এই সপ্তাহেই Asus ZenFone Max Pro M1 আর ZenFone Max M2 ফোনে Android Pie আপডেট পৌঁছেছিল। এবার Asus ZenFone Max Pro M2 ফোনে পৌঁছে গেল এইও আপডেট। কয়েক দিন আগেই 15 এপ্রিলের আগে এই ফোনে Android Pie আপডেট পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তাইওয়ানের কোম্পানিটি। অবশেষে কথা রেখে কোম্পানির মিডরেঞ্জ ফোনে এই আপডেট পৌঁছে গেল।
ফার্মওয়্যার ভার্সান 16.2017.1903.061 এর হাত ধরে Asus ZenFone Max Pro M2 ফোনে Android 9.0 Pie পৌঁছেছে। ফোনের Settings > System > System Updates থেকে এই আপোডেট ডাউনলোড করা যাবে।
ভারতে Asus ZenFone Max Pro M2 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। ডুয়াল সিম Asus ZenFone Max Pro M2 তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Asus ZenFone Max Pro M2 ফোনে রয়েছে 12MP+5MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। 12MP প্রাইমারি ক্যামেরায় থাকছে Sony IMX486 সেন্সার। ডেপ্ত সেন্সিং এর জন্য ব্যবহার হবে এই ফোনের সেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে রয়েছে 5MP সেলফি ক্যামেরা। সামনে ও পিছনে ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ।
কানেক্টিভিটির জন্য Asus ZenFone Max Pro M2 তে রয়েছে ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, এফ এম রেডিও, Micro-USB পোর্ট আর 3.5 মিমি জ্যাক। Asus ZenFone Max Pro M2 ফোনের ব্যাটারি 5,000 mAh।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন