অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল BlackBerry KEY2। এবার বাজারে এলো নতুন BlackBerry KEY2 LE। KEY2 LE ফোনের প্রধান আকর্ষন Snapdragon 636 চিপসেট, 3,000mAh ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, QWERTY কি-প্যাড আর Full HD ডিসপ্লে। শুক্রবার লঞ্চ হয়েছে নতুন BlackBerry KEY2 LE।
4GB RAM / 32GB স্টোরেজ ভেরিয়েন্টের BlackBerry KEY2 LE এর দাম 399 মার্কিন ডলার (প্রায় 28,300 টাকা)। 4GB RAM / 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 449 মার্কিন ডলার (প্রায় 31,900 টাকা)। সেপ্টেম্বর মাসে কানাডা, ফ্রান্স, জার্মানি, আরব আমিরশাহী, ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রে BlackBerry KEY2 LE বিক্রি শুরু হবে। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন BlackBerry KEY2 LE।
সিঙ্গেল/ডুয়াল সিম BlackBerry KEY2 LE তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। KEY2 LE তে রয়েছে একটি 4.5 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Qualcomm Snapdragon 636 চিপসেট, 4G RAM আর 32GB/64GB স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে BlackBerry KEY2 LE এর স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
ছবি তোলার জন্য KEY2 LE তে থাকছে 13MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা। এর সাথেই থাকবে ডুয়াল টোন ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য BlackBerry KEY2 LE তে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। কানেক্টিভিটির জন্য KEY2 LE তে থাকবে 4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi 802.11ac, Bluetooth 5.0 LE, NFC, GPS/ A-GPS, GLONASS আর USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকবে একটি 3,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন