Samsung, Vivo, Oppp সহ 15,000 টাকার নিচে ভারতের সেরা পাঁচটি স্মার্টফোন।
Photo Credit: Tecno
15,000 টাকার নিচে Tecno Pova 7 5G একমাত্র গেমিং সেন্ট্রিক ফোন
সবার দামি ফোন কেনার সাধ্য থাকে না। আর ঠিক সেই কারণেই সস্তায় ভাল স্মার্টফোন আনার দিকে নজর দিচ্ছে ব্র্যান্ডগুলি। বর্তমানে অপেক্ষাকৃত কম দামি ফোনগুলিতেও দারুণ ফিচার্স ও পারফরম্যান্স পাওয়া যাচ্ছে। আগে একটি সাধারণ স্মার্টফোন কেনার সময় ডিসপ্লে, ক্যামেরা বা ব্যাটারি দেখলেই কাজ মিটে যেত। কিন্তু এখন নতুন প্রজন্মের কাছে প্রসেসর, সফটওয়্যার, ক্যামেরায় ব্যবহৃত সেন্সর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক বৈশিষ্ট্য, র্যাম, ইত্যাদি সমান ভ্যালু পাচ্ছে৷ বাজার দখল করতে Oppp, Vivo, Samsung এর মতো সংস্থারা 15,000 টাকার মধ্যে নিত্যনতুন ফোন লঞ্চ করছে। ফলে বাজেটের মধ্যে সুন্দর ফোন কেনার সুযোগ নিতে পারছে ক্রেতারা। Gadgets 360 বাংলা আজকের প্রতিবেদনে 15,000 টাকার নিচে পাঁচটি সেরা ফোনের হদিশ দিচ্ছে। যেহেতু সবার পছন্দ আলাদা, তাই আমরা ফোনের মডেলগুলি কোনও নির্দিষ্ট ক্রমে সাজাইনি৷
15,000 টাকার মধ্যে একমাত্র গেমিং-সেন্ট্রিক স্মার্টফোন হল Tecno Pova 7 5G। ফোনটি মাল্টি-ফাংশনাল ডেলটা লাইট ইন্টারফেসের সঙ্গে এসেছে যা Nothing-এর গ্লিফ ইন্টারফেসের মতো বৈশিষ্ট্যযুক্ত। এটি 104টি মিনি এলইডি লাইট নিয়ে গঠিত। এতে MediaTek Dimensity 7300 Ultimate প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনে Ella AI অ্যাসিস্ট্যান্ট রয়েছে। এটি ভারতের বিভিন্ন স্থানীয় ভাষা সমর্থন করে। এই চ্যাটবটের মাধ্যমে মেসেজ লেখা থেকে শুরু করে কনটেন্ট অনুবাদ করা যাবে। এছাড়া, IP64 রেটিং, NFC, Dolby Atmos সাপোর্ট, IR রিমোট উপলব্ধ।
ভারতে Tecno Pova 7 5G এর দাম 14,999 টাকা থেকে শুরু হচ্ছে। এটি 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। অন্যদিকে, 8 জিবি র্যাম + 256 জিবি মডেলটির দাম 15,999 টাকা। এটি গিক ব্ল্যাক, ম্যাজিক সিলভার, ও ওয়াসিস গ্রীন রঙের পাওয়া যাচ্ছে। আপনি ফ্লিপকার্টের মাধ্যমে মডেলটি কিনতে পারবেন।
Samsung Galaxy F16 5G কেনার একটি বড় কারণ হতে পারে ছ'টি মেজর Android আপগ্রেড ও ছয় বছর ধরে সিকিউটিরি আপডেটের প্রতিশ্রুতি। এতে 6.7-ইঞ্চি ফুল-এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 6 ন্যানোমিটারের MediaTek Dimensity 6300 প্রসেসর চলে। সঙ্গে 8 জিবি পর্যন্ত RAM ও সর্বাধিক 128 জিবি অনবোর্ড স্টোরেজ উপলব্ধ। ফোনটির রিয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর বর্তমান। ফোনটির সামনে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও রয়েছে। এতে 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে যা 25 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
ভারতে Samsung Galaxy F16 এর দাম 10,749 টাকা থেকে শুরু হচ্ছে। এই মডেলে 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ আছে। অন্যদিকে, 6 জিবি এবং 8 জিবি র্যাম ভেরিয়েন্টের দাম যথাক্রমে 11,999 টাকা এবং 13,499 টাকা। ফোনটি ভাইবিং ব্লু, গ্ল্যাম গ্রিন এবং ব্লিং ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে। Flipkart, Samsung India ওয়েবসাইট এবং অফলাইন স্টোরগুলির মাধ্যমে কেনা যাবে।
Vivo T4x 5G মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছে। এতে 6.72 ইঞ্চি ফুল-এইচডি+ এলসিডি স্ক্রিন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট আছে। ফোনটি 4 ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর দ্বারা পরিচালিত, যা 8 জিবি পর্যন্ত LPDDR4X র্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। ফোনটি 6,500mAh ব্যাটারির সঙ্গে এসেছে যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
বর্তমানে Vivo T4x এর দাম 13,999 টাকা থেকে শুরু৷ এতে 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ পাওয়া যায়। অন্যদিকে, 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 14,999 টাকা 16,999 টাকা। এটি মেরিন ব্লু এবং প্রোন্টো পার্পল রঙে উপলব্ধ। ফোনটি ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়া ই-স্টোর ও অফলাইন স্টোরগুলি থেকে কিনতে পারবেন।
Oppo K13x 5G জুনে ভারতে লঞ্চ হয়েছে। ফোনটি তার সেগমেন্টে সেরা ডিউরাবিলিটি অফার করে। এই ফোনে 360 ডিগ্রি ড্যামেজ-প্রুফ আর্মার বডি রয়েছে। আবার এটি MIL -STD 810H শক রেজিট্যান্স সার্টিফায়েড। নিচে পড়লেও যাতে অক্ষত থাকে বা ভেতরের কোনও অংশের ক্ষতি না হয়, সেই কথা মাথায় রেখেই Oppo K13x 5G ডিজাইন করা হয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেটের LCD ডিসপ্লে, MediaTek Dimensity 6300 চিপসেট, 8 জিবি পর্যন্ত RAM + সর্বাধিক 128 জিবি ইন্টারনাল স্টোরেজ, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং 44W ফাস্ট চার্জিং সহ 6,500mAh ব্যাটারি রয়েছে।
ভারতে Oppo K13x 5G এর 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের জন্য 11,999 টাকা খরচ হবে। অন্যদিকে, 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 12,999 টাকা এবং 14,999 টাকা। ফ্লিপকার্টে মিডনাইট ভায়োলেট ও সানসেট পিচ কালার অপশনে পাওয়া যাচ্ছে।
Realme P3x 5G এই বছরের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল। এই ফোনে IP69 রেটিং ও 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.7-ইঞ্চি ফুল-এইচডি+ এলসিডি স্ক্রিন ব্যবহার হয়েছে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 চিপসেট, 8 জিবি র্যাম পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ অফার করে। ফোনটির পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সেলফি ক্যামেরাটি 8 মেগাপিক্সেল৷ ডিভাইসটির 6,000mAh ব্যাটারি 45W চার্জারে চার্জ দেওয়া যাবে।
ভারতে Realme P3x এর দাম 12,999 টাকা থেকে শুরু হচ্ছে, যা 6 জিবি র্যাম + 1268 জিবি স্টোরেজ অফার করে। এছাড়া, 8 জিবি + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের জন্য 13,999 টাকা খরচ হবে। এটি লুনার সিলভার, মিডনাইট ব্লু এবং স্টেলার পিঙ্ক রঙে কেনা যাবে। রিয়েলমি ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে পেয়ে যাবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nothing Phone 3a Lite CPU, GPU Details and Performance Revealed via Geekbench Listing
Xiaomi TV S Pro Mini LED 2026 Series With 98-Inch Display Launched, Redmi Projector 4 Pro Tags Along