চিনের মোবাইল নির্মাতা সংস্থা Xiaomi ২০১৯ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে (Q2) দেশের মোবাইল ব্যবসার শীর্ষে রইল। ২৮ শতাংশ শেয়ার তাদের। ভারতে স্মার্টফোন শিপমেন্ট বেড়ে হয়েছে ৩ কোটি ৭০ লক্ষ। Counterpoint Research বৃহস্পতিবার নতুন রিপোর্ট পেশ করেছে। তা থেকে দেখা যাচ্ছে দ্বিতীয় ত্রৈমাসিকের হিসেবে এটি নয়া রেকর্ড। এদিকে চিনের বিবিকে গ্রুপ যারা Oppo, Vivo, Realme এবং OnePlus-এর মতো ব্র্যান্ডের নির্মাতা তারা দেশের স্মার্টফোন নির্মাতা হিসেবে এই প্রথম সেরা হল ৩০ শতাংশ শেয়ার পেয়ে। "Market Monitor service" রিপোর্ট থেকে তেমনটাই জানা যাচ্ছে। এদিকে Samsung-এর শিপমেন্ট ৭ শতাংশ কমে গিয়েছে YoY হিসেবে। কিন্তু QoQ হিসেবে তাদের ব্যবসা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে A series ও M series-এর দৌলতে।
Counterpoint Research-এর সহ অধিকর্তা তরুণ পাঠক বলেন, ‘‘যে ব্র্যান্ডগুলি অফলাইন চ্যানেলে লক্ষ্য রেখেছিল তারা অনলাইন চ্যানেলকেও প্রসারিত করেছে অনলাইন এক্সক্লুসিভ সিরিজের সাহায্যে। একই ভাবে, যারা অনলাইন এক্সক্লুসিভ সিরিজের মাধ্যমে বাজারে প্রবেশ করেছিল তারা এবার অফলাইন চ্যানেলের দিকে মন দিয়েছে মুখ্য অফলাইন রিটেলারদের সঙ্গে অংশীদারি করার মাধ্যমে।''
পাশাপাশি তিনি আরও বলেন, ব্র্যান্ডগুলি একাধিক সিরিজ বাজারে এনে নতুন ফোনের বাজারকে প্রসারিত করছে। এতে বৈচিত্র যেমন তৈরি হচ্ছে তেমনই একই সঙ্গে একাধিক দ্রুত বাড়তে থাকা সেগমেন্টের ফলে বাজারে তাদের প্রোডাক্টেরও গ্রহণযোগ্যতা আরও বাড়ছে।
OnePlus টপকে গিয়েছে Samsung-কে। OnePlus 7 series-এর বিপুল চাহিদার দৌলতেই এটা সম্ভব হয়েছে। এদিকে Realme, Asus, OnePlus ও Nokia HMD দ্রুত YoY-এর হিসেবে দ্রুত চাহিদা বাড়তে থাকা ব্র্যান্ড হয়ে উঠেছে।
শীর্ষে থাকা পাঁচটি ব্র্যান্ডের দৌলতে সামগ্রিক শিপমেন্টের পরিমাণও সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এর পিছনে রয়েছে নতুন লঞ্চ ও মিশ্র চ্যানেলের কৌশল। এরপরেই রয়েছে স্থানীয়করণ, ব্র্যান্ডিং এবং নতুনত্ব। এই সবের সম্মিলিত কারণে ভারতে গড়ে উঠেছে বিপুল প্রতিযোগিতামূলক বাজার।
এই নিয়ে পরপর তৃতীয় ত্রৈমাসিকের হিসেবে Realme সেরা পাঁচ ব্র্যান্ডের মধ্যে রয়ে গেল। এই সাফল্যের পিছনে বড় অবদান রয়েছে Realme C2 ও Realme 3 Pro-র। পাশাপাশি অনলাইনে বিপুল ছাড়ের বিষয়টিও রয়েছে।
Realme C2 লঞ্চের দু'মাসের মধ্যে ১০ লক্ষ ছাড়িয়েছে। অভিষেকের এক বছরের মধ্যে স্মার্টফোন শিপমেন্টে ভারতীয় বাজারে সবচেয়ে দ্রুত ৮০ লক্ষ ছাড়িয়েছে এই ব্র্যান্ডটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন