লঞ্চ হল নতুন Mi Notebook Air 12.5 ইঞ্চি ল্যাপটপ। Apple MacBook Air কে টেক্কা দিতে হালকা পাতলা ছোট্ট ল্যাপটপ লঞ্চ করেছে Xiaomi। নতুন ল্যাপটপে থাকছে Intel Core i5 (8th Gen) অথবা Core m3 প্রসেসার, 4GB RAM, 256GB পর্যন্ত SSD স্টোরেজার Full HD ডিসপ্লে। সম্পূর্ণ মেটাল বডির এই ল্যাপটপের ওজন মাত্র 1.07 কিলোগ্রাম। থাকছে ফাস্ট চার্জিং সাপোর্ট। ইতিমধ্যেই কোম্পানির 13.3 ইঞ্চি ল্যাপটপে Intel Core i5 (8th Gen) প্রসেসার ব্যবহার করেছিল Xiaomi। এবার 12.5 ইঞ্চি ল্যাপটপেও এই প্রসেসার পৌঁছাল।
28 মার্চ চিনে বিক্রি শুরু হবে Mi Notebook Air 12.5 ইঞ্চি ল্যাপটপ। সোনালি ও রূপালি রঙে এই ল্যাপটপ পাওয়া যাবে। Core M3 প্রসেসার ব্যবহার করে Mi Notebook Air 12.5 ইঞ্চি ল্যাপটপের দাম শুরু হচ্ছে 3,599 ইউয়ান (প্রায় 38,400 টাকা) থেকে। Intel Core i5 (8th Gen) প্রসেসারে এই ল্যাপটপের দাম শুরু হচ্ছে 4,299 ইউয়ান (প্রায় 45,900 টাকা) থেকে। চিনের বাইরে এই ল্যাপটপ কবে লঞ্চ হবে জানায়নি Xiaomi।
Mi Notebook Air 12.5 ইঞ্চি ল্যাপটপে থাকছে সম্পূর্ণ মেটাল চ্যাসিস। এই ল্যাপটপে থাকছে একটি 12.5 ইঞ্চি Full HD ডিসপ্লে। এই ল্যাপটপের ওজন মাত্র 1.07 কিলোগ্রাম। থাকছে Harman স্পিকার আর DTS সারাউন্ড সাউন্ড।
নতুন Xiaomi ল্যাপটপে থাকছে 4GB Ram, একটি USB Type-C পোর্ট, একটি HDMI পোর্ট, একটি USB 3.0 পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Mi Notebook Air 12.5 ইঞ্চি ল্যাপটপে Windows 10 Home Edition প্রি-ইন্সটলড থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন