10,000 টাকার নীচে আজকাল একাধিক শক্তিশালী প্রসেসারের স্মার্টফোন পাওয়া যায়। এছাড়াও প্রায় সব ফোনেই খুব সহজেই এক দিন ব্যাক আপ পাওয়া যায়। এই দামে আজকাল প্রিমিয়াম ফোনের প্রায় সব ফিচার পাওয়া গেলেও ক্যামেরা বিভাগে অনেকটা আপোশ করতে হয়। কিন্তু একটু দেখে স্মার্টফোন কিনলে 10,000 টাকার কম দামের ফোনেও ভালো ছবি তোলা সম্ভব।
10,000 টাকার নীচে ফোন | মোট রেটিং (10 এর মধ্যে) | ক্যামেরা রেটিং (10 এর মধ্যে) | দাম |
---|---|---|---|
Redmi Note 7 | 8 | 7 | 9,999 টাকা |
Realme U1 | 8 | 7 | 9,999 টাকা |
Nokia 5.1 Plus | 8 | 7 | 9,999 টাকা |
Asus ZenFone Max Pro M2 | 8 | 7 | 9,999 টাকা |
Redmi 6 Pro | 7 | 7 | 7,999 টাকা |
Redmi Note 7 ফোনে থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। দিনের আলোতে এই ক্যামেরায় ভালো ছবি উঠলেও কম আলোতে এই ফোনের ক্যামেরায় খামতি চোখে পরে।
MIUI ক্যামেরা অ্যাপ এ খুব সহজেই বিভিন্ন শুটিং মোড পরিবর্তন করা যায়। ফোনের ক্যামেরায় থাকছে HDR আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। তবে বিভিন্ন সময় এই ফোনের ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ছবিকে অস্বাভাবিক দেখতে করে তোলে। ম্যাক্রো যেমন তোলার সময় অতিরিক্ত স্যাচুরেশান আমাদের চোখে লেগেছে। এর ফলে ছবিটি অস্বাভাবিক মনে হয়েছে।
পোট্রেট ছবি তোলার সময় এই ফোনের 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার কাজে লাগে। Redmi Note 7 ফোনে কম আলোতে ছবি তোলার জন্য রয়েছে বিশেষ নাইট মোড। এই মোডে কম আলোতে উজ্জ্বল ছবি উঠলেও ছবিতে কোন ডিটেল ধরা পরেনি।
সেলফি তোলার জন্য Redmi Note 7 এ রয়েছে একটি 13 মেগাপিইক্সেল ক্যামেরা। রয়েছে বিউটিফিকেশান মোড। বোকেহ এফেক্টে সেলফি তোলা যাবে। মধ্যমানের এজ ডিটেকশান করবে Redmi Note 7 ফোনের ফ্রন্ট ক্যামেরা।
Redmi Note 7 ক্যামেরায় 4K ভিডিও তোলা যায় না। পরিবর্তে ফ্রন্ট ও রিয়ার ক্যামেরায় থাকছে 1080p 60fps ভিডিও সাপোর্ট। থাকছে টাইম ল্যাপস ও স্লো-মো ভিডিও মোড।
সেলি ক্যামেরায় বিশেষ নজর দিয়ে এই ফোন লঞ্চ করেছিল Realme। সেলফি ফোকাসড ফোন হওয়ার কারনে Realme U1 ফোনে রয়েছে একটি 25MP ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে Sony IMX 576 সেন্সার। আগে Oppo F7 ফোনে একই ক্যামেরা ব্যবহার হয়েছিল। এই ফোনে তোলে সেলফিতে ভালো ডিটেল পাওয়া গিয়েছে। এছাড়াও আর্টিফিশাইয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে সেলফি ছবিতে ব্যাকগ্রাউন্ড ব্লার পাওয়া যাবে। এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে একাধিক মোডে সেলফি তোলা যাবে।
তবে মিডরেঞ্জের অন্যান্য ফোনের মতোই কম আলোতে Realme U1 ফোনের ক্যামেরা সমস্যার সম্মুখীন হয়েছে। এই ফোনের পিছনে রয়েছে 13MP রিয়ার ক্যামেরা। দিনের আলোতে এই ক্যামেরায় দারুন ছবি উঠেছে। তবে ক্যামেরার অটোফোকাসে একটু দেরি লক্ষ্য করেছি আমরা। এর সাথেই ডেপ্ত মাপার জন্য Realme U1 ফোনের পিছনে রয়েছে একটি 2MP ক্যামেরা।
Realme U1 ফোনে 1080p তে ভিডিও রেকর্ড করা গেলেও এই ক্যামেরায় কোন ইকেলট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান থাকছে না। তবে এই ক্যামেরায় ভালো ভিডিও উঠেছে। শক্তিশালী চিপসেট থাকলেও Realme U1 ফোনের রিয়ার ক্যামেরা 4K ভিডিও তুলতে পারে না।
Nokia 5.1 Plus এ থাকছে একটি ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেন্সার। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 13MP। এর সাথেই থাকবে একটি 5MP সেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 8MP ক্যামেরা।
Nokia 5.1 Plus এ থাকবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Nokia 5.1 Plus এ থাকবে একটি 5.86 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এই ফোনে থাকবে একটি MediaTek P60 চিপসেট। এর সাথেই থাকবে 3GB RAM আর 32GB স্টোরেজ।
কানেক্টিভিটির জন্য Nokia 5.1 Plus এ থাকবে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক, Bluetooth 4.2, GPS, A-GPS, Wi-Fi 802.11 a/b/g/n/ac, FM রেডিও আর ডুয়াল 4G ডুয়াল VoLTE। Nokia 5.1 Plus এ একটি 3060 mAh ব্যাটারি থাকবে।
ছবি তোলার জন্য Asus ZenFone Max Pro M2 ফোনে রয়েছে 12MP+5MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। 12MP প্রাইমারি ক্যামেরায় থাকছে Sony IMX486 সেন্সার। ডেপ্ত সেন্সিং এর জন্য ব্যবহার হবে এই ফোনের সেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে রয়েছে 5MP সেলফি ক্যামেরা। সামনে ও পিছনে ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ।
ডুয়াল সিম Asus ZenFone Max Pro M2 তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে নচ। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
কানেক্টিভিটির জন্য Asus ZenFone Max Pro M2 তে রয়েছে ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, এফ এম রেডিও, Micro-USB পোর্ট আর 3.5 মিমি জ্যাক। Asus ZenFone Max Pro M2 ফোনের ব্যাটারি 5,000 mAh।
Redmi 6 Pro তে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 12MP প্রাইমারী সেন্সার ও একটি 5MP সেকেন্ডারি সেন্সার থাকবে। এছাড়াও থাকছে LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা। এই ক্যামেরাতে AI ও পোট্রেট মোডের সাপোর্ট থাকবে।
ডুয়াল সিম Redmi 6 Pro তে রয়েছে চলবে অ Android বেসড MIUI 9 অপারেটিং সিস্টেম। এই ফোনে আছে একটি 5.84 ইঞ্চি FHD+ 19:9 ডিসপ্লে। এছাড়াও Redmi 6 Pro এর ভিতরে থাকছে Snapdragon 625 চিপসেট, Adreno 506 GPU আর 3GB/ 4GB RAM।
32GB ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে Redmi 6 Pro পায়া যাবে। কানেক্টিভিটীর জন্য Redmi 6 Pro তে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n (dual-band 2.4GHz, 5GHz), Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5mm হেডফোন জ্যাক। এছাড়াও Redmi 6 Pro এর ভিতরে থাকবে একটি 4000 mAh ব্যাটারি। Redmi 6 Pro এর ওজন 178 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন