল্যাপটপ কনসেপ্টে এক বিশেষ ধরনের ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ঘুরিয়ে ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে।
Photo Credit: X/evleakes
লেনোভোর নতুন ল্যাপটপের ডিসপ্লে ঘুরিয়ে ব্যবহার করা যাবে
Lenovo কম্পিউটার ও ল্যাপটপের জগত অন্যতম পরিচিত একটি নাম। সংস্থাটি উদীয়মান প্রযুক্তির উপর কাজ করার জন্যও বিশেষ পরিচিতি লাভ করেছে। গত বছর ট্রান্সপ্যারেন্ট (স্বচ্ছ) ডিজাইনের ল্যাপটপ কনসেপ্ট প্রকাশ করে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছিল তারা। এটি যেমন স্ক্রিনের বিষয়বস্তু দেখাতে পারে, তেমনই পর্দার পেছনের দৃশ্যও ব্যবহারকারীকেকে দেখার সুযোগ করে দেয়। চলতি সপ্তাহ থেকে বার্লিনে অনুষ্ঠিত হতে চলা IFA টে শো-তে আরও একটি ভবিষ্যৎমুখী নকশার ল্যাপটপ প্রদর্শন করবে সংস্থাটি। Lenovo কোম্পানির অভ্যন্তরে Project Pivo নামে পরিচিত আসন্ন ল্যাপটপ কনসেপ্টে রোটেটিং ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে।
লেনোভোর নতুন ল্যাপটপে এক বিশেষ ধরনের ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ঘুরিয়ে ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে। ব্যবহারকারী চাইলে যেমন স্ক্রিনকে ল্যান্ডস্কেপ মোডে (আড়াআড়ি) ব্যবহার করতে পারবেন, তেমনই একেবারে ঘুরিয়ে পোর্ট্রেট মোডে (উলম্বভাবে) দেখতে পারবেন। টিপস্টার ইভান ব্লাস তাঁর X (সাবেক টুইটার) প্রোফাইল থেকে ল্যাপটপটির ছবি ও তথ্য প্রকাশ করেছে।
লেনোভো রোটেটিং ডিসপ্লে ল্যাপটপ তথা প্রজেক্ট পিভো সেপ্টেম্বর 5 থেকে সেপ্টেম্বর 9 বার্লিনে অনুষ্ঠিত হতে চলা আইএফএ ট্রেড শো-তে প্রদর্শিত হবে। একটি গতানুগতিক ধারার ল্যাপটপের মতো লেনোভোর নয়া কনসেপ্ট মডেলের স্ক্রিন অনুভূমিক অবস্থায় থাকে, যা টাইপিং, ভিডিয়ো দেখা, অফিসের কাজ, বা দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত। এই সাধারণ স্ক্রিনেই অসাধারণ বিশেষত্ব লুকিয়ে।
অনুভূমিক অবস্থায় থাকা ওই ডিসপ্লে আপনি চাইলে রোটেট করে বা ঘুরিয়ে পোট্রেট ভিউতে ব্যবহার করতে পারবেন। এটি কোডিং, বই পড়া অথবা লম্বা ডকুমেন্ট দেখার সময় উপযোগী হতে পারে। অর্থাৎ ব্যবহারকারীরা এক স্ক্রিনেই পোট্রেট ও ল্যান্ডস্কেপ ভিউ পাবেন। ডেস্কটপ মনিটারের জগতে এই সুবিধা নতুন না হলেও, ল্যাপটপের দুনিয়ায় সর্বপ্রথম।
Lenovo এই রোটেটিং ডিসপ্লের ল্যাপটপ কবে লঞ্চ করবে তা জানা যায়নি। তবে বাণিজ্যিকভাবে প্রকাশের সিদ্ধান্ত নেওয়ার আগে ব্র্যান্ডটি IFA প্রদর্শনীর মঞ্চ ব্যবহার করে গ্রাহকদের মতামত ও চাহিদা বোঝার চেষ্টা করতে পারে। প্রসঙ্গত, লেনোভো প্রায়শই বিভিন্ন ট্রেড শো-তে প্রযুক্তিগত উদ্ভাবন ও পণ্য প্রদর্শন করে, যার মধ্যে কয়েকটি বাণিজ্যিক পণ্যে রূপান্তরিত হয়েছে। উদাহরণ দেওয়ার জন্য ThinkBook Plus Gen 6 এর কথা বলা যেতে পারে। ল্যাপটপটির মূল আকর্ষণ রোলেবল ডিসপ্লে যা প্রসারিত হতে পারে।
Lenovo আইএফএ ইভেন্টে Steam OS সহ Legion Go 2 গেমিং কনসোল প্রদর্শন করবে বলে জানা গিয়েছে। জানিয়ে রাখি, দ্বিতীয় প্রজন্মের লিজিয়ন গো-এর একটি প্রোটোটাইপ এই বছরের কনজুমার ইলেকট্রনিক্স শো (CES 2025)-তে আত্মপ্রকাশ করেছিল। এটি চলতি সপ্তাহে বার্লিনে নতুন IdeaPad Plus এবং Yoga Tab ট্যাবলেটের সঙ্গে লঞ্চ হতে পারে বলে জানা গিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন