ক্লিকস কমিউনিকেটরে Android 16 থাকায় আর বাকি পাঁচটা আধুনিক স্মার্টফোনের মতো সুবিধা পাওয়া যাবে।
Photo Credit: Clicks
Clicks Communicator features a 4.03-inch display paired with a BlackBerry-style physical keyboard
কিপ্যাড ফোনের নস্টালজিয়া নতুন আঙ্গিকে ফিরে এল। টাচস্ক্রিনের রমরমার আগে BlackBerry যে ডিজাইনকে আকড়ে ধরে গোটা বিশ্বজুড়ে মোবাইল ফোনের বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল, যুক্তরাজ্যের একটি সংস্থার সৌজন্যে সেই নকশাই আধুনিক রূপে প্রত্যাবর্তন করল। Clicks Communicator নামে একটি নতুন মোবাইল ব্ল্যাকবেরির স্মৃতি উস্কে আত্মপ্রকাশ করেছে। এতে টাইপ করার জন্য কিপ্যাড এবং টাচস্ক্রিন — দুটোই রয়েছে। Android অপারেটিং সিস্টেম থাকায় আর বাকি পাঁচটা আধুনিক স্মার্টফোনের মতো সুযোগ সুবিধা পাওয়া যাবে।ফোনটিতে একটি সাইড বাটন দেওয়া হয়েছে, যার নাম 'প্রম্পট কি'। এর মাধ্যমে মুখে বলা কথা সহজেই লেখায় রূপান্তরিত হবে, যা প্রযুক্তির ভাষায় 'ভয়েস-টু-টেক্সট নামে বেশি পরিচিত।
ক্লিকস কমিউনিকেটর-এর নিচের অংশে টাচ-সেন্সিটিভ কিপ্যাড ও উপরে 4.03 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত আছে। এই বাটনে একটি নোটিফিকেশন এলইডি মিলবে, যার আলো নির্দিষ্ট কনট্যাক্ট এবং অ্যাপের জন্য আলাদা ভাবে কাস্টমাইজ করা যাবে। ডিভাইসটি eSIM এবং ফিজিক্যাল সিম সাপোর্টের সঙ্গে এসেছে। এটি 5G, 4G LTE, 3G/2G নেটওয়ার্ক সমর্থন করে।
Clicks Communicator একটি মিডিয়াটেক প্রসেসরে রান করে। চিপটি 4 ন্যানোমিটার প্রসেসের মাধ্যমে তৈরি হয়েছে। এটি 256 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে। SD কার্ডের সাহায্যে 2 টিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করা যাবে। হ্যান্ডসেটে লেটেস্ট Android 16 প্রি-ইনস্টল করা আছে। ফোনটি Qi2 ওয়্যালরেস চার্জিং ও USB-C পোর্টের সঙ্গে এসেছে।
ক্লিকস কমিউনিকেটর মডেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কল করার জন্য, সামনে একটি 24 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 4,000mAh সিলিকন কার্বন ব্যাটারি। মোট নয়টি রঙের ব্যাক কভার অফার করছে কোম্পানি। প্রি-অর্ডার করলে দু'টি কভার বিনামূল্যে পাওয়া যাবে।
Clicks Communicator-এর-এর সাধারণ দাম 499 ডলার (প্রায় 44,900 টাকা)৷ তবে আপনি যদি আগে বুক করেন, তাহলে 100 ডলার ডিসকাউন্ট যোগ করে 399 টাকায় ফোন শিপিং হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 35,900 টাকার সমান৷ এটি আগামী সপ্তাহে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শো-তে (CES 2026) প্রদর্শিত হবে৷
Clicks তাদের নতুন ডিভাইস মূল স্মার্টফোনের পরিপূরক হিসেবে তৈরি করেছে৷ এটি ডিজিটাল দুনিয়ার আসক্তি কাটাতে সাহায্য করতে পারে৷ এটি প্রতিদিন কাজে লাগবে এমন প্রয়োজনীয় ফিচার নিয়ে বাজারে আসছে। ফোনটি ভারতে পাওয়া যাবে কিনা, তা এখনও ঘোষণা করা হয়নি৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Hollow Knight: Silksong Voted Game of the Year at 2025 Steam Awards: Full List of Winners