Poco C85 সস্তায় 6,000mAh ব্যাটারি ও AI ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 1 সেপ্টেম্বর 2025 20:11 IST
হাইলাইট
  • Poco C85 একটি 4G স্মার্টফোন
  • এটি IP64 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স অফার করে
  • ফোনটির পিছনে 50 মেগাপিক্সেল ডুয়েল AI ক্যামেরা আছে

Poco C85 বেগুনি, কালো, ও সবুজ রঙে উপলব্ধ

Photo Credit: Poco

Poco C85 নিঃশব্দে লঞ্চ হল। শাওমির সাব-ব্র্যান্ডটি তাদের এই নতুন বাজেট স্মার্টফোনে শক্তিশালী 6,000 এমএএইচ ব্যাটারি দিয়েছে। 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ বিশাল 6.9 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ফোনটির বডি IP64 সার্টিফিকেশন পেয়েছে। এর অর্থ হল, Poco C85 এর ভেতরে যেমন ধুলো প্রবেশ করতে অক্ষম, তেমনই যে কোনও দিক থেকে আসা জলের ছিটে থেকে সুরক্ষিত থাকবে। হ্যান্ডসেটটি 8 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ কনফিগারেশনে এসেছে। আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1 টিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

Poco C85 স্পেসিফিকেশন ও ফিচার্স

Poco C85 আকারে বিশাল৷ এতে ওয়াটার ড্রপ নচ সহ 6.9 ইঞ্চি ডিসপ্লে রয়েছে যা HD+ (1,600x720 পিক্সেল) রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং সর্বোচ্চ 810 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির স্ক্রিনে কম নীল আলো, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান স্ট্যান্ডার্ডের জন্য সার্টিফিকেশন বর্তমান। পোকোর ওয়েবসাইট অনুযায়ী, ফোনটির ডিসপ্লে একটি বিশেষ 'রিডিং মোড' অফার করে, যা নীল আলোর বিকিরণ কমিয়ে চোখের উপর চাপ কমাতে সাহায্য করে৷

ফটোগ্রাফির জন্য, পোকো সি85 এর পিছনে একটি 50 মেগাপিক্সেলের এআই-সহায়তাযুক্ত ডুয়াল ক্যামেরা সিস্টেম রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেলের (f/1.8 অ্যাপারচার) ক্যামেরা উপস্থিত। ফোনটিতে থাকা 6,000 এমএএইচ ব্যাটারি 33W ফাস্ট চার্জিং ও 10W রিভার্স চার্জিং সাপোর্ট করে। বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও, এটি মাত্র 7.99 মিমি স্লিম প্রোফাইল বজায় রাখে।

Poco C85 ফোনে 2 গিগাহার্টজ পিক ক্লক স্পিডের MediaTek Helio G81 Ultra প্রসেসর ব্যবহার হয়েছে। এটি সর্বাধিক 8 জিবি LPDDR4x র‍্যাম এবং 256 জিবি eMMC 5.1 অববোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। মেমরি কার্ডের মাধ্যমে 1 টিবি পর্যন্ত স্টোরেজ এক্সটেনশন সাপোর্ট আছে। সিকিউরিটির জন্য, এতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও AI ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটির কানেক্টিভিটি অপশনের মধ্যে ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, 4G LTE, ব্লুটুথ 5.4, 3.5 মিমি হেডফোন জ্যাক, NFC, ও GPS উল্লেখযোগ্য।

Poco C85 দাম

বর্তমানে Poco C85 কোম্পানির ফিলিপিন্স শাখার ওয়েবসাইটে লিস্টেড আছে। গ্লোবাল মার্কেটে দাম 109 ডলার থেকে শুরু হচ্ছে (প্রায় 9,600 টাকা) যা 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। অন্যদিকে, 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের প্রাথমিক মূল্য 129 ডলার (প্রায় 11,400 টাকা) রাখা হয়েছে। এটি বেগুনি, কালো, ও সবুজ রঙে উপলব্ধ। আশা করা হচ্ছে যে, Poco C85 ভারতে 9,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে। কিন্তু সংস্থা এখনও এ দেশে আগমনের তারিখ ঘোষণা করেনি।

 
KEY SPECS
Display 6.90-inch
Processor MediaTek Helio G81 Ultra
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 6000mAh
OS Android
Resolution 1,600x720 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 200MP পেরিস্কোপ এবং 50MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে Xiaomi 17 Ultra আসছে বাজার তোলপাড় করতে
  2. OnePlus Ace 6: কম দামে 7,800mAh ব্যাটারি ও 165Hz স্ক্রিনের দুর্ধর্ষ গেমিং ফোন আনল ওয়ানপ্লাস
  3. OnePlus 15 বাজার কাঁপিয়ে লঞ্চ হল, নতুন ক্যামেরা, 120W ফাস্ট চার্জিং, 7,300mAh ব্যাটারি রয়েছে
  4. iQOO ভারতে লঞ্চ হবে এই তারিখে, 100x ক্যামেরা জুম সহ থাকবে গেমিং প্রসেসর
  5. Nothing Phone 3a Lite অক্টোবর 29 লঞ্চ হচ্ছে, নজর কাড়বে LED আলোর ডিজাইন!
  6. Lava Shark 2 4G বাজারে এল মাত্র 6,999 টাকায়, রয়েছে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা
  7. Instagram আনল নতুন ফিচার, আপনার দেখা সমস্ত রিলস খুঁজে পাবেন এক ক্লিকে
  8. HMD Fusion 2 ফিরিয়ে আনছে মডিউলার ফোনের যুগ, 108MP ক্যামেরায় তুলবে সেরা ছবি
  9. মনস্টার 7,800mAh ব্যাটারি ও চাম্পিয়ন প্রসেসর সহ দুর্ধর্ষ OnePlus ফোন সোমবার লঞ্চ হচ্ছে
  10. Realme-এর 7000mAh ব্যাটারি ও 120W ফাস্ট চার্জিং ফোন 7,000 টাকা সস্তা হল!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.