Samsung Galaxy Book 5 ল্যাপটপে 15.6 ইঞ্চি FHD অ্যামোলেড টাচস্ক্রিন আছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy Book 5 এর NPU প্রতি সেকেন্ডে 12 ট্রিলিয়ন অপারেশন সম্পন্ন করতে সক্ষম
ম্যাকবুক কিনতে চান, কিন্তু ল্যাপটপের পিছনে এক লাখ টাকা করতে রাজি নন, তাদের জন্য Samsung দারুণ বিকল্প নিয়ে হাজির। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি ভারতে Galaxy Book 5 লঞ্চ করেছে। এটি সংস্থার সবথেকে সাশ্রয়ী মূল্যের AI ল্যাপটপ হিসেবে এসেছে। অন্যান্য ব্র্যান্ডের উইন্ডোজ ল্যাপটপ থেকে আলাদা করার জন্য Samsung Galaxy Book 5 প্রচুর উন্নত AI ফিচার্স দিয়ে সজ্জিত। ল্যাপটপটি শিক্ষার্থী, চাকুরিজীবি, এবং কনটেন্ট নির্মাতাদের জন্য উপযুক্ত। এতে টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। ক্রেতারা 32 জিবি পর্যন্ত র্যাম ও 1 টিবি পর্যন্ত স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন। ল্যাপটপটি একবার চার্জে 19 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক অফার করে বলে দাবি করা হয়েছে।
Samsung Galaxy Book 5 ল্যাপটপে অ্যান্টি-গ্লেয়ার কোটিং সহ 15.6 ইঞ্চি FHD অ্যামোলেড টাচস্ক্রিন আছে। এটি S Pen সাপোর্ট করে। ল্যাপটপটি Intel Core Ultra 5 অথবা Core Ultra 7 প্রসেসরের সাথে পাওয়া যাচ্ছে। এতে NPU (নিউরাল প্রসেসিং ইউনিট) রয়েছে যা প্রতি সেকেন্ডে 12 ট্রিলিয়ন অপারেশন সম্পন্ন করতে সক্ষম। এর ফলে ল্যাপটপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ফিচার্স আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে চালানো যাবে।
স্যামসাং গ্যালাক্সি বুক 5 এর AI বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ছবি উন্নত করার জন্য এআই ফটো রিমাস্টার, দ্রুত অনুসন্ধানের জন্য এআই সিলেক্ট, তাৎক্ষণিক সহায়তার জন্য হট কী সহ কোপাইলট, সার্কেল টু সার্চ এবং মিটিং নোট তৈরির জন্য ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট। ল্যাপটপটি অন্যান্য গ্যালাক্সি ডিভাইসের সাথেও নির্বিঘ্নে কাজ করে ও ব্যবহারকারীদের সহজেই স্ক্রিন, ফাইল, ও কন্ট্রোল শেয়ার করতে দেয়।
Samsung Galaxy Book 5 ল্যাপটপে উইন্ডোজ 11 হোম অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড করা আছে। এতে 61.2 কিলোওয়াট ওয়াট ব্যাটারি রয়েছে যা 19 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক করতে পারে। এটি পূর্বসূরী Galaxy Book 4 তুলনায় মসৃণ মাল্টিটাস্কিং এবং 38 শতাংশেরও বেশি ভালো গ্রাফিক্স পারফরম্যান্সের প্রতিশ্রুতি দেয়। নতুন ল্যাপটপটিতে দু'টি এইচডিএমআই, দুটি ইউএসবি টাইপ-এ এবং দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি মাইক্রোএসডি স্লট এবং ল্যান সংযোগের জন্য একটি RJ45 পোর্ট বর্তমান।
Samsung Galaxy Book 5 এর দাম ভারতে 77,990 টাকা থেকে শুরু হচ্ছে এবং একাধিক কনফিগারেশন উপলব্ধ। ক্রেতারা Intel Core Ultra 5 এবং Core Ultra 7 প্রসেসরের মধ্যে একটি বেছে নিতে পারেন। ল্যাপটপটির উপর 10,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং 24 মাসের নো-কস্ট EMI অফার করছে সংস্থা। এটি অফিসিয়াল স্যামসাং ওয়েবসাইট, স্যামসাং এক্সক্লুসিভ স্টোর, অনলাইন শপিং প্ল্যাটফর্ম, ও অনুমোদিত রিটেল স্টোর থেকে বিক্রি হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন