Photo Credit: BSNL
ভারত সরকার পরিচালিত ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)একটি অসাধারণ পরিষেবা নিয়ে এসেছে।কোম্পানি বুধবার Direct-To-Device সংযোগের সার্ভিস লঞ্চ করেছে। এর মাধ্যমে গ্রাহকরা দেশের যেকোনো প্রান্তে সিমকার্ড এবং Wi-Fi ছাড়া অবিচ্ছিন্ন সংযোগ স্থাপন করতে পারবে। ভারতীয় টেলিকমিউনিকেশনের বিভাগ(DOT),এটিকে ভারতের সর্বপ্রথম স্যাটেলাইট-টু-ডিভাইস সার্ভিস বলে ঘোষণা করেছে। BSNL,ক্যালিফোর্নিয়া-ভিত্তিক গ্লোবাল স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি Viasat-এর সাথে
এই প্রযুক্তিটি নিয়ে এসেছে।BSNL,সর্বপ্রথম এই পরিষেবাটি 2024সালে অনুষ্ঠিত Indian Mobile Congress-এ উন্মোচিত করে এবং বলেছিল যে,বর্তমানে এটির পরীক্ষা করা হচ্ছে।
একটি X-পোস্টের মাধ্যমে ভারতীয় DOT-এর অফিসিয়াল ওয়েবসাইটে,এই নতুন পরিষেবাটির ঘোষণা করা হয়েছে। স্যাটেলাইট সংযোগ ব্যবস্থা কোনো নতুন পদক্ষেপ নয়, এর আগেও অ্যাপেল কোম্পানী সর্বপ্রথম iPhone 14 সিরিজের স্মার্টফোনগুলিতে এই পরিষেবাটি যুক্ত করেছিল। তবু এই স্যাটেলাইট কমিউনিকেশনটি ভারতে সাধারন ব্যবহারকারীদের জন্য উপলব্ধ নয়।শুধুমাত্র জরুরী অবস্থায়, মিলিটারি এবং এই সংক্রান্ত অন্যান্য পরিষেবার ক্ষেত্রে এটির ব্যবহার করা যাবে।
BSNL,তাদের Direct-to-Device-এর মাধ্যমে সমস্ত ব্যবহারকারীদের এমনকি প্রত্যন্ত অঞ্চলেও সংযুক্ত থাকার পরিষেবা দিচ্ছে।যেমন -Spiti উপত্যকায় চন্দ্রাতল লেক ট্রেকিং করার সময় বা রাজস্থানের মধ্যে কোনো প্রত্যন্ত গ্রামে থাকার সময় এই স্যাটেলাইট যোগাযোগ সার্ভিসটি ব্যবহারকারীদের তাদের আপনজনদের সাথে যোগাযোগ রাখতে সাহায্য করবে।
BSNL,আরো বলেছে যে,এই পরিষেবাটি ব্যবহারকারীদের যেখানে সেলুলার নেটওয়ার্ক বা Wi-Fi ব্যবস্থা থাকবে না,সেই পরিস্থিতিতে জরুরি কল করার সুযোগ দেবে।এইরকম পরিস্থিতিতে ব্যবহারকারীরা SoS মেসেজ পাঠাতে এবং UPI পেমেন্ট করতে পারবে। তবে,এটাও গুরুত্বপূর্ণ যে,কোম্পানি এখনও পর্যন্ত জরুরিবিহীন পরিস্থিতিতে কল বা SMS করার যাবে কিনা তা নিয়ে কিছু বলেনি।
বিগত মাসে একটি সাংবাদিক বৈঠকে Viasat,যার সহযোগিতায় BSNL,এই নতুন প্রযুক্তিটি এনেছে, তারা বলেছে এই পরিষেবাটি নন-টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক সংযোগে দুইভাবে কমিউনিকেশন করতে পারবে। IMC 2024-এ দেখা গিয়েছিল যে,কোম্পানি 36000 কিমি দূরে, তাদের একটি জিয়স্টেশনারি L-ব্যান্ডের স্যাটেলাইটে বার্তা পাঠিয়েছিল এবং সেটি তারা গ্রহণও করেছে।
BSNL এবং Viasat যৌথভাবে অক্টোবর মাসে এটির পরীক্ষা শুরু করে এবং একমাসের মধ্যেই ব্যবহারকারীদের কাছে এটি লঞ্চও করে। সরকার কর্তৃক এই টেলিকম সংস্থাটি এখনো অবধি এটি প্রকাশ করেনি যে,ব্যবহারকারীরা কিভাবে এই সুবিধাটি পাবে এবং বর্তমান প্ল্যানের মধ্যেই এটি পাবে, নাকি তাদের আলাদা প্ল্যান কিনতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন