সপ্তাহান্তে শুরু হচ্ছে Amazon Great Indian Sale 2020। 19 জানুয়ারি Amazon.in থেকে এই সেল শুরু হবে। চলবে 22 জানুয়ারি পর্যন্ত। এই সেলে স্মার্টফোন, ল্যাপটপ, টিভি সহ সব ধরনের ইলেকট্রিনিক্স জিনিসের দাম কমবে। প্রজাতন্ত্র দিবসের আগে 2020 সালে এটাই কোম্পানির প্রথম বড় সেল। এক নজরে এই সেলে স্মার্টফোনের সেরা অফারগুলি দেখে নিন।
Amazon Great Indian Sale 2020 তে 40 শতাংশ পর্যন্ত সস্তা হবে বিভিন্ন স্মার্টফোন। Amazon জানিয়েছে একাধিক স্মার্টফোনের দামে রেকর্ড পতন হবে। 34,999 টাকা থেকে OnePlus 7T এর দাম শুরু হবে। Galaxy M30s এর দাম শুরু হবে 12,999 টাকা থেকে। এছাড়াও 13,999 টাকা থেকে Redmi Note 8 আর 9,999 টাকা থেকে Vivo V20 পাওয়া যাবে।
এছাড়াও এই সেলে সস্তা হবে iPhone XR, OnePlus 7T Pro, Samsung Galaxy M30 সহ একগুচ্ছ জনপ্রিয় স্মার্টফোন। iPhone XR ফোনের ডিসকাউন্ট ঘোষণা করেনি Amazon। অন্যদিকে 51,999 টাকা থেকে বিক্রি হবে OnePlus 7T Pro। এছাড়াও 13,990 টাকা থেকে পাওয়া যাবে Oppo F11।
বাজেট স্মার্টফোন সেগমেন্টে সস্তা হবে Redmi 7A, Galaxy M10s, Nokia 4.2 সহ একাধিক স্মার্টফোন। এর মধ্যে Nokia 4.2 ফোনের দামে রেকর্ড পতন হবে। এর সাথি Mi A3 ও Galaxy M40 ফোনের দাম কমবে।
এক্সচেঞ্জ অফারে Oppo Reno 2F কিনলে 3,000 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও এক্সচেঞ্জ অফারে Samsung Galaxy A50s ফোন কিনলে মিলবে 1,500 টাকা ছাড়। একচেঞ্জ অফারে Vivo S1 ফোনে 3,000 টাকা ছাড় পাওয়া যাবে। Oppo Reno 10x Zoom প্রিপেড অর্ডারে 6,000 টাকা ছাড় পাওয়া যাবে।
স্মার্টফোন ছাড়াও Amazon Great Indian Sale 2020 তে সস্তা হচ্ছে মোবাইল অ্যাকসেসারি, ল্যাপটপ, টিভি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট।
আরও পড়ুন:
Realme Realpublic Sale: সপ্তাহান্তের সেলে সস্তা হবে এই স্মার্টফোনগুলি
Flipkart Republic Day Sale: স্মার্টফোনের সেরা অফারগুলি দেখে নিন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন