Photo Credit: Samsung
Samsung Galaxy F36 5G তিনটি রঙে বিক্রি হবে
Samsung Galaxy F36 5G ভারতে লঞ্চ হতে আর 24 ঘন্টা সময়ও বাকি নেই। সম্প্রতি দক্ষিণ কোরিয়ান সংস্থাটি তিনটি নতুন অত্যাধুনিক ফোল্ডেবল স্মার্টফোন এ দেশে নিয়ে এসেছে। সেগুলি আমজনতার ধরাছোঁয়ার বাইরেই বলা চলে। সেই দিক থেকে F সিরিজের নতুন মডেলটির দাম সাধ্যের মধ্যে থাকবে। ফোনটির ডিজাইন থেকে শুরু করে স্পেসিফিকেশন সম্পর্কিত নানা তথ্য ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। Samsung Galaxy F36 5G এর পিছনে পরিবেশবান্ধব ভিগান লেদার বা কৃত্রিম চামড়ার তৈরি প্যানেল থাকবে। এতে অবজেক্ট ইরেজার, ইমেজ ক্লিপার, এবং এডিট সাজেশন সহ বেশ কয়েকটি AI-পরিচালিত ফিচার্স পাওয়া যাবে। চলুন দেখে নিই, স্যামসাং নতুন ফোনটি কেমন দাম, ডিজাইন ও কী কী ফিচার্সের সাথে লঞ্চ করতে পারে।
Samsung Galaxy F36 5G ভারতে জুলাই 19, শুক্রবার, দুপুর 12টায় লঞ্চ হবে। ফোনটির দাম 20,000 টাকার নিচে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। গত মাসে 17,499 টাকায় ভারতে লঞ্চ হওয়া Galaxy M36 5G মডেলটির সাথে F সিরিজের আসন্ন স্মার্টফোনটির বেশ কিছু সাদৃশ্য আছে। সুতরাং, Galaxy F36 5G-এর দামও একই রেঞ্জে থাকবে বলে আশা করা যায়। এটি স্যামসাং ইন্ডিয়া ই-স্টোর ও ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন।
স্যামসাং গ্যালাক্সি F36 5G লাল এবং বেগুনি সহ তিনটি রঙের উপলব্ধ হবে। প্রতিটি ভেরিয়েন্টে ভিগান লেদারের প্যানেল থাকবে। ঠিক Galaxy M36 5G-এর কায়দায় ফোনটির উপরের বাম কোণে লম্বালম্বি তিনটি ক্যামেরা দেখা গিয়েছে। সেলফি ক্যামেরা একটি টিয়ার ড্রপ নচের ভিতরে অবস্থান করবে। ডান দিক সম্পূর্ণ ফাঁকা রাখতে পারে কোম্পানি। বাম দিকে পাওয়ার এবং ভলিউম বাটন পাওয়া যাবে।
নতুন ফোনটি Exynos 1380 প্রসেসর দ্বারা পরিচালিত হবে বলে অনুমান করা হচ্ছে। এতে 6 জিবি র্যাম থাকবে, তবে আরও ভেরিয়েন্ট আসতে পারে। সফটওয়্যারের দিক থেকে, হ্যান্ডসেটটি Android 15-নির্ভর One UI 7 কাস্টম সফটওয়্যারে রান করবে। এতে AI-ভিত্তিক ফটো এবং ভিডিয়ো এডিটিং ফিচার্স থাকবে, যেমন অবজেক্ট ইরেজার, ইমেজ ক্লিপার, এডিট সাজেশন, ইত্যাদি।
Samsung Galaxy F36 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসতে পারে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে বলে জানা গিয়েছে। এছাড়া, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। আর সামনে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা মিলতে পারে বলে মনে করা হচ্ছে। ব্যবহারকারীরা নাইটোগ্রাফি মোডের সাহায্যে কম আলোতে স্পষ্ট ছবি ও ভিডিও তুলতে সক্ষম হবেন।
Samsung Galaxy F36 5G-এর ডিসপ্লে সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। স্ক্রিনের রেজোলিউশন 1,080x2,340 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি 450 পিপিআই হতে পারে। এতে সুপার AMOLED প্যানেল ব্যবহার করতে পারে কোম্পানি। ডিসপ্লের মধ্যে ওয়াটারড্রপ স্টাইলের নচ থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন