ফাঁস হয়ে গেলো Alcatel V3 Ultra ফোনটি সম্পর্কে বেশ কিছু তথ্য

Alcatel V3 Ultra ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে

ফাঁস হয়ে গেলো Alcatel V3 Ultra ফোনটি সম্পর্কে বেশ কিছু তথ্য

Photo Credit: Alcatel

Alcatel কোম্পানির বেশ কিছু নতুন স্মার্টফোন বাজারে আসতে চলেছে, কি সেই হ্যান্ডসেট জানতে চাইলে দেখুন সম্পূর্ণ তথ্য

হাইলাইট
  • Alcatel-এর স্মার্টফোনগুলির লঞ্চের তারিখ এখনো অজানা
  • Alcatel V3 Ultra-ফোনটি স্টাইলাশ সমর্থন করে
  • Alcatel-এর স্মার্টফোনগুলি ফ্লিপকার্টে বিক্রি করা হতে পারে
বিজ্ঞাপন

Alcatel খুব শীঘ্রই ভারতে তাদের Alcatel V3 Ultra ফোনটি লঞ্চ করতে চলেছে। আনুষ্ঠানিকভাবে কোনো লঞ্চের তারিখ এখনো পর্যন্ত ঘোষণা করা না হলেও, সম্প্রতি একটি লিকে ফোনটির ভারতে কি দাম হতে পারে সেই সম্পর্কে ধারণা দিয়েছে। TCL কমিউনিকেশনের দ্বারা স্বাধীন ভাবে পরিচালিত এই ব্র্যান্ডটি শুধুমাত্র Alcatel V3 Ultra-ফোনটির জন্যই জানিয়েছে, তবে সম্প্রতি একটি ফাঁস হওয়া তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, আলোচিত হ্যান্ডসেটটির সাথে আরো দুটি অন্য মডেলও লঞ্চ হতে পারে। Alcatel V3 Ultra-ফোনটির বিভিন্ন কাজগুলি পরিচালনা করার জন্য একটি ডেডিকেটেড ডিসপ্লে মোড দেওয়া হয়েছে। ফোনটি ফ্লিপকার্টে বিক্রি করা হবে।

ভারতে Alcatel তিনটি স্মার্টফোন লঞ্চ করতে পারে:

GizmoChina-এর রিপোর্ট অনুযায়ী, Alcatel কোম্পানি তিনটি V সিরিজের ফোন ভারতে লঞ্চ করতে পারে। Alcatel V3 Pro, Alcatel V3 Classic মডেলগুলির সাথে Alcatel V3 Ultra ফোনটি লঞ্চ হতে পারে। Alcatel V3 Ultra এই লাইনআপের প্রিমিয়াম স্মার্টফোন হতে পারে। বলা হয়েছে যে এটি দেশের বাজারে 30,000 টাকার সেগমেন্টে আসতে পারে।

Alcatel-এর V3 সিরিজে একটি এডভান্স আই-কেয়ার ফিচার দেওয়া হতে পারে। Madhav Sheth, Alcatel এবং কোম্পানির ফাউন্ডার এবং প্রযুক্তি সম্মন্ধে বিশেষজ্ঞ সম্প্রতি Alcatel V3 Ultra-ফোনটির আসার বিষয়টি নিশ্চিত করেছে। এটিতে একটি ডেডিকেটেড ডিসপ্লে মোড থাকবে বলে টিজ করা হয়েছে, যেগুলি বিভিন্ন কাজ যেমন- পড়া, দেখা, স্ক্রলিং-এর মতো কাজ গুলিকে সম্পন্ন করার ক্ষমতা রাখে এবং ফোনটিতে স্টাইলাস সমর্থন করার কথাও বলা হয়েছে। এটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকার সম্ভবনা আছে।

Alcatel-এর স্মার্টফোনগুলি ফ্লিপকার্টের প্রধান প্ল্যাটফর্ম এবং ফ্লিপকার্ট মিনিটসের মাধ্যমে বিক্রি করা হবে। এই ই-কমার্স ওয়েবসাইটটির তালিকায় দেখা যাচ্ছে যে, আসন্ন ফোনটিতে TCL-এর নিজস্ব তৈরি একটি NXTPAPER ডিসপ্লে থাকবে। কোম্পানি ডিক্সন টেকনোলজিসের সহযোগী প্যাজেট ইলেকট্রনিক্সের সঙ্গে নতুন ফোন উৎপাদনের জন্য হাত মিলিয়েছে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, দেখা যাচ্ছে যে, Alcatel V3 Ultra-ফোনটিতে একটি 6.8 ইঞ্চির ডিসপ্লে থাকবে। এটি MediaTek Dimensity 6300 চিপসেট দ্বারা চালিত হতে পারে। এছাড়াও এটিতে একটি 5010mAh ব্যাটারী যুক্ত করা হতে পারে। ফোনটিতে 108 মেগাপিক্সেলের একটি প্রধান রিয়ার ক্যামেরা থাকার সম্ভবনা আছে। Alcatel V3 Ultra-এর লাইনআপটি 27সে মে সকাল 11-টায় উন্মোচিত হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দিওয়ালি সেলে 15,500 টাকা ডিসকাউন্ট, Realme GT 7 Pro এত সস্তা আর হবে না!
  2. OnePlus Ace 6 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, বড় চমক হতে পারে 7,800mAh ব্যাটারি
  3. 23 অক্টোবর লঞ্চ হবে Redmi K90 Pro Max, জিন্সের মতো ডিজাইন ও Bose-এর সাউন্ডে মাতাবে বাজার
  4. OnePlus 15 ঝড় তুলতে লঞ্চ হচ্ছে 27 অক্টোবর, এই বছরের সেরা স্মার্টফোন?
  5. 1 টাকায় 30 দিন আনলিমিটেড কল ও ডেটা, দিওয়ালি অফার এনে হইচই ফেলল এই সংস্থা
  6. Oppo Find X9 ও Find X9 Pro বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  7. এক বছর আগের Samsung ফোনের দাম 16,000 টাকা কমল, পুরনো হলেও বিশাল ক্রেজ
  8. 200MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হবে Redmi Note 15 সিরিজ, দাম প্রকাশ্যে
  9. 50MP সেলফি ক্যামেরার Oppo ফোনে রেকর্ড ডিসকাউন্ট, দাম একলাফে 14,000 টাকা কমল
  10. ফ্ল্যাগশিপ কিলার Redmi K90 ও K90 Pro Max লঞ্চ হচ্ছে অক্টোবরে, দাম নিয়ে বিরাট আপডেট
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »