Asus ROG Phone 2 ফোনের ভিতরে থাকছে Snapdragon 855+ চিপসেট 12GB RAM, 1TB স্টোরেজ আর 6,000 mAh ব্যাটারি।
জুলাই মাসে চিনে লঞ্চ হয়েছিল Asus ROG Phone 2
জুলাই মাসে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল Asus ROG Phone 2। বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যেই এই ফোন বিক্রি শুরু হয়েছে। সোমবার ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন। Asus ROG Phone 2 এর চোখ ধাঁধানো স্পেসিফিকেশন ইতিমধ্যেই বিশ্বব্যাপী টেক প্রেমীদের নজর কেড়েছে। এই ফোনে থাকছে Snapdragon 855+ চিপসেট, 12GB RAM আর 1TB পর্যন্ত UFS 3.0 ফাস্ট স্টোরেজ। Asus ROG Phone 2 ফোনে থাকছে একটি 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে আর 6,000 mAh ব্যাটারি।
জলের দামে দুর্দান্ত স্পেসিফিকেশন, বিক্রি শুরু হল Moto E6s
Asus ROG Phone 2 লঞ্চ সরাসরি দেখবেন কীভাবে?
সোমবার দুপুরে ভারতে লঞ্চ হবে Asus ROG Phone 2। Asus এর অফিশিয়াল YouTube চ্যানেল থেকে সরাসরি এই লঞ্চ ইভেন্ট দেখা যাবে। সোমবার দুপুর 12 টা 30 মিনিটে লঞ্চ ইভেন্ট শুরু হবে। ইতিমধ্যেই চিনে বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোন। চিনে Asus ROG Phone 2 এর দাম শুরু হচ্ছে 3,499 ইউয়ান (প্রায় 35,000 টাকা) থেকে। আজ দুপুরে Asus ROG Phone 2 লঞ্চ ইভেন্ট সরাসরি দেখতে নীচে প্লে বাটনে ক্লিক করুন।
Xaiomi কে টেক্কা দিতে বিক্রি শুরু হল Nokia 7.2, Jio গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা
Asus ROG Phone 2 স্পেসিফিকেশন
Asus ROG Phone 2 ফোনে থাকছে একটি 6.59 ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855+ চিপসেট 12GB RAM, 1TB স্টোরেজ আর 6,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Quick Charge 4.0 সাপোর্ট। ছবি তোলার জন্য Asus ROG Phone 2 এর পিছনে থাকছে 48 মেগাপিক্সেল + 13 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের সামনে থাকছে 24 মেগাপিক্সেল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Shambala Now Streaming Online: What You Need to Know About Aadi Saikumar Starrer Movie
Microsoft CEO Satya Nadella Says AI’s Real Test Is Whether It Reaches Beyond Big Tech: Report