Photo Credit: Reliance Jio
রিলায়েন্স জিও ভারতীয় গ্রাহকদের জন্য একটি নতুন প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে। দেশে এই প্ল্যানটি আনলিমিটেড ভয়েস কল এবং ম্যাসেজ সহ আরো অনেক সুবিধা প্রদান করছে। এটি সাবস্ক্রাইবারদের মাত্র 2150 টাকার বিনিময়ে অতিরিক্ত সুবিধা যেমন ফ্লাইট বুকিং প্লাটফর্মগুলিতে, শপিং ওয়েবসাইট এর পাশাপাশি ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে বিভিন্ন ছাড়ের সুযোগ দেবে। কম্পানি বলেছে,এই প্লানটির জন্য কিছু কিছু ব্যবহারকারী বছর e 400 taka obdhi সাশ্রয় করতে পারবে।যেসমস্ত গ্রাহকরা এই উপরোক্ত সুবিধাগুলি নিতে ইচ্ছুক, তারা 11ই জানুয়ারি 2025 সালে এটি কিনতে পারবেন।
ভারতে রিলায়েন্স জিওর এই নতুন নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যানটি মাত্র 2025 টাকায় পাওয়া যাচ্ছে। এটি কেনার দিন থেকে 200 দিন পর্যন্ত বৈধ থাকবে। আগামী 11ই ডিসেম্বর থেকে 11ই জানুয়ারি 2025 পর্যন্ত দেশে সমস্ত রিলায়েন্স জিওর প্রিপেইড গ্রাহকরা এই নতুন আকর্ষণীয় প্লানটি কিনতে পারবেন।
সম্প্রতি রিলায়েন্স জিও আনলিমিটেড 5G ডেটা সমর্থিত একটি নতুন নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান 2025 ঘোষণা করেছে। গ্রাহকরা যেই এলাকায় আছে সেই এলাকার 5G নেটওয়ার্কের উপলব্ধতার উপর 5G সংযোগটি নির্ভর করছে। প্ল্যানটির মধ্যে প্রতিদিন 4G 500জিবি ডেটা এবং প্রতিদিন 2.5জিবি 4জি ডেটা যুক্ত আছে। গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল এবং ম্যাসেজের সুবিধা পাবে।
2025টাকা রিচার্জের বিনিময়ে জিও কাস্টমাররা জিওটিভি, জিও সিনেমা,জিও ক্লাউড-এর সাবক্রিপশান উপভোগ করতে পারবেন। এছাড়াও গ্রাহকরা মাত্র 2150 টাকার বিনিময়ে উপযুক্ত ব্র্যান্ডের বিভিন্ন কুপনও লাভ করতে পারে। যেমন এখানে Ajio-তে গ্রাহকরা 2,500টাকার কেনাকাটা করলে 500টাকার Ajio কুপন পাবে। এই অফারটি উপভোগ করতে চাইলে ব্যবহারকারীরা এই লিঙ্কটি থেকে কেনাকাটা করতে পারেন।
এছাড়াও এই নতুন রিলায়েন্স জিওর প্ল্যানটির মধ্যে Swiggy-তে নূন্যতম 499টাকার টাকার কেনাকাটায় 150 টাকার ছাড় এবং EaseMyTrip.Com-এর মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে ফ্লাইট বুকিং করার ক্ষেত্রে 1,500টাকার ছাড় যুক্ত করা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন