Amazon Great Freedom Festival সেলে বাম্পার অফার, কম দামে কিনুন iPhone 15, Galaxy S24 Ultra

অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে মোবাইল ফোন, গেমিং ল্যাপটপ, স্মার্টওয়াচ, হেডফোন, ট্যাবলেট সহ শত শত বৈদ্যুতিন পণ্য ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে।

Amazon Great Freedom Festival সেলে বাম্পার অফার, কম দামে কিনুন iPhone 15, Galaxy S24 Ultra

Photo Credit: Apple

Amazon Great Freedom Festival 2025 সেলে Apple iPhone 15 256GB বিক্রি হচ্ছে 69,499 টাকায়।

হাইলাইট
  • Amazon Great Freedom Festival Sale 2025 এখন সবার জন্য লাইভ
  • SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পেতে পারেন
  • অ্যামাজন এখনও সেলের শেষ তারিখ প্রকাশ করেনি
বিজ্ঞাপন

Amazon Great Freedom Festival Sale গতকাল থেকেই সবার জন্য চালু হয়ে গিয়েছে। জুলাইয়ের শুরুতে প্রাইম ডে সেলের পর এটি মার্কিন ই-কমার্স কোম্পানিটির আরও একটি মেগা শপিং ইভেন্ট। উৎসবের মরসুমের ঠিক আগে আয়োজিত অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে মোবাইল ফোন, গেমিং ল্যাপটপ, হোম থিয়েটার, স্মার্টওয়াচ, হেডফোন, ট্যাবলেট সহ শত শত বৈদ্যুতিন পণ্য ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। Gadgets 360 এর মধ্যেই স্মার্টওয়াচের সেরা অফারগুলি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। আর আজকের প্রতিবেদনে স্মার্টফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলির সেরা ডিল দেওয়া হল। মনে রাখবেন, এই সেলে SBI কার্ড ব্যবহারকারীদের জন্য 10 শতাংশ তাৎক্ষণিক ছাড় (5,250 টাকা পর্যন্ত) রয়েছে। আবার Amazon Pay ICICI ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 5 শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন।

Amazon Great Freedom Festival 2025: স্মার্টফোনে সেরা অফার

iPhone 15 256GB

এই সপ্তাহে Amazon Great Freedom Festival 2025 সেলে Apple iPhone 15 এর 256 জিবি ভার্সন 69,499 টাকায় বিক্রি হচ্ছে, যেখানে MRP হল 79,900 টাকা। অর্ধেকেরও কম দামে কেনার সুযোগ থাকছে ক্রেতাদের সামনে। তার জন্য আপনাকে পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ  করতে হবে। মডেল, বয়েস, ও বর্তমান অবস্থার উপর নির্ভর করে 47,200 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। অন্যদিকে, SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 1,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। আপনি ফোনটি এখানে ক্লিক করে বিশেষ ডিসকাউন্টে কিনতে পারবেন।

Samsung Galaxy S24 Ultra 5G

প্রাইম ডে সেল মিস করলেই চিন্তা নেই। কারণ Samsung এর Galaxy S24 Ultra আবারও ছাড়ে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে Amazon Great Freedom Festival 2025 সেল চলাকালীন Galaxy S24 Ultra পাবেন 79,999 টাকায় (MRP হল 1,34,999 টাকা)। Amazon সর্বোচ্চ 47,200 টাকার এক্সচেঞ্জ ভ্যালুও দিচ্ছে। আপনি ফোনটি এখানে ক্লিক করে বিশেষ ডিসকাউন্টে কিনতে পারবেন।

iQoo Neo 10R 5G

আপনি 30,000 টাকার মধ্যে নতুন ফোন কিনতে চাইলে, iQoo Neo 10R 5G দারুণ চয়েস হতে পারে। এখন এটি 26,999 টাকার কার্যকর মূল্যে বিক্রি হচ্ছে। এই অফার পেতে আপনাকে গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলের সময় Amazon-এর প্রোডাক্ট পেজে 2,000 টাকার কুপন ব্যবহার করতে হবে। 27,500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও থাকছে। আপনি এই দুর্দান্ত ফোনটি এখানে ক্লিক করে বিশেষ ডিসকাউন্টে কিনতে পারবেন।

Amazon Great Freedom Festival 2025: ল্যাপটপ ও টিভিতে সেরা অফার

HP 15 Intel Ultra 5 125H

এই সপ্তাহে অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে HP 15 Intel Ultra 5 125H এর দাম 60,990 টাকায় (MRP হল 86,451)। আপনি পুরনো ল্যাপটপের সাথে এক্সচেঞ্জ করলে জায়গায় বসেই 8,200 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। ল্যাপটপটি Intel Core Ultra 5 প্রসেসর দ্বারা চালিত। এটি 16GB RAM দ্বারা এবং 1TB SSD সহ পাওয়া যায়। আপনি এই ল্যাপটপটি এখানে ক্লিক করে বিশেষ ডিসকাউন্টে কিনতে পারবেন। 

LG 55 ইঞ্চি UR75 সিরিজ 4K Ultra HD Smart LED টিভি

50,000 টাকার মধ্যে বড় স্ক্রিনের টিভি চাইলে, LG কোম্পানির এই 55 ইঞ্চি 4K টেলিভিশন দারুণ বিকল্প হতে পারে। Amazon Great Freedom Festival 2025 সেলে টিভির দাম 71,990 টাকা (MRP) থেকে কমে 40,990 টাকা হয়েছে। আবার কুপন ভাউচার ব্যবহার করে আরও 1,000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। আপনি এই টিভি এখানে ক্লিক করে বিশেষ ডিসকাউন্টে কিনতে পারেন।

Sony 55 ইঞ্চি Bravia 2M2 সিরিজ 4K Ultra স্মার্ট LED Google TV

অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল 2025-এ Sony কোম্পানির এই প্রিমিয়াম টিভির দাম 99,000 টাকা (MRP) থেকে কমে 62,990 টাকায় বিক্রি হচ্ছে। SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 1,500 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। অ্যামাজন নো-কস্ট EMI অপশনও অফার করছে। আপনি এখানে ক্লিক করে টিভিটি বিশেষ ডিসকাউন্টে কিনতে পারেন।

Amazon Great Freedom Festival 2025: Amazon এর নিজস্ব প্রোডাক্টেও অফার

Amazon Fire TV Stick HD

Fire TV Stick HD আপনার সাধারণ টিভিকে একটি স্মার্ট টিভিতে রূপান্তর করে দেয়। এই সপ্তাহে অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল 2025 সেলে অ্যামাজনে ফায়ার টিভি স্টিক এইচডি 2,999 টাকায় (এমআরপি 5,499 টাকা) বিক্রি হচ্ছে। আপনি এখানে ক্লিক করে ডিভাইসটি বিশেষ ডিসকাউন্টে কিনতে পারেন।

Kindle Paperwhite 10th Gen

আপনি এই সপ্তাহে Amazon Great Freedom Festival সেলে মাত্র 7,899 টাকায় (এমআরপি 14,999 টাকা) দশম প্রজন্মের (10th Gen) Kindle Paperwhite মডেলটি কিনতে পারবেন। এতে 6 ইঞ্চির গ্লেয়ার-ফ্রি ডিসপ্লে রয়েছে এবং এক বার চার্জ দিলে ব্যাটারি কয়েক সপ্তাহ পর্যন্ত ব্যাকআপ দেয়। অ্যামাজন কিন্ডেল আসলে একটি ই-বুক রিডার ডিভাইস। এর মাধ্যমে ডিজিটাল বই, ম্যাগাজিন, ইত্যাদি পড়া যায়। আপনি এখানে ক্লিক করে ডিভাইসটি বিশেষ ডিসকাউন্টে কিনতে পারেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Amazon Great Freedom Festival Sale 2025: সেলে মাত্র 12,990 টাকায় ল্যাপটপ কিনে স্বপ্নপূরণ করুন
  2. 1 টাকায় সারা মাস আনলিমিটেড কল ও 60 জিবি ডেটা! অবিশ্বাস্য সস্তা রিচার্জ প্ল্যান এনে চমকে দিল BSNL
  3. 10,000 টাকারও কম দামে Lava Blaze Dragon 5G স্মার্টফোনের সেল শুরু হল
  4. Amazon Great Freedom Festival সেলে বাম্পার অফার, কম দামে কিনুন iPhone 15, Galaxy S24 Ultra
  5. সমালোচনা শুনে টনক নড়ল Samsung-এর, Galaxy S26 সিরিজে ব্যাটারির ক্ষমতা বাড়ছে
  6. Amazon Great Freedom Festival Sale 2025: স্মার্টওয়াচ হাফ দামে! জলদি করুন
  7. 22,500mAh ব্যাটারি ও 64MP নাইট ভিশন ক্যামেরার সঙ্গে বাজারে এল Ulefone Armor 33 সিরিজ
  8. সবচেয়ে স্লিম কোয়াড কার্ভড ফোন Vivo T4R 5G লঞ্চ হল ভারতে, 32MP সেলফি ক্যামেরা, IP69 রেটিং রয়েছে
  9. Apple-এর প্রথম Foldable iPhone আসতে পারে 2026 সালের সেপ্টেম্বরে, দাম ফাঁস হল
  10. চাপে Samsung, ফোল্ডেবল ফোনের বাজার কাঁপিয়ে আজ Vivo X Fold 5-এর সেল শুরু
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »