বৃহস্পতিবার চিনে লঞ্চ হয়েছে RedmiBook 14 Pro। Redmi Note 8, Redmi Note 8 Pro আর Redmi TV -র সাথেই নতুন এই ল্যাপটপ লঞ্চ করেছে Xiaomi। নতুন এই 14 ইঞ্চি ল্যাপটপে রয়েছে একটি 10th Gen Intel প্রসেসর।
আজ দুপুরে লঞ্চ হবে Redmi Note 8 আর Redmi Nore 8 Pro। এর সাথেই লঞ্চ হবে Redmi ব্র্যান্ডের প্রথম স্মার্টটিভি Redmi TV আর 14 ইঞ্চি ল্যাপটপ RedmiBook 14। বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল 11 টা 30 মিনিটে Redmi প্রোডাক্ট লঞ্চ শুরু হবে।