HDFC, ICICI, ও SBI-এর ক্রেডিট/ডেবিট কার্ডে Poco C85 5G কিনলে 1,000 টাকা ছাড় মিলবে।
Photo Credit: Poco
Poco C85 5G is equipped with a 50-megapixel primary camera
Poco C85 5G গত মঙ্গলবার ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়েছিল। আর ঠিক এক সপ্তাহের মাথায় বাজেট ফোনটির সেল শুরু হয়েছে। যে সমস্ত ক্রেতা কম দামে শক্তিশালী অলরাউন্ডার ফোন খুঁজছেন, তাদের জন্য পোকোর নতুন মডেল সেরা অপশন হতে পারে। এটি 6,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে যা 30 মিনিটের মধ্যে অর্ধেক চার্জ হয়ে যাবে। নতুন ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেটের সুবিধা-যুক্ত 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে। ডিভাইসে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার হয়েছে যা 8 জিবি পর্যন্ত র্যামের সঙ্গে যুক্ত। Poco C85 5G চার বছর সিকিউরিটি আপডেট পাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সংস্থা।
Poco C85 5G এর বেস 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম 11,999 টাকা রাখা হয়েছে। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে যথাক্রমে 12,999 টাকা এবং 14,499 টাকায় বিক্রি হচ্ছে। HDFC, ICICI, এবং SBI-এর ক্রেডিট/ডেবিট কার্ডে ব্যবহারকারীরা প্রতিটি ভ্যারিয়েন্টে 1,000 টাকা ডিসকাউন্ট পাবে। ফোনটি মিস্টিক পার্পেল, স্প্রিং গ্রীন, ও পাওয়ার ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। প্রতিটি রঙে ডুয়াল-টোন স্টাইলের ব্যাক প্যানেল আছে।
পোকো সি85 5G-এর সামনে 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল), এবং 810 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন TUV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। ফোনটি IP64-স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ক্ষমতা পেয়েছে। ইন্টার্নাল স্টোরেজ SD কার্ডের মাধ্যমে 1 টিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
Poco C85 5G দু'টি মেজর Android OS আপগ্রেড ও 4 বছর সিকিউরিটি আপডেট পাবে। ফোনে Android 15 অপারেটিং সিস্টেম নির্ভর HyperOS 2 প্রি-ইনস্টল করা আছে। ডিভাইসে 6,000mAh ব্যাটারি আছে। এটি 33W ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। সংস্থার দাবি, একবার চার্জ দিলে 29 ঘন্টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং 23 ঘন্টা WhatsApp চালানোর মতো ব্যাকআপ মিলবে।
ফটোগ্রাফির জন্য, ফোনটির পিছনে f/1.8 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, সামনে f/2.0 অ্যাপারচার-যুক্ত 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। সবশেষে সিকিউরিটির জন্য, ফোনে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন