ভারতে একজন গ্রাহককে নো কস্ট EMI এর মাধ্যমে মাসে 12,075 টাকা করে এক বছর টাকা দিলে একটি 512GB iPhone XS Max কেনা যাবে। ভারতে এই ফোনের দাম 1,44,900 টাকা। ভারতে 512GB iPhone XS এর দাম 1,34,900 টাকা।
সম্প্রতি লঞ্চ হয়েছে তিনটি নতুন iPhone। লঞ্চ হওয়া তিনটি ফোনের আকাশছোঁইয়া দামের স্বপক্ষে সওয়াল করতে দেখা গেল Apple সিইও টিম কুককে। সম্প্রতি এক মিডিয়া রিপোর্টে টিম কুক জানিয়েছেন একাধিক গ্যাজেটের কাজ একাই করতে পারে নতুন iPhone। তাই এই আকাশছোঁইয়া দাম সম্পূর্ণ যুক্তিযুক্ত।
সম্প্রতি লঞ্চ হয়েছে iPhone XS, iPhone XS Max আর iPhone XR। এর মধ্যে সবথেকে দামী iPhone XS Max ভেরিয়েন্টের দাম 1449 মার্কিন ডলার। সম্প্রতি CNBC তে এক রিপোর্তে এই কথা জানানো হয়েছে।
আরও পড়ুন: এক নজরে ভারতে সব iPhone এর দাম
“এই ফোন আপনার ডিজিটাল ক্যামেরার প্রয়োজনীয়তা দূর করেছে। ছাড়াও সাথে ক্যামকর্ডার রাখার প্রয়োজন নেই। আপনার মিউজিক প্লেয়ার সহ একাধিক গ্যাজেটকে দূরে সরিয়েছে এই ফোন।” সম্প্রতি ‘গুড মর্নিং আমেরিকা’ নামে এক শোতে এই কথা বলেন কুক।
“খুবই গুরুত্বপূর্ণ নতুন iPhone গুলি। মানুষ সব সময় লেটেস্ট টেকনোলজি ব্যবহার করতে চান।। আর সস্তায় লেটেস্ট টেকনোলজি ব্যাবহার করা যায় না।”
আরও পড়ুন: নতুন Apple Watch Series 4 থেকেই করা যাবে ECG
ভারতে একজন গ্রাহককে নো কস্ট EMI এর মাধ্যমে মাসে 12,075 টাকা করে এক বছর টাকা দিলে একটি 512GB iPhone XS Max কেনা যাবে। ভারতে এই ফোনের দাম 1,44,900 টাকা।
ভারতে 512GB iPhone XS এর দাম 1,34,900 টাকা। অন্যদিকে সব থেকে কম দামের iPhone XR এর দাম শুরু হচ্ছে 76,900 টাকা থেকে।
আরও পড়ুন: iOS 12 ও macOS 10.14 Mojave লঞ্চের দিন জানালো Apple
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Larian Studios Says It Won't Use Generative AI to Create Divinity Concept Art
Google Launches UCP Protocol Designed to Enable Direct Purchases Within Google Search