Apple নতুন ডিজাইন করা স্মার্টফোনের উপর কাজ করছে যা 2027 সালে আইফোনের কুড়িতম বার্ষিকীতে আত্মপ্রকাশ করবে।
Photo Credit: Apple
বর্তমান Apple iPhone মডেলগুলির স্ক্রিনের শীর্ষে একটি বড় ডায়নামিক আইল্যান্ড থাকে
Apple iPhone 17 সিরিজ চলতি বছরের শেষে বাজারে আসতে চলেছে। এই বছর আইফোন লাইনআপের ডিজাইনে অপ্রত্যাশিত পরিবর্তন দেখা যেতে পারে। সময়ের সাথে তাল মিলিয়ে অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডগুলি যেভাবে তাদের মডেলগুলির নকশায় বদল আনছে, সেই তুলনায় অ্যাপলের খুঁতখুঁতানির জন্য বছরের পর বছর আইফোনের ডিজাইন অপরিবর্তিত থেকেছে। তবে সম্প্রতি ফাঁস হওয়া তথ্য অনুসারে, iPhone 17 সিরিজের পিছনের দিকের নকশায় বদল অবশ্যম্ভাবী। উত্তেজনা আরও কয়েকগুণ বাড়িয়ে ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরম্যান দাবি করেছেন, অ্যাপল তাদের স্মার্টফোনের একটি নতুন ডিজাইন করা সংস্করণ নিয়ে ব্যস্ত যা 2027 সালে, আইফোনের কুড়িতম বার্ষিকীতে আত্মপ্রকাশ করবে।
কোম্পানির বিদ্যমান মডেলগুলিতে একটি ডায়নামিক আইল্যান্ড থাকলেও, অ্যাপল আগামী কয়েক বছরের মধ্যে স্ক্রিনের নীচে সেলফি ক্যামেরা এবং ফেস আইডি সেন্সর সরিয়ে নিতে পারে। খবরটি সত্যি হলে 2027 সালে আন্ডার-ডিসপ্লে ক্যামেরার সাথে আসতে পারে আইফোনের নয়া মডেল। তখন ফোনে সত্যিকারের ফুল-স্ক্রিনের এক্সপিরিয়েন্স পাবে ব্যবহারকারীরা।
2007 সালে স্টিভ জোবসের হাত ধরে বাজারে আসা সাড়ে তিন ইঞ্চির টাচস্ক্রিন যুক্ত সেই ছোট্ট মোবাইল যে যোগাযোগ ও বিনোদনের জগতে যুগান্তর আনবে — অতি বড় ভবিষ্যৎদ্রষ্টাও অনুমান করতে পারেনি। সেই অর্থে 2025 সালে 18 বছর পূর্ণ হবে আইফোনের, পদার্পণ করবে যৌবনে। মার্ক গুরম্যান তাঁর নিউজলেটারে লিখেছেন, কেবল সামনের দিক থেকে iPhone 17 সিরিজ iPhone 16 সিরিজের মতো দেখাবে। সূত্র বলছে, iPhone 17 ও iPhone 17 Pro একটি নতুন ডিজাইন করা রিয়ার ক্যামেরা লেআউট পাবে, যেখানে স্ট্যান্ডার্ড আইফোন 17 বর্তমান মডেলের মতো একই ডিজাইন ধরে রাখতে পারে।
আগামী বছর, Apple iPhone 17 সিরিজের উত্তরসূরী (সম্ভবত iPhone 18) আসবে। এটির ডায়নামিক আইল্যান্ড বর্তমান মডেলের তুলনায় পাতলা হবে বলে দাবি করা হয়েছে। গুরম্যানের মতে, অ্যাপল তার ফেস আইডি সেন্সর ডিসপ্লের নীচে সরিয়ে সেলফি ক্যামেরা একটি হোল-পাঞ্চ কাটআউটের মধ্যে রাখতে পারে। গুরম্যান পূর্বে দাবি করেছিলেন, অ্যাপল তার 20 তম বার্ষিকী আইফোনে অল-স্ক্রিন ডিজাইন ও কার্ভড গ্লাস ডিসপ্লে ব্যবহার করবে। তিনি আরও বলেন, কোম্পানি 2027 সালের আইফোন মডেলগুলিতে নতুন লিকুইড গ্লাস ইউআই এবং ডিজাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে, যা এই বছরের শেষের দিকে iOS 26 এবং macOS 26 আপডেটের সাথে আসবে।
অল-স্ক্রিন ডিজাইন 2027 সালের আইফোন মডেলের কেবলমাত্র প্রো মডেলগুলির মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে মনে করা হচ্ছে। তবে অ্যাপলই প্রথম সংস্থা নয় যারা অল-স্ক্রিন ডিসপ্লে সহ স্মার্টফোন লঞ্চ করবে। ZTE, Nubia আন্ডার-ডিসপ্লে ক্যামেরা সহ একাধিক মডেল প্রকাশ করেছে। মনে রাখবেন, অ্যাপলের তরফে আনুষ্ঠানিকভাবে এই জল্পনা সমর্থনের কোনও দাবি মেলেনি। তাই এই খবরের সত্যতা কতটা তা সময়ই বলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Mushrooms Could Power Future Eco-Friendly Computers, Study Suggests
MIT Physicists Discover a Way to See Inside Atoms Using Tabletop Molecular Technique
Saturn’s Icy Moon Enceladus Organic Molecules May Have Been Fromed by Cosmic Rays, Scientists Find
Researchers Use AI to Predict Storm Surges Faster and More Accurately