Apple Introduced Satellite Features With the Launch of iPhone 14 Series in 2022
Photo Credit: Apple
অচেনা জায়গায় ঘুরে বেড়ানোর শখ৷ কিন্তু দূর দূরান্তে গিয়ে পথ হারিয়ে ফেললে কী হবে? দুর্গম স্থানে যদি মোবাইল ফোনে নেটওয়ার্ক না থাকে, কাউকে কল করতে না পারেন, বা ইন্টারনেটের অনুপস্থিতিতে গুগল ম্যাপ কাজ না করে— আপনি যে ভীষণ রকমের অসুবিধায় পড়বেন তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এখন ফোনের নেটওয়ার্ক এবং Wi-Fi না থাকলেও স্যাটেলাইটের মাধ্যমে বার্তা পাঠানো যায়। Apple তাদের iPhone 14 সিরিজের মডেলগুলোতে 2022 সালে এই সুবিধা যুক্ত করেছিল। তবে পরিষেবাটি এতদিন শুধু টেক্সট মেসেজেই সীমাবদ্ধ ছিল। অর্থাৎ, স্যাটেলাইটের সাহায্যে জরুরি সঙ্গেত ছাড়া আর কিছু পাঠানো যেত না।
এখন মার্কিন প্রযুক্তি সংস্থাটি স্যাটেলাইট কানেক্টিভিটি পরিষেবা আরও উন্নত করতে চলেছে বলে খবর সামনে এসেছে। একটি রিপোর্ট অনুযায়ী, iPhone ব্যবহারকারীরা শীঘ্রই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যেমন Apple Map খুলতে পারবেন, তেমনই কনট্যাক্টে পরিচিতদের কাছে ছবি পাঠাতে পারবেন।
ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গারম্যান তাঁর পাওয়ার অন নিউজলেটারের লেটেস্ট এডিশনে অ্যাপলের নতুন স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার সম্পর্কে লিখেছেন। জানা গেছে, টেক জায়েন্টটি নতুন প্রযুক্তির উপর কাজ করছে, যেখানে নেটওয়ার্ক বা ওয়াই-ফাই কানেকশন ছাড়াই ম্যাপ ব্যবহার করে পথ চেনা যাবে।
এছাড়াও, স্যাটেলাইট SOS সিস্টেমেও আপগ্রেড আসছে। আগে যেখানে শুধু টেক্সট আকারে বার্তা পাঠানো যেত, সেখানে এখন স্যাটেলাইটের সাহায্যে ছবি পাঠানো ও রিসিভ করার সুবিধা যোগ হতে পারে। বর্তমানে স্যাটেলাইটের মাধ্যমে এমার্জেন্সি এসওএস পাঠাতে গেলে খোলা এবং পরিষ্কার আকাশের দিকে আইফোন তাক করে রাখতে হয়। কিন্তু এখন সেই সীমাবদ্ধতা দূর করার পরিকল্পনা করছে অ্যাপল।
শীঘ্রই ঘরের ভিতর, গাড়িতে বসে, এমনকি আইফোন পকেটে থাকলেও স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার ব্যবহার করা সম্ভব হবে। তবে সংস্থা এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। নতুন ফিচার কার্যকর করতে গেলে সংস্থার স্যাটেলাইট পার্টনার গ্লোবালস্টার-এর পরিকাঠামোয় বড় মাপের আপগ্রেড প্রয়োজন হবে।
প্রসঙ্গত, iPhone 18 সিরিজ সম্পর্কে ইতিমধ্যেই নানা তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। iPhone 18 Pro ও iPhone 18 Pro Max মডেলদ্বয়ের পিছনে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ প্যানেল থাকতে পারে। 18 Pro Max স্টিল দিয়ে আবৃত ব্যাটারি নিয়ে আসতে পারে। iPhone 18 Pro সিরিজের মেইন ক্যামেরায় ভ্যারিয়েবল অ্যাপারচার সাপোর্ট আসতে পারে। এছাড়াও, iPhone 18, iPhone 18 Pro, iPhone 18 Pro Max, iPhone Air 2, এবং Apple-এর প্রথম ফোল্ডেবল iPhone-এর সামনে একটি 24 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.