মঙ্গলবার বাজারে আসছে Redmi K30 Pro। এই ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা আর 5G কানেক্টিভিটি। আপাতত শুধুমাত্র চিনে এই ফোন লঞ্চ করবে Xiaomi। একই সঙ্গে চিনে Ryzen প্রসেসর সহ লঞ্চ হবে নতুন RedmiBook 14।
চিনে Xiaomi -র অফিশিয়াল Weibo অ্যাকাউন্ট থেকে Redmi K30 Pro লঞ্চ ইভেন্ট সরাসরি সম্প্রচারিত হবে। ভারতীয় সময় সকাল 11 টা 30 মিনিটে এই অনুষ্ঠান শুরু হবে। Redmi K30 Pro লঞ্চ অনলাইনে সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।
সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে Redmi -র নতুন ফ্ল্যাগশিপের দাম হতে চলেছে 3,299 ইউয়ান (প্রায় 35,200 টাকা)।
Redmi K30 Pro তে 5G কানেক্টিভিটি থাকবে। এই ফোনে থাকবে 33W ফাস্ট চার্জ সাপোর্ট। Redmi K30 Pro প্রাইমারি ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। ফোনের পিছনে মোট চারটি ক্যামেরা থাকবে। Redmi ফ্ল্যাগশিপে থাকতে পারে Snapdragon 865 চিপসেট। সঙ্গে থাকতে পারে 8GB RAM। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI স্কিন চলবে।
এসে গেল Redmi Note 9S; চলতি মাসেই বিক্রি শুরু
Redmi K30 -র তে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকলেও Redmi K30 Pro তে পপ-আপ ক্যামেরা থাকতে পারে। এই ফোনের ভিতরে থাকবে 4,700 mAh ব্যাটারি। সঙ্গে 33W ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন