BSNL ভারতে নিয়ে এলো এক অসাধারণ পরিষেবা। ভারতে এই প্রথম BSNL কোম্পানী লঞ্চ করেছে Direct to Device স্যাটেলাইট সংযোগ সার্ভিস। BSNL এই পরিষেবাটি Viasat টেলিকম সংস্থাটির সাথে মিলিত হয়ে কার্যকরী করছে। এটির মাধ্যমে ব্যবহারকারীরা অতি প্রত্যন্ত অঞ্চলের মধ্যেও Wi-Fi বা অন্য নেটওয়ার্ক ছাড়াও অন্যের সাথে সংযুক্ত হয়ে থাকতে পারবে