Lenovo Thinkpad P52 তে থাকছে 8th Gen Intel Xeon হেক্সা কোর প্রসেসার, Nvidia Quadro P3200 GPU, 6TB পর্যন্ত স্টোরেজ আর 128GB পর্যন্ত RAM।
Photo Credit: Lenovo / Digital Trends
নতুন Thinkpad P52 ল্যাপটপ লঞ্চ করল Lenovo। এই ল্যাপটপের স্পেসিফিকেশান দেখলে যে কোন টেক শ্যাভির চক্ষু চড়ক গাছ হতে বাধ্য। খতরনাক স্পেসিফিকেশানের সাথেই নতুন Thinkpad P52 এ ভার্চুয়াল রিয়ালিটির সাপোর্ট পাওয়া যাবে। Lenovo Thinkpad P52 তে থাকছে 8th Gen Intel Xeon হেক্সা কোর প্রসেসার, Nvidia Quadro P3200 GPU, 6TB পর্যন্ত স্টোরেজ আর 128GB পর্যন্ত RAM। চলার পথে ধাঁসু ল্যাপটপের প্রয়োজনীয়তা হলে আদর্শ নতুন Thinkpad P52। এই মাসের শেষের দিকেই এই ল্যাপটপ বাজারে আনকে কোম্পানি। তবে Thinkpad P52 এর দাম সম্পর্কে এখনো কিছুই জানায়নি Lenovo।
Thinkpad P52 তে থাকছে একটি 15.6 ইঞ্চি 4K/UHD টাচস্ক্রিন ডিসপ্লে। এর সাথেই একটি টাচস্ক্রিন ছাড়া Full HD ডিসপ্লেতেঅ এই ল্যাপটপ পাওয়া যাবে। আগেই জানানো হয়েছে এই ল্যাপটপে থাকবে 8th Gen Intel Xeon হেক্সা কোর প্রসেসার সাথে থাকবে Nvidia Quadro P3200 GPU। এর সাথেই Thinkpad P52 তে থাকবে 128GB পর্যন্ত RAM আর 6TB পর্যন্ত স্টোরেজ।
ভিতরে আগ্নেয়গিরির মতো কনফিগারেশান থাকলেও বাইরে থেকে এই ল্যাপটপ আর পাঁচটা Thinkpad P সিরিজের ল্যাপটপের মতোই দেখতে। 2 টি USB-C/Thunderbolt পোর্ট, 3 টি USB Type A 3.0, একটি HDMI 2.0, একটি হেডফোন জ্যাক ও একটি SD কার্ড রিডার থাকবে। কানেক্টিভিটির জন্য থাকবে Bluetooth 5, Wi-Fi 802.11ac, Gigabit Ethernet ও অপশানাল Cat 9 4G LTE. । Thinkpad P52 এর ওজন 2.5 কিলোগ্রাম।
চটি অপারেটিং সিস্টেমে কেনা যাবে নতুন ThinkPad P52। এগুলি হল Windows 10 Pro for Workstations, Windows 10 Pro, Windows 10 Home, Ubuntu আর Red Hat Linux। এর সাথেই থাকবে একটি ইনফ্রারেড ক্যামেরা আর একটি 720p ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ISS Astronauts Celebrate Christmas in Orbit, Send Messages to Earth
Arctic Report Card Flags Fast Warming, Record Heat and New Risks
Battery Breakthrough Uses New Carbon Material to Boost Stability and Charging Speeds
Ek Deewane Ki Deewaniyat Is Streaming Now: Know Where to Watch the Romance Drama Online