উইন্ডোজ 10 এর নতুন সংস্করণের ওপরে কাজ শুরু করেছে মাইক্রোসফট. এটি উইন্ডোজ 10 লীন নামে পরিচিতি পাবে. উইন্ডোজ 10 এর নিয়মিত সংস্করণের থেকে এটি আকারে প্রায় দুই জি বি ছোট. এটি তৈরি করা হচ্ছে সেই সমস্ত ডিভাইসের জন্য যাদের ইন্টারনাল স্টোরেজ তুলনামূলক ভাবে কম. ছোট ল্যাপটপ কিংবা ট্যাবলেটের কথা মাথায় রেখেই এটি তৈরি করছে মাইক্রোসফট.
স্বাভাবিক ভাবেই মাইক্রোসফট এখনো উইন্ডোজ 10 লীন সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি. তবে উইন্ডোজ সেন্ট্রালের রিপোর্ট অনুযায়ী তাদের পরবর্তী SKU টি 16 জি বি স্টোরেজ ডিভাইসের জন্য ব্যবহৃত হবে. এই ডিভাইসগুলি যাতে উইন্ডোজ আপডেট পায় সেই কথা মাথায় রেখেই এটি বানানো হচ্ছে. সাধারণত ছোটখাটো ডিভাইস ব্যবহারকারীরা যখন অ্যাপ্লিকেশান বা মিডিয়া ফাইল ডাউনলোড করেন তখন উইন্ডোজ আপডেটের জন্য খালি জায়গার অভাব ঘটে.
এই সমস্যাটির সমাধান করবে এই লীন সংস্করণটি. এটিতে সম্পূর্ণ Win32 অ্যাপ্লিকেশান সাপোর্ট থাকায় এটি লেগাসি অ্যাপ্লিকেশান গুলির সাপোর্টে কোনো অসুবিধার সৃষ্টি করবে না বলে রিপোর্টে জানানো হয়েছে, তবে আপডেট হবে ধীর গতিতে কিন্তু হয়তো তা উচ্চতর সফলতা প্রদানে সক্ষম হবে.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.