36 কোটি মানুষকে 17,000 টাকার Free AI পরিষেবা, Perplexity-এর সাথে হাত মিলিয়ে বিপ্লব ঘটাল Airtel

Airtel ব্রডব্যান্ড, DTH, ও সিম কার্ড ব্যবহারকারীরা 1 বছরের জন্য Perplexity Pro সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।

36 কোটি মানুষকে 17,000 টাকার Free AI পরিষেবা, Perplexity-এর সাথে হাত মিলিয়ে বিপ্লব ঘটাল Airtel

Photo Credit: Airtel

Airtel ও Perplexity ফ্রি AI পরিষেবা দিতে হাত মেলালো

হাইলাইট
  • 12 মাসের জন্য Perplexity Pro ভার্সনের খরচ 200 ডলার বা প্রায় 17,000 টাকা
  • Airtel সিম কার্ড, ব্রডব্যান্ড, ডিটিএইচ সকল গ্রাহকরা নতুন AI পরিষেবা পাবে
  • Perplexity Pro লেখা থেকে ছবি তৈরি করতে সক্ষম
বিজ্ঞাপন

Airtel-এর সঙ্গে জোট বাঁধার ঘোষণা করল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় প্রথম সারির প্রতিষ্ঠান, Perplexity। এই নতুন উদ্যোগের ফলস্বরূপ, এয়ারটেলের ব্রডব্যান্ড, ডিটিএইচ (DTH), ও সিম কার্ড (প্রিপেইড + পোস্টপেইড) গ্রাহকরা 12 মাস বা 1 বছরের জন্য Perplexity Pro সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। সাধারণভাবে, এই প্রিমিয়াম পরিষেবা নিতে বার্ষিক 200 ডলার (প্রায় 17,000) টাকা খরচ হয়। সেটাই এবার দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থাটির 360 মিলিয়ন বা 36 কোটি গ্রাহকের হাতের মুঠোয় নিখরচায় চলে এসেছে। ফ্রি ভার্সনের তুলনায় Pro ভার্সনে আরও উন্নত AI ল্যাঙ্গুয়েজ মডেল ও অতিরিক্ত ফিচার্স যুক্ত করেছে পারপ্লেক্সিটি।

Perplexity কী ও Pro সাবস্ক্রিপশন কী সুবিধা দেবে

সহজ ভাষায় বললে, পারপ্লেক্সিটি গুগলের মতো একটি সার্চ ইঞ্জিন, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার গুণে আর বাকি পাঁচটা সার্চ ইঞ্জিনের থেকে আলাদা। একে চ্যাটজিপিটি ও গুগল জেমিনাই-এর গোষ্ঠীতেও ফেলা যায়। এটি জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করে আরও বিস্তারিত ও উপযোগী সার্চ রেজাল্ট প্রদান করে। পারপ্লেক্সিটির সামনে কোনও প্রশ্ন রাখলে সেটি ইন্টারনেটের অজস্র ওয়েবসাইট ঘেঁটে, প্রয়োজনীয় তথ্যের সারাংশ তৈরি করে সোজা ও যথাযথ উত্তর দেয়। পারপ্লেক্সিটির ফ্রি ভার্সনে কিছু সীমাবদ্ধতা আছে৷ প্রো মডেল সেটাই দূর করে। এতে উন্নত প্রো সার্চ ও রিজনিং ফিচার্স ব্যবহার করতে সক্ষম হবেন।

বিস্তারিত উত্তরের প্রয়োজন হলে, Sonar (কোম্পানির নিজস্ব AI মডেল), GPT 4.1, Claude 4.0 অথবা Gemini 2.5-এর মধ্যে Pro সার্চ মোড বেছে নিতে পারবেন। যে কোনও বিষয়ের খুব জটিল প্রশ্নের উত্তরও সহজবোধ্য ভাষায় পাবেন। কোডিং থেকে শুরু করে, গবেষণাধর্মী বিষয় বোঝা, ও বিভিন্ন প্রোজেক্টে সাহায্য করার জন্য একাধিক অত্যাধুনিক রিজনিং মোড উপলব্ধ। প্রো ভার্সনে ডকুমেন্ট বা ফাইল আপলোড করে তার বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবেন। এছাড়া, লেখা থেকে ছবি তৈরির সুবিধাও মিলবে।

Airtel ব্যবহারকারীরা কীভাবে Free Perplexity Pro সাবস্ক্রিপশন পাবেন

  • 1 - প্রথমে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে লগ ইন করুন।
  • 2 - নিচে স্ক্রোল করে "সাবস্ক্রিপশন" বিভাগ খুঁজে Perplexity Pro-এর ব্যানারে "ক্লেম নাউ" বোতামে ক্লিক করুন।
  • 3- এরপর আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে Perplexity Pro এর নিচে "ক্লেম নাউ" ক্লিক করুন।
  • 4 - তারপর Proceed বাটনে ক্লিক করুন নিজের ইমেল আইডি পূরণ করুন। ইমেল আইডি 5 - দেওয়ার পরে, আপনাকে সেই আইডিতে প্রাপ্ত OTP দিতে বলা হবে।
  • 5 - সঠিক OTP দেওয়া সম্পূর্ণ হলেই, প্রো সাবস্ক্রিপশন চালু হয়ে যাবে। এটি পারপ্লেক্সিটির ওয়েবসাইট বা অ্যাপেও ব্যবহার করতে পারবেন আপনি।

প্রসঙ্গত, Airtel গ্রাহকদের জন্য 189 টাকার একটি নতুন রিচার্জ প্যাক চালু করেছে যা দেশজুড়ে আনলিমিটেড লোকাল, এসটিডি, ও রোমিং কলিং অফার করে। এটি টেলিকম সংস্থাটির সবচেয়ে সস্তা আনলিমিটেড ভয়েস কল প্ল্যান, যার মেয়াদ থাকবে তিন সপ্তাহ। এই প্যাকে 1 জিবি ইন্টারনেট ডেটা ও দৈনিক সর্বোচ্চ 100টি SMS পাঠানোর সুবিধা রয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Instagram আনল নতুন ফিচার, আপনার দেখা সমস্ত রিলস খুঁজে পাবেন এক ক্লিকে
  2. HMD Fusion 2 ফিরিয়ে আনছে মডিউলার ফোনের যুগ, 108MP ক্যামেরায় তুলবে সেরা ছবি
  3. মনস্টার 7,800mAh ব্যাটারি ও চাম্পিয়ন প্রসেসর সহ দুর্ধর্ষ OnePlus ফোন সোমবার লঞ্চ হচ্ছে
  4. Realme-এর 7000mAh ব্যাটারি ও 120W ফাস্ট চার্জিং ফোন 7,000 টাকা সস্তা হল!
  5. Oppo Reno 15 ও Reno 15 Pro আসছে 200MP ক্যামেরার সঙ্গে, রেনো সিরিজের ইতিহাসে প্রথম!
  6. Zoho Pay: ফোনপে, পেটিএম-কে টেক্কা দিতে আসছে স্বদেশি UPI পেমেন্ট অ্যাপ জোহো পে
  7. 39,999 টাকা দামের Samsung স্মার্টফোন 16,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, অফার মিস করলে পস্তাবেন
  8. Vivo X300 সিরিজ DSLR-এর মতো ক্যামেরা নিয়ে শীঘ্রই ভারতে আসছে
  9. Redmi K90 সস্তায় প্রিমিয়াম ফোন কেনার স্বপ্নপূরণ করতে লঞ্চ হল, কম দামে দুর্দান্ত ফিচার্স
  10. Redmi K90 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, Bose-এর সাউন্ড ও দুর্ধর্ষ ফিচার্সে করল বাজিমাত
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »