Honor X7d স্মার্টফোনে 35W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,500mAh ব্যাটারি থাকছে।
Photo Credit: Honor
Honor X7d ডেজার্ট গোল্ড, ওশান সায়ান, মেটিওর সিলভার ও ভেলভেট ব্ল্যাক রঙে উপলব্ধ
Honor X7c সপ্তাহ দুয়েক আগে ভারতে লঞ্চ হয়েছে। আর এখন Honor X7d নামে একটি নতুন 5G ফোন বাজারে আসছে বলে জানা গিয়েছে। এটি এক ই-কমার্স প্ল্যাটফর্মে লিস্টেড হয়ে শীঘ্রই লঞ্চের সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে। ওই শপিং ওয়েবসাইটের লিস্টিং থেকে হ্যান্ডসেটটির ডিজাইন, স্পেসিফিকেশন, এবং কালার অপশন ফাঁস হয়েছে। Honor X7d মোট চারটি রঙে বিক্রি হবে। এতে 16 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বাধিক 256 জিবি অনবোর্ড স্টোরেজ থাকবে। এছাড়াও, অনারের নতুন স্মার্টফোন Snapdragon 685 প্রসেসর, 6,500mAh ব্যাটারি, IP65 রেটিং, ও 35W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে আসছে।
লিস্টিং থেকে জানা গিয়েছে,, Honor X7d ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে, যার মধ্যে ফেজ ডিটেকশন অটোফোকাস (PDAF) সহ একটি 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর (f/1.8) এবং একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর (f/2.4) রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা (f/2.2) আছে। ফ্রন্ট ও ব্যাক উভয় ক্যামেরা 30fps-এ 1080p ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনটি স্ন্যাপড্রাগন 685 প্রসেসর দ্বারা চালিত। এই চিপসেটে Adreno 613 GPU রয়েছে।
অনার এক্স7ডি এর সামনে 6.77 ইঞ্চি আইপিএস এলসিডি স্ক্রিন রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,080×2,412 পিক্সেল রেজোলিউশন, 850 নিট পিক ব্রাইটনেস এবং 389 পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। এতে Android 15 নির্ভর MagicOS 9.0 কাস্টম সফটওয়্যার আছে। পাওয়ার ব্যাকআপের জন্য 35W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,500mAh ব্যাটারি থাকছে।
Honor X7d মডেলটিকে ধুলো এবং জল থেকে বাঁচাতে IP65 সার্টিফিকেশন বর্তমান। সিকিউরিটির জন্য এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। হ্যান্ডসেটের অন্যান্য সেন্সরগুলির মধ্যে রয়েছে অ্যাক্সিলোমিটার, কম্পাস এবং প্রক্সিমিটি লাইট সেন্সর। ফোনের পরিমাপ 166.9x76.8x8.1 মিমি এবং ওজন 193 গ্রাম। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে থাকছে Bluetooth 5.0, GPS, GLONASS, ও GALILEO।
Honor X7d বাংলাদেশে 91 মোবাইলদোকানে লিস্টেড থাকতে দেখা গিয়েছে। ফোনটিতে 'কামিং সুন' ট্যাগ ঝোলানো, অর্থাৎ শীঘ্রই আসছে। এটি ডেজার্ট গোল্ড, ওশান সায়ান, মেটিওর সিলভার ও ভেলভেট ব্ল্যাক রঙে পাওয়া যাবে। এটি 12 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ, ও 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে বিক্রি হবে। ডিভাইসটির দাম তাড়াতাড়িই ঘোষণা হবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, Honor X7c 5G ভারতে 14,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের দাম।হ্যান্ডসেটটির ফিচার্সের মধ্যে রয়েছে AI মোশন সেন্সিং ক্যাপচার, 5-স্টার ড্রপ ও ক্র্যাশ রেজিস্ট্যান্স, IP64 জলরোধী চ্যাসিস, 16 জিবি পর্যন্ত র্যাম (ভার্চুয়াল র্যাম অর্ন্তভুক্ত), ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল ব্যান্ড Wi-Fi, 300 শতাংশ হাই-ভলিউম মোড সহ ডুয়াল স্টেরিও স্পিকার, ইত্যাদি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন