Apple আনছে নতুন ফিচার, আইফোনে নেটওয়ার্ক ছাড়াই শেয়ার করা যাবে ছবি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 11 নভেম্বর 2025 12:02 IST
হাইলাইট
  • Apple Maps শীঘ্রই মোবাইল ডেটা বা Wi-Fi ছাড়া কাজ করবে
  • ঘরের ভিতর, এমনকি গাড়িতে থাকলেও স্যাটেলাইট কানেক্টিভিটি কাজ করবে
  • এই আপগ্রেডের জন্য গ্লোবালস্টার-এর পরিকাঠামো উন্নত করতে হবে

Apple Introduced Satellite Features With the Launch of iPhone 14 Series in 2022

Photo Credit: Apple

অচেনা জায়গায় ঘুরে বেড়ানোর শখ৷ কিন্তু দূর দূরান্তে গিয়ে পথ হারিয়ে ফেললে কী হবে? দুর্গম স্থানে যদি মোবাইল ফোনে নেটওয়ার্ক না থাকে, কাউকে কল করতে না পারেন, বা ইন্টারনেটের অনুপস্থিতিতে গুগল ম্যাপ কাজ না করে— আপনি যে ভীষণ রকমের অসুবিধায় পড়বেন তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এখন ফোনের নেটওয়ার্ক এবং Wi-Fi না থাকলেও স্যাটেলাইটের মাধ্যমে বার্তা পাঠানো যায়। Apple তাদের iPhone 14 সিরিজের মডেলগুলোতে 2022 সালে এই সুবিধা যুক্ত করেছিল। তবে পরিষেবাটি এতদিন শুধু টেক্সট মেসেজেই সীমাবদ্ধ ছিল। অর্থাৎ, স্যাটেলাইটের সাহায্যে জরুরি সঙ্গেত ছাড়া আর কিছু পাঠানো যেত না।

Apple স্যাটেলাইটের মাধ্যমে ম্যাপ ও ছবি শেয়ার করার সুবিধা আনছে

এখন মার্কিন প্রযুক্তি সংস্থাটি স্যাটেলাইট কানেক্টিভিটি পরিষেবা আরও উন্নত করতে চলেছে বলে খবর সামনে এসেছে। একটি রিপোর্ট অনুযায়ী, iPhone ব্যবহারকারীরা শীঘ্রই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যেমন Apple Map খুলতে পারবেন, তেমনই কনট্যাক্টে পরিচিতদের কাছে ছবি পাঠাতে পারবেন।

ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গারম্যান তাঁর পাওয়ার অন নিউজলেটারের লেটেস্ট এডিশনে অ্যাপলের নতুন স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার সম্পর্কে লিখেছেন। জানা গেছে, টেক জায়েন্টটি নতুন প্রযুক্তির উপর কাজ করছে, যেখানে নেটওয়ার্ক বা ওয়াই-ফাই কানেকশন ছাড়াই ম্যাপ ব্যবহার করে পথ চেনা যাবে।

এছাড়াও, স্যাটেলাইট SOS সিস্টেমেও আপগ্রেড আসছে। আগে যেখানে শুধু টেক্সট আকারে বার্তা পাঠানো যেত, সেখানে এখন স্যাটেলাইটের সাহায্যে ছবি পাঠানো ও রিসিভ করার সুবিধা যোগ হতে পারে। বর্তমানে স্যাটেলাইটের মাধ্যমে এমার্জেন্সি এসওএস পাঠাতে গেলে খোলা এবং পরিষ্কার আকাশের দিকে আইফোন তাক করে রাখতে হয়। কিন্তু এখন সেই সীমাবদ্ধতা দূর করার পরিকল্পনা করছে অ্যাপল।

শীঘ্রই ঘরের ভিতর, গাড়িতে বসে, এমনকি আইফোন পকেটে থাকলেও স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার ব্যবহার করা সম্ভব হবে। তবে সংস্থা এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। নতুন ফিচার কার্যকর করতে গেলে সংস্থার স্যাটেলাইট পার্টনার গ্লোবালস্টার-এর পরিকাঠামোয় বড় মাপের আপগ্রেড প্রয়োজন হবে।

প্রসঙ্গত, iPhone 18 সিরিজ সম্পর্কে ইতিমধ্যেই নানা তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। iPhone 18 Pro ও iPhone 18 Pro Max মডেলদ্বয়ের পিছনে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ প্যানেল থাকতে পারে। 18 Pro Max স্টিল দিয়ে আবৃত ব্যাটারি নিয়ে আসতে পারে। iPhone 18 Pro সিরিজের মেইন ক্যামেরায় ভ্যারিয়েবল অ্যাপারচার সাপোর্ট আসতে পারে। এছাড়াও, iPhone 18, iPhone 18 Pro, iPhone 18 Pro Max, iPhone Air 2, এবং Apple-এর প্রথম ফোল্ডেবল iPhone-এর সামনে একটি 24 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. লঞ্চের আগেই ফাঁস Lava Agni 4 এর সমস্ত ফিচার, 50MP সেলফি ক্যামেরা সহ আসছে
  2. Apple আনছে নতুন ফিচার, আইফোনে নেটওয়ার্ক ছাড়াই শেয়ার করা যাবে ছবি
  3. Vivo Y500 Pro সস্তায় 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, ও 90W ফাস্ট চার্জ ফিচারের সঙ্গে লঞ্চ হল
  4. Airtel গ্রাহকদের ধাক্কা দিয়ে সবচেয়ে সস্তা আনলিমিটেড রিচার্জ প্ল্যান বন্ধ করল
  5. 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Realme GT 8 Pro Aston Martin F1 এডিশন
  6. New Aadhaar App: অবশেষে চালু নতুন আধার অ্যাপ, কার্ড জেরক্স করার দিন শেষ!
  7. OnePlus Ace 6T হবে দুনিয়ার সর্বপ্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসরযুক্ত ফোন, থাকবে 8,000mAh ব্যাটারি
  8. Oppo Reno 15 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা হল, 16GB র‍্যাম ও 200MP ক্যামেরার সাথে আসছে
  9. iPhone 18 সিরিজ নিয়ে বিশাল আপডেট, অবশেষে যুক্ত হতে পারে 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. ভারতে লঞ্চের আগেই Oppo এর প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোনের দাম ফাঁস হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.