3 সেপ্টেম্বর থেকে Android 10 আপডেট পাঠানো শুরু করবে Google। শুরুতে শুধুমাত্র Pixel সিরিজের স্মার্টফোনে Android 10 আপডেট পৌঁছাবে।
3 সেপ্টেম্বর থেকে Android 10 আপডেট পাঠানো শুরু করবে Google। শুরুতে শুধুমাত্র Pixel সিরিজের স্মার্টফোনে Android 10 আপডেট পৌঁছাবে। Pixel 3a, Pixel 3a XL, Pixel 3 আর Pixel 3 XL ছাড়াও 2017 সালে লঞ্চ হওয়া Pixel 2 আর Piaxel 2 XL ফোনে পৌঁছাবে Android 10 আপডেট।
অক্টোবর মাসে লঞ্চ হবে Google এর নতুন জেনারেশন স্মার্টফোন Pixel 4 আর Pixel 4 XL। লঞ্চের সময় এই ফোনগুলিতে Android 10 অপারেটিং সিস্টেম চলবে।
Pixxel 4 সিরিজের ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকতে পারে। এই খবর সত্যি হলে এই প্রথম কোন Pixel সিরিজ ডিভাইসের পিছনে একাধিক ক্যামেরা দেখা যাবে।
এছাড়াও এই ফোনে লেটেস্ট জেনারেশন ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর থ্রিডি ফেস আনলক ফিচার থাকতে পারে।
এতদিন প্রত্যেক Android ভার্সানের নামে বিভিন্ন মিষ্টির নাম যুক্ত থাকত। এই প্রথম সংখ্যা দিকে Android ভার্সানের নাম রেখেছে Google। Android এর দশম ভার্সানের নাম রাখা হয়েছে Android 10।
বিশ্বব্যাপী সবথেকে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম Android। এই অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভার্সানে এমন কিছু মিষ্টির নামে রাখা হয়েছিল, বিশ্বের বেশিরভাগ প্রান্তের মানুষ যে নাম শোনেন নি। এর ফলে সেই নামের স্বার্থকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এবার মিষ্টির নামে Android ভার্সানের নাম রাখা থেকে সরে দশম ভার্সানের নাম হল Android 10। এর ফলে বিভিন্ন Android ভার্সান সম্পর্কে গ্রাহকের মনে যে সংশয় রয়েছে তা দূর হবে। দশম বর্ষে Android 10 এর পরে আগামী বছরে Android 11 লঞ্চ হবে। এই ভাবে সংখ্যায় নামকরন করে গ্রাহকের মনের সংশয় দূর করতে চাইছে Google।
এক দশক আগে Android 1.5 Cupcake এর হাত হরে মোবাইল অপারেটিং জগতে Android প্রবেশ করেছিল। এর পরে ধীরে ধীরে বিভিন্ন ভার্সান সামনে এসেছিল। এক নজরে গত এক দশকে সব Android ভার্সানগুলি দেখে নিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Realme 16 Pro Chipset, Battery, and More Revealed Ahead of January 6 India Launch: See Expected Specs
GTA: Tokyo 'Almost Happened', GTA 6 'Probably' Won't Be $100, Says Former Rockstar Technical Director