Xiaomi -র লেটেস্ট বাজেট স্মার্টফোন Redmi Note 7S। এই ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। অন্যদিকে Redmi Note 7 Pro ফোনেও রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। তবে তুলনামুলক কম দামে লঞ্চ হয়েছে Redmi Note 7S। 10,999 টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে। তবে এই দুই ফোনেই 48 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হলেও থাকছে আলাদা সেন্সর। Redmi Note 7S ফোনে থাকছে Samsung GM1 সেন্সর। Vivo V15 ফোনেও একই সেন্সর ব্যবহার হয়েছে। অন্যদিকে Redmi Note 7 Pro ফোনে থাকছে Sony IMX586 সেন্সর। OnePlus 7 Pro ফোনে ব্যবহার হয়েছে এই সেন্সর। Redmi Note 7 Pro আর Redmi Note 7S এর মধ্যে কোন ক্যামেরা বাজিমার করলো? দেখে নিন।
দুটি ক্যামেরায় রয়েছে ফেস ডিটেকশন অটোফোকাস (PDAF) আর 1.6 মাইক্রন পিক্সেল। Redmi Note 7S ফোনে থাকছে f/1.8 অ্যাপারচার, Redmi Note 7 Pro ফোনে থাকছে f/1.79 অ্যাপারচার। নীচের টেবিলে দুই ফোনের ক্যামেরার স্পেসিফিকেশন পেয়ে যাবেন।
Redmi 7s | Redmi 7 Pro | ||
---|---|---|---|
প্রাইমারি সেন্সর | রেসোলিউশন | 48-মেগাপিক্সেল | 48-মেগাপিক্সেল |
সেন্সর | Samsung GM1 | Sony IMX586 | |
অ্যাপারচার | f/1.8 | f/1.79 | |
অটোফোকাস | PDAF | PDAF | |
পিক্সেল সাইজ | 1.6 মাইক্রন (4-in-1) | 1.6 মাইক্রন (4-in-1) | |
ডেপ্ত সেন্সর | রেসোলিউশন | 5-মেগাপিক্সেল | 5-মেগাপিক্সেল |
সেলফি ক্যামেরা | রেসোলিউশন | 13-মেগাপিক্সেল | 13-মেগাপিক্সেল |
অ্যাপারচার | f/2 | f/2 |
এই পরীক্ষার জন্য দুটি ফোনকেই লেটেস্ট ফার্মওয়্যারে আপগ্রেড করেছি। সব ছবি তোলার সব আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স অন ছিল। HDR অটো মোডে ছিল। দুটি ফোনের 4-in-1 ওভারস্যাম্পেলিং প্রযুক্তি এই ফোনে 12 মেগাপিক্সেল ছবি তুলতে সাহায্য করে। এর ফলে ছবিতে ভালো ডিটেল পাওয়া যায়।
তবে শুধু 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরাই নয়, এই পরীক্ষায় আমরা সেলফি ক্যামেরাও বিচার করেছি। এক নজরে Redmi Note 7S আর Redmi Note 7 Pro ফোনে তোলা ছবিগুলি পাশাপাশি দেখে নিন।
বিজেতা - Redmi Note 7 Pro
বিজেতা - টাই
বিজেতা - Redmi Note 7 Pro
বিজেতা - Redmi Note 7S
বিজেতা - Redmi Note 7 Pro
বিজেতা - Redmi Note 7 Pro
বিজেতা - Redmi Note 7 Pro
বিজেতা - Redmi Note 7 Pro
বিজেতা - Redmi Note 7 Pro
বিজেতা - Redmi Note 7S
বিজেতা - Redmi Note 7S
বিজেতা - Redmi Note 7 Pro
বিজেতা - Redmi Note 7S
বিজেতা - Redmi Note 7S
বিজেতা - Redmi Note 7S
বিজেতা - টাই
বিজেতা - Redmi Note 7 Pro
বিজেতা - Redmi Note 7 Pro
বিজেতা - টাই
Redmi Note 7S ফোনে 4K সাপোর্ট না থাকার কারনে 1080p রেসোলিউশনে এই পরীক্ষা করেছি। দুটি ফোনেই রয়েছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। দিনের আলোতে দুটি ফোনেই ভালো ভিডিও উঠবে।
তবে কম আলোতে Redmi Note 7 Pro ফোনের ক্যামেরায় তোলা ভিডিওতে ভালো ডিটেল পাওয়া গিয়েছে। Redmi Note 7S তোলা ভিডিওতে তুলনামুলক বেশি নয়েজ আর কম ডীতেল পাওয়া যাবে।
মতামত
নিঃসন্দেহে Redmi Note 7 Pro ফোনের 48 মেগাপিক্সেল ক্যামেরা Redmi Note 7S এর 48 মেহাপিক্সেল ক্যামেরার থেকে ভালো। বেশিরভাগ পরীক্ষাতেই Redmi Note 7 Pro বিজয়ী হয়েছে। প্রাইমারি ক্যামেরার বিচারে নিঃসন্দেহে জিতবে Redmi Note 7 Pro। এই ফোনে ভালো কালার টোন ও কম নয়ে পাওয়া গিয়েছে। অন্যদিকে Redmi Note 7S ক্যামেরায় আটো মোডে তোলা ছবিতে তুলনামুলক বেশি এক্সপোজার পাওয়া যায়। মোটের উপর 10,999 টায়া Redmi Note 7S ফোনের 48 মেগাপিক্সেল ক্যামেরা এই ফোনের দামকে সুবিচার করে। তবে Redmi Note 7 Pro এর 48 মেগাপিক্সেল ক্যামেরা নিঃসন্দেহে Redmi Note 7S এর 48 মেগাপিক্সেল ক্যামেরাকে বাজিমাত করেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন