Photo Credit: Airtel
Airtel ও Perplexity ফ্রি AI পরিষেবা দিতে হাত মেলালো
Airtel-এর সঙ্গে জোট বাঁধার ঘোষণা করল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় প্রথম সারির প্রতিষ্ঠান, Perplexity। এই নতুন উদ্যোগের ফলস্বরূপ, এয়ারটেলের ব্রডব্যান্ড, ডিটিএইচ (DTH), ও সিম কার্ড (প্রিপেইড + পোস্টপেইড) গ্রাহকরা 12 মাস বা 1 বছরের জন্য Perplexity Pro সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। সাধারণভাবে, এই প্রিমিয়াম পরিষেবা নিতে বার্ষিক 20 ডলার (প্রায় 17,000) টাকা খরচ হয়। সেটাই এবার দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থাটির 360 মিলিয়ন বা 36 কোটি গ্রাহকের হাতের মুঠোয় নিখরচায় চলে এসেছে। ফ্রি ভার্সনের তুলনায় Pro ভার্সনে আরও উন্নত AI ল্যাঙ্গুয়েজ মডেল ও অতিরিক্ত ফিচার্স যুক্ত করেছে পারপ্লেক্সিটি।
সহজ ভাষায় বললে, পারপ্লেক্সিটি গুগলের মতো একটি সার্চ ইঞ্জিন, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার গুণে আর বাকি পাঁচটা সার্চ ইঞ্জিনের থেকে আলাদা। একে চ্যাটজিপিটি ও গুগল জেমিনাই-এর গোষ্ঠীতেও ফেলা যায়। এটি জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করে আরও বিস্তারিত ও উপযোগী সার্চ রেজাল্ট প্রদান করে। পারপ্লেক্সিটির সামনে কোনও প্রশ্ন রাখলে সেটি ইন্টারনেটের অজস্র ওয়েবসাইট ঘেঁটে, প্রয়োজনীয় তথ্যের সারাংশ তৈরি করে সোজা ও যথাযথ উত্তর দেয়। পারপ্লেক্সিটির ফ্রি ভার্সনে কিছু সীমাবদ্ধতা আছে৷ প্রো মডেল সেটাই দূর করে। এতে উন্নত প্রো সার্চ ও রিজনিং ফিচার্স ব্যবহার করতে সক্ষম হবেন।
বিস্তারিত উত্তরের প্রয়োজন হলে, Sonar (কোম্পানির নিজস্ব AI মডেল), GPT 4.1, Claude 4.0 অথবা Gemini 2.5-এর মধ্যে Pro সার্চ মোড বেছে নিতে পারবেন। যে কোনও বিষয়ের খুব জটিল প্রশ্নের উত্তরও সহজবোধ্য ভাষায় পাবেন। কোডিং থেকে শুরু করে, গবেষণাধর্মী বিষয় বোঝা, ও বিভিন্ন প্রোজেক্টে সাহায্য করার জন্য একাধিক অত্যাধুনিক রিজনিং মোড উপলব্ধ। প্রো ভার্সনে ডকুমেন্ট বা ফাইল আপলোড করে তার বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবেন। এছাড়া, লেখা থেকে ছবি তৈরির সুবিধাও মিলবে।
প্রসঙ্গত, Airtel গ্রাহকদের জন্য 189 টাকার একটি নতুন রিচার্জ প্যাক চালু করেছে যা দেশজুড়ে আনলিমিটেড লোকাল, এসটিডি, ও রোমিং কলিং অফার করে। এটি টেলিকম সংস্থাটির সবচেয়ে সস্তা আনলিমিটেড ভয়েস কল প্ল্যান, যার মেয়াদ থাকবে তিন সপ্তাহ। এই প্যাকে 1 জিবি ইন্টারনেট ডেটা ও দৈনিক সর্বোচ্চ 100টি SMS পাঠানোর সুবিধা রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন