বৃহস্পতিবার চিনে লঞ্চ হয়েছে RedmiBook 14 Pro। Redmi Note 8, Redmi Note 8 Pro আর Redmi TV -র সাথেই নতুন এই ল্যাপটপ লঞ্চ করেছে Xiaomi। নতুন এই 14 ইঞ্চি ল্যাপটপে রয়েছে একটি 10th Gen Intel প্রসেসর। ধুসর ও গোলাপী রঙে পাওয়া যাবে RedmiBook 14 Pro।
তিনটু কনফিগারেশনে পাওয়া যাবে RedmiBook 14 Pro। Intel Core i5 (10210U) CPU, 8GB RAM আর 256GB SSD স্টোরেজে RedmiBook 14 Pro এর দাম 3,999 ইউয়ান (প্রায় 40,000 টাকা)। Intel Core i5 (10210U) CPU, 8GB RAM আর 512GB SSD স্টোরেজে RedmiBook 14 Pro এর দাম 4,499 ইউয়ান (প্রায় 45,000 টাকা)।
টপ ভেরিয়েন্টে Intel Core i7 (10510U) CPU, 8GB RAM আর 512GB SSD স্টোরেজে RedmiBook 14 Pro এর দাম 4,999 ইউয়ান (প্রায় 50,000 টাকা)। 6 সেপ্টেম্বর চিনে RedmiBook 14 Pro বিক্রি শুরু হবে। ভারতে কবে এই ল্যাপটপ লঞ্চ হবে জানায়নি Xiaomi।
RedmiBook 14 Pro ল্যাপটপের তিনটি ভেরিয়েন্টেই থাকছে 2GB DDR5 Nvidia MX250 GPU। ধুসর ও গোলাপী রঙে এই ল্যাপটপ পাওয়া যাবে।
RedmiBook 14 Pro ল্যাপটপে থাকছে একটি 14 ইঞ্চি FHD ডিসপ্লে। এই ডিসপ্লেতে 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল পাওয়া যাবে। ডিসপ্লের ব্রাইটনেস 250 নিটস। ল্যাপটপের সাথে 46W চার্জারে মাত্র 35 মিনিটে 50 শতাংশ চার্স হবে এই ল্যাপটপের ব্যাটারি। একবার চম্পূর্ণ চার্জ হলে RedmiBook 14 Pro এ 10 ঘন্টা ব্যাক আপ পাওয়া যাবে। থাকছে দুটি USB 3.0 পোর্ট, একটি USB 2.0 পোর্ট, একটি 3.5 মিলিমিটার অশিও জ্যাক আর একটি HDMI পোর্ট। RedmiBook 14 Pro এর ওজন 1.5 কিলোগ্রাম। ল্যাপটপের আয়তন 323 x 228 x 17.95 মিলিমিটার।
29 অগাস্ট বেজিং এ এক ইভেন্টে RedmiBook 14 Pro এর সাথেই লঞ্চ হয়েছে কোম্পানির মিডরেঞ্জ সেগমেন্টের স্মার্টফোন Redmi Note 8 Pro আর Redmi Note 8। এর সাথেই বাজারে এছে Redmi TV। এই স্মার্ট টিভিতে থাকছে 70 ইঞ্চি 4K HDR ডিসপ্লে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন