নতুন সফটওয়্যার আপডেট পেল Asus ZenFone Max M2। এই আপডেটে ZenFone Max M2 ফোনে 2019 জানুয়ারি অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছে যাবে। এছাড়াও ক্যামেরায় সিন ডিটেকশানে যোগ হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। গোটা ক্যামেরা সিস্টেম ঢেলে সাজিয়েছে কোম্পানি। এই সপ্তাহের শুরুতেই সফটওয়্যার আপডেট হয়েছিল অন্য বাজেট স্মার্টফোন ZenFone Max Pro M2।
আরও পড়ুন: এখনই Jio GigaFiber কানেকশান পাবেন কীভাবে?
ফার্মওয়্যার ওভার দ্য এয়ার (FOTA) ভার্সান 15.2016.1901.156 এর হাত ধরে ZenFone Max M2 ফোনে আপডেট পৌঁছে দেবে ASUS। বৃহস্পতিবার এই ঘোষণা করেছে তাইওয়ান এর কোম্পানিটি। এই আপডেটে অ্যানড্রয়েড সিস্টেম অপটিমাইজেশনের সাথে ক্যামেরা সিস্টেম এ উন্নতি হয়েছে।
আরও পড়ুন: MyJio অ্যাপে ধামাকা অফার! দেখে নিন নতুন কী সুবিধা দিচ্ছে Jio?
ZenFone Max M2 তে এ আই ক্যামেরা সিন ডিটেকশন যোগ হয়েছে। সাথে থাকছে 2019 জানুয়ারি অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ। অন্য যে কোন আপডেটের মতোই ধাপে ধাপে সব ফোনে এই আপডেট পাঠিয়ে দেবে Asus। গ্রাহক নিজের Asus ZenFone Max M2 ফোনে Settings মেনু থেকে এই আপডেট পৌঁছানোর খবর পাবেন।
আরও পড়ুন: Vodafone -এ এখনই 4GB অতিরিক্ত ডাটা পাবেন কীভাবে?
2018 সালের ডিসেম্বরে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম সহ লঞ্চ হয়েছিল Asus ZenFone Max M2। লঞ্চের সময় কোম্পানি জানুয়ারি মাসের মধ্যে এই ফোনে Android 9.0 Pie আপডেটের প্রতিশ্রুতি দিয়েছিল। ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেলেও ZenFone Max M2 ফোনে লেটেস্ট অ্যানয়েড ভার্সন পৌঁছায়নি।
আরও পড়ুন: তিনটি টকটাইম রিচার্জ ফিরিয়ে আনলো Vodafone, সাথে আর কি সুবিধা পাওয়া যাচ্ছে?
ডুয়াল সিম Asus ZenFone Max M2 তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 632 চিপসেট, 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Asus ZenFone Max M2 ফোনে রয়েছে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনের সামনে রয়েছে 8MP সেলফি ক্যামেরা। দুটি ক্যামেরার সাথেই থাকছে LED ফ্ল্যাশ।
কানেক্টিভিটির জন্য Asus ZenFone Max M2 তে রয়েছে ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, এফ এম রেডিও, Micro-USB পোর্ট আর 3.5 মিমি জ্যাক। Asus ZenFone Max M2 ফোনের ভিতরে থাকবে 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন