30,000 টাকার নীচে এই মুহূর্তে সেরা মোবাইল ফোন কোনগুলি, জেনে নিন

আপনার স্মার্টফোন কেনার সিদ্ধান্তকে আরও সহজ করতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 30,000 টাকার নীচের দারুণ সব ফোনের তালিকা।

30,000 টাকার নীচে এই মুহূর্তে সেরা মোবাইল ফোন কোনগুলি, জেনে নিন

চিনা স্মার্টফোন নির্মাতাদের সৌজন্যে এখন ক্রেতারা যে কোনও মূল্যের স্মার্টফোনেই প্রচুর অপশন পাচ্ছেন।

বিজ্ঞাপন

চিনা স্মার্টফোন নির্মাতাদের সৌজন্যে এখন ক্রেতারা যে কোনও মূল্যের স্মার্টফোনেই প্রচুর অপশন পাচ্ছেন। 30,000 টাকার নীচের সেগমেন্টে (under Rs. 30,000 segment) দারুণ কৌতূহল জাগানো শক্তিশালী সব ফোন রয়েছে। আপনার স্মার্টফোন কেনার সিদ্ধান্তকে আরও সহজ করতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 30,000 টাকার নীচের দারুণ সব ফোনের তালিকা। তবে এখানে আমরা কেবল 25,000-30,000 টাকার মধ্যে থাকা ফোনকেই বেছে নিয়েছি। 

Best phones under 30000

30,000 টাকার নীচে সেরা ফোন  Gadgets 360 rating (10-এর মধ্যে)   মূল্য
Redmi K20 Pro ২৭,৯৯৯
Oppo Reno 2Z ২৭,৯৯০
Samsung Galaxy A70 ২৬,৯৯০
Vivo V15 Pro ২৬,৯৯০
Oppo R17 Pro ২৯,৯৯০
Samsung Galaxy A9 (2018) ২৬,৯৯০

Redmi K20 Pro
আপনার বাজেট 30,000 টাকা হলে Xiaomi-র এই দুরন্ত স্মার্টফোন কিনতেই পারেন। এই ফোনের  ব্যাটারি ‌লাইফ খুবই ভাল। একবার চার্জ দেওয়ার পর সারাদিন অনায়াসে চলবে। ঘরের বাইরে Redmi K20 Pro-র উজ্জ্বলতাও যথেষ্ট। আমাদের এইচডি লুপ টেস্টে এই স্মার্টফোন  চলেছে 19 ঘণ্টা 26 মিনিট। 
দিনের আলোয় Redmi K20 Pro-র প্রাইমারি ক্যামেরার ছবি বেশ ভাল আসে। কম আলোতেও ছবি ভালই আসে। এই স্মার্টফোনের 6GB + 128GB মডেলই এই মূল্যের মধ্যে আসবে। 

Oppo Reno 2Z
Oppo Reno 2Z-ও ওই বাজেটের মধ্যে অন্যতম সেরা স্মার্টফোন। এই স্মার্টফোন বাজারে আসার পর অনেকেই এই স্মার্টফোনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। 
আমাদের রিভিউ অনুযায়ী, এই ফোন কোনও ধীর গতির সমস্যামুক্ত। এর ব্যাটারি লাইফ ভাল। এবং এইচডি লুপ টেস্টে স্মার্টফোনটি চলেছে 16 ঘণ্টা 20 মিনিট। 
ক্যামেরা এই স্মার্টফোনের অন্যতম আকর্ষণ। দিনের আলোতে যথাযথ রং বজায় রেখে সুন্দর ছবি তুলতে পারে ক্যামেরা। দ্রুত ফোকাস হয়। কম আলোতেও ছবি ভাল আসে। তবে ডিটেইলসে সামান্য খামতি থাকে। 
এদেশে এই স্মার্টফোনের 8GB + 256GB মডেলই বাজারে একমাত্র লভ্য।

Samsung Galaxy A70
Samsung এবছর বেশ কয়েকটি ভাল Galaxy A-সিরিজ ফোন বাজারে এনেছে। Samsung Galaxy A70 সেই তালিকায় অন্যতম। স্মার্টফোনটি সব দিক থেকেই চমৎকার। গেমিংয়ের পক্ষেও ভাল। এইচডি লুপ টেস্টে স্মার্টফোনটি চলেছে 18 ঘণ্টা 49 মিনিট। 
ঝকঝকে ছবি তুলতে পারে এই স্মার্টফোন। তবে কম আলোয় ছবি খুব ভাল নয়। 
Samsung এই স্মার্টফোনের কেবল 6GB + 128GB মডেলই এদেশে রেখেছে। 


Vivo V15 Pro
Vivo V15 Pro স্মার্টফোনটিও ওই রেঞ্জের মধ্যে আপনার বাছাই হতে পারে। এর ডিজাইন সত্যিই চোখ ধাঁধানো। অডিও আউটপুট এই স্মার্টফোনের বিশেষ আকর্ষণ। 
আমাদের রিভিউ অনুযায়ী, আমরা দেখেছি এই স্মার্টফোন সংক্রান্ত বেশ ভাল। যদিও এই ব্যাটারি লাইফ খুব ভাল নয়, তবে একটা গোটা দিন কাটিয়ে দেওয়া যায়। এইচডি লুপ টেস্টে স্মার্টফোনটি চলেছে 12 ঘণ্টা 37 মিনিট। দিনের আলোয় ভাল ছবি তোলে এই ফোনের ক্যামেরা। তবে কম আলোয় তোলা ছবিতে সমস্যা হয়।
6GB + 128GB এবং 8GB + 128GB— এই দুই ভ্যারিয়্যান্টে পাওয়া যায় এই ফোন। তবে আমরা বলব 8GB + 128GB-টাই নিতে। 

Oppo R17 Pro    
এই স্মার্টফোনটি বাজারে আসার পরে এক বছর কেটে গেলেও এখনও এই অপশন হিসেবে বেশ ভা‌ল। ফ্ল্যাশি ডিজাইনের এই স্মার্টফোনে দু'টি 1850mAh ব্যাটারি রয়েছে। যা সারাদিন চলার পক্ষে যথেষ্ট। 
এইচডি লুপ টেস্টে স্মার্টফোনটি চলেছে 14 ঘণ্টা 18 মিনিট। দি‌নের আলোয় চমৎকার ছবি তোলে এই স্মার্টফোনের ক্যামেরা। পাশাপাশি কম আলোতে তোলা ছবিও অনেকটাই ভাল। 
এই স্মার্টফোনের 8GB + 128GB মডেলটিই একমাত্র এদেশে লভ্য। 

Samsung Galaxy A9 (2018)
এটাই প্রথম কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের স্মার্টফোন। 30,000 টাকার মধ্যে ভাল স্মার্টফোন চাইলে এটা আপনার পছন্দ হতেই পারে। 
এই স্মার্টফোনে অভিযোগ করার মতো তেমন কিছুই নেই। কনটেন্ট দেখতে চাইলেও বেশ ভাল এই স্মার্টফোনের ডিসপ্লে। 
এইচডি লুপ টেস্টে স্মার্টফোনটি চলেছে 12 ঘণ্টা 57 মিনিট। 
ক্যামেরায় চমৎকার ছবি তোলা গেলেও কম আলোয় জুম করা বা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা তেমন ভাল কাজ দেয় না। 
6GB + 128GB এবং 8GB + 128GB— এই দুই ভ্যারিয়্যান্টে পাওয়া যায় এই ফোন। তবে আমরা বলব 8GB + 128GB-টাই নিতে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo F31 5G সিরিজের তিনটি দুর্দান্ত ফোন লঞ্চ হল, 7,000mAh ব্যাটারি সহ প্রচুর ফিচার্স রয়েছে
  2. WhatsApp দারুণ সুবিধা আনল, রিপ্লাই খুঁজতে সময় নষ্ট করে চ্যাট ঘাঁটার দিন শেষ
  3. Realme P3 Lite 5G লঞ্চ হল 10,499 টাকায়, 6,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা রয়েছে
  4. সস্তায় 7,040mAh ব্যাটারি, 11 ইঞ্চি স্ক্রিন, ডলবি সাউন্ডের ট্যাব লঞ্চ করল Motorola
  5. গল্প নয় সত্যি! Flipkart-এর সেলে 39,999 টাকায় বিক্রি হবে iPhone 14, এমন সুযোগ একবারই
  6. ভারতে এল Samsung-এর সবচেয়ে সস্তা প্রিমিয়াম ট্যাবলেট Galaxy Tab S10 Lite
  7. বাজেটে প্রিমিয়াম ফোন চাই? পুজোর আগে Samsung Galaxy S24 Ultra অর্ধেকেরও কম দামে মিলতে পারে
  8. উন্নত প্রযুক্তি ও দুর্ধর্ষ ক্যামেরায় ঝড় তুলবে Vivo X300 সিরিজ, ফাঁস লঞ্চের তারিখ
  9. 50,000 টাকার উপর দাম কমল! Flipkart সেলে রেকর্ড ছাড়ে iPhone 16 Pro Max
  10. iPhone 17 অতীত, এবার Oppo Find X9 সিরিজের লঞ্চ, ব্যাটারি-ক্যামেরায় বড় চমক
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »