Poco C85 5G এর স্ক্রিন TUV Rheinland-এর ট্রিপল সার্টিফিকেশন অফার করবে।
Photo Credit: Poco
Poco C85 5G will be equipped with a 6.9-inch display
Poco C85 5G ভারতে ডিসেম্বর 9 লঞ্চ হচ্ছে। অফিসিয়াল রিলিজের আগে ধাপে ধাপে স্মার্টফোনটির একের পর এক তথ্য প্রকাশ করছে সংস্থা। গতকাল ডিজাইন, সমস্ত কালার অপশন, ব্যাটারি, এবং চার্জিং ডিটেলস প্রকাশিত হয়েছে। আর আজ ডিভাইসটির ডিসপ্লে সাইজ, রেজোলিউশন, ও রিফ্রেশ রেট সম্পর্কে জানিয়েছে তারা। আসন্ন ফোনটির জন্য তৈরি একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। অর্থাৎ, এটি ওই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে পাওয়া যাবে। Poco C85 5G বিশাল 6.9 ইঞ্চি ডিসপ্লে ও 6,000mAh ব্যাটারির সঙ্গে বাজারে আসছে। ব্যাটারি 28 মিনিটে 1-50 শতাংশ চার্জ হবে বলে দাবি করছে পোকো।।
পোকো ইন্ডিয়া তাদের X প্রোফাইল থেকে পোস্ট করে জানিয়েছে, পোকো সি85 5G একটি 6.9 ইঞ্চি (17.53 সেমি) ডিসপ্লের সঙ্গে আসবে। একে সেগমেন্টের বৃহত্তম ডিসপ্লে হিসেবে দাবি করছে তারা। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এর ফলে স্ক্রলিং ও গেমিং আরও মসৃণ হবে। ফ্লিপকার্টের মাইক্রোসাইট আপডেট হওয়ার ফলে আরও কিছু তথ্য সামনে এসেছে।
চোখের উপর থেকে অতিরিক্ত চাপ কমাতে ও চোখ সুস্থ রাখতে ফোনটির স্ক্রিন TUV Rheinland-এর ট্রিপল সার্টিফিকেশন অফার করবে। এটি লো ব্লু লাইট, ফ্লিকার ফ্রি, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। বাইরে অথবা কোলাহলপূর্ণ পরিবেশে পরিষ্কারভাবে অডিও শোনার জন্য, Poco C85 5G এর সাউন্ডে 200 শতাংশ ভলিউম মোড থাকবে।
গতকাল প্রকাশিত তথ্য অনুসায়ী, ডিভাইসটি ভারতে তিনটি রঙে লঞ্চ হবে — মিস্টিক পার্পেল, স্প্রিং গ্রীন, ও পাওয়ার ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। এটি 7.99 মিমি পুরু হবে। প্রতিটি ভ্যারিয়েন্টে ডুয়াল-টোন ব্যাক প্যানেল এবং উল্লম্বভাবে পোকো ব্র্যান্ডিং থাকবে। তবে পাওয়ার ব্ল্যাক মডেলে গ্রেডিয়েন্ট স্টাইলে পোকোর লোগো আছে। ফোনের সামনে ওয়াটারড্রপ নচের ভিতরে সেলফি ক্যামেরা থাকছে।
ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে Poco C85 5G এর পিঠে LED ফ্ল্যাশ সহ ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেল সেন্সর থাকার কথা আগেই নিশ্চিত করেছে কোম্পানি। এছাড়াও, ফোনে 33W ফাস্ট চার্জিং ও 10W রিভার্স চার্জিং সাপোর্ট মিলবে।
রিভার্স চার্জিং ফিচার থাকার ফলে এই স্মার্টফোন থেকে অন্য ফোন, ব্লুটুথ ইয়ারফোন বা স্মার্টওয়াচ চার্জ করা যাবে। এক কথায়, পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যাবে। ফোনটির 6,000mAh ব্যাটারি থাকবে একবার চার্জ দিলে 29 ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, 16 ঘন্টা রিলস ওয়াচ টাইম, 23 ঘন্টা WhatsApp, এবং 106 ঘন্টা মিউজিক প্লেব্যাক অফার করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন