11 ইঞ্চির JioBook এখন বিক্রি হচ্ছে 4,000 টাকারও বেশি ছাড়ে।
Photo Credit: Jio
JioBook supports 4G connectivity
নিজের জন্য কম বাজেটের মধ্যে ল্যাপটপ খুঁজছেন? অথবা বাড়ির খুদেকে বেসিক কম্পিউটার শেখার জন্য কম দামের ল্যাপটপ উপহার দিতে চান? Reliance Jio তাহলে আপনার জন্য সুখবর নিয়ে এসেছে। ভারতের বৃহত্তম টেলিকম সংস্থাটি তাদের 4G Android ল্যাপটপ মডেলের দাম কমিয়েছে। 11 ইঞ্চির JioBook এখন বিক্রি হচ্ছে 4,000 টাকারও বেশি ছাড়ে। মাত্র 990 গ্রাম ওজনের এই স্লিম ও লাইটওয়েট ল্যাপটপ অফিসের কমপ্লিমেন্টারি লাইফটাইম প্রিমিয়াম অ্যাক্সেস প্রদান করে। সংস্থার দাবি, ফুল চার্জ করলে 8 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যায়। চলুন Android ল্যাপটপটির নতুন দাম ও বৈশিষ্ট্যগুলির সম্পর্কে জেনে নেওয়া যাক।
JioBook (2023) ভারতে 16,499 টাকা দামে লঞ্চ হয়েছিল৷ কিন্তু ল্যাপটপটি এখন অ্যামাজনে 12,490 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, সরাসরি 4,009 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আবার নির্বাচিত ক্রেডিট কার্ডের মাধ্যমে 1,500 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় মিলতে পারে। এছাড়াও, Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 374 টাকা ক্যাশব্যাক পাবে। ল্যাপটপটি নীল রঙে উপলব্ধ।
জিওবুক ল্যাপটপের এই ভার্সনে HD+ রেজোলিউশনের (1,366 x 768 পিক্সেল) 11 ইঞ্চি অ্যান্টি-গ্লেয়ার LCD ডিসপ্লে আছে। এতে। এতে অক্টা-কোর MediaTek MT 8788 প্রসেসর ব্যবহার করা হয়েছে যা 4 জিবি LPDDR4 র্যাম এবং 64 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 256 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ল্যাপটপে ইনিফিনিটি কীবোর্ড ও বড় টাচপ্যাচ আছে। অর্থাৎ, Windows ল্যাপটপের মতোই ফিল পাবেন।
JioBook একটি 2 মেগাপিক্সেল ওয়েবক্যামের সঙ্গে এসেছে, ফলে ভিডিও কল বা কনফারেন্সে অসুবিধা হবে না। সঙ্গে স্টেরিও স্পিকার আছে। ল্যাপটপটি Android বেসড JioOS সফটওয়্যারে রান করে। এতে সহজবোধ্য ইন্টারফেস ও মাল্টিটাস্কিং স্ক্রিন রয়েছে। এতে 75টির বেশি কীবোর্ড শর্টকার্ট ও মাল্টি-জেসচার সমর্থিত ট্র্যাকপ্যাড মিলবে।
JioOS একাধিক বৈশিষ্ট্যে সজ্জিত। জিওবুক ইউজাররা জিওস্টোর থেকে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে পারবেন। জিওক্লাউড গেমিং-এর মাধ্যমে জনপ্রিয় গেম খেলা যাবে। এছাড়াও, JioBIAN নামে লিনাক্স-ভিত্তিক একটি কোডিং টুলের মাধ্যমে C/C++, Java, Python, এবং Pearl-এর মতো ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। এই ল্যাপটপে ওয়্যারলেস প্রিন্টিং-এর সুবিধাও আছে।
জিওবুকে দু'টি USB 2.0 পোর্ট, একটি মিনি HDMI-পোর্ট, 3.5 মিমি হেডফোন জ্যাক, সিম স্লট, ও মাইক্রো SD কার্ড স্লট রয়েছে। ল্যাপটপে 4G সিম ব্যবহার করা যাবে এবং কানেক্টিভিটির জন্য ডুয়াল ব্যান্ড ওয়াইফাই আছে। ল্যাপটপটির সঙ্গে 12 মাসের জন্য বিনামূল্যে 100 জিবি ক্লাউড স্টোরেজ, কুইক হিল অ্যান্টি ভাইরাসের এক বছরের ফ্রি সাবস্ক্রিপশন, ও Softmaker Office 2024 এর লাইফটাইম অ্যাক্সেস মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Google Maps Updated With Power Saving Mode; Know How to Use It on Your Pixel 10 Series Smartphone
Amazon Black Friday Sale 2025: Best Deals on Samsung Galaxy Z Fold 7, Galaxy A55, Galaxy M17 5G, and More Phones