সস্তায় দুটি নতুন Mi Notebook Air লঞ্চ করল Xiaomi। একটি ভেরিয়েন্টে রয়েছে 13.3 ইঞ্চি ডিসপ্লে আর অন্যটিকে থাকছে 15.6 ইঞ্চি ডিসপ্লে। দুটি ল্যাপটপেই থাকবে অষ্টম জেনারেশানের Intel Core i3 প্রসেসার। এর সাথেই থাকবে 8GB পর্যন্ত RAM, USB Type-C পোর্ট, 128GB SSD। দুটি ল্যাপটপেই Windows 10 Home প্রি-ইনস্টল্ড থাকবে।
Xiaomi Mi Notebook Air এর দাম
8GB RAM, 13.3 ইঞ্চি ডিসপ্লের Mi Notebook Air এর দাম 3,999 ইউয়ান (প্রায় 41,700 টাকা)। 15.6 ইঞ্চি 4GB RAM Mi Notebook Air এর দাম 3,399 ইউয়ান (প্রায় 35,500 টাকা)। ইতিমধ্যেই 13.3 ইঞ্চি ল্যাপটপ বিক্রি শুরু হয়েছে। তবে বিক্রি শুরু না হলেও 15.6 ইঞ্চি ল্যাপটপটি প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। আগামী 11 নভেম্বর এই ল্যাপটপ বিক্রি শুরু হবে।
13.3 ইঞ্চি Xiaomi Mi Notebook Air স্পেসিফিকেশান
13.3 ইঞ্চি Xiaomi Mi Notebook Air এ প্রি-ইনস্টলড থাকবে Windows 10। থাকবে একটি 13.3 ইঞ্চি FHD ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে থাকবে একটি অষ্টম জেনারেশানের ডুয়াল কোর Intel Core i3-8130U প্রসেসার। এর সাথেই থাকবে Intel UHD graphics 620, 8GB DDR4 RAM আর 128GB SATA SSD স্টোরেজ। এই ল্যাপটপে ডুয়াল ব্যান্ড Wifi, Bluetooth v4.1, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর রয়েছে একটি USB Type-C পোর্ট, দুটি USB 3.0 পোর্ট, একটি HDMI পোর্ট আর একটি হেডফোন জ্যাক। 13.3 ইঞ্চি Mi Notebook Air এর ওজন 1.3 কিলোগ্রাম।
15.6 ইঞ্চি Xiaomi Mi Notebook Air স্পেসিফিকেশান
15.6 ইঞ্চি Xiaomi Mi Notebook Air থাকবে FHD ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে থাকবে একটি অষ্টম জেনারেশানের ডুয়াল কোর Intel Core i3-8130U প্রসেসার। এর সাথেই থাকবে 4GB DDR4 RAM আর 128GB SATA SSD স্টোরেজ। রয়েছে একটি USB 2.0 পোর্ট, গিগাবিট ইথারনেট পোর্ট, একটি HDMI পোর্ট, দুটি USB 3.0 পোর্ট একটি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন