Poco C85 5G সস্তায় 6,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরার সঙ্গে ডিসেম্বর 9 লঞ্চ হচ্ছে

Poco C85 5G স্মার্টফোনে পার্পেল কালার এবং ডুয়াল রিয়ার ক্যামেরার উপস্থিতি আগেই নিশ্চিত করেছে ব্র্যান্ড।

Poco C85 5G সস্তায় 6,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরার সঙ্গে ডিসেম্বর 9 লঞ্চ হচ্ছে

Photo Credit: Poco

Poco C85 5G will come with a 6,000mAh battery

হাইলাইট
  • Poco C85 5G ভারতে 6,000mAh ব্যাটারির সঙ্গে আসছে
  • স্মার্টফোনটি ফ্লিপকার্ট থেকে বিক্রি হবে
  • Poco C85 5G ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করবে
বিজ্ঞাপন

Poco C85 5G এই মাসে ভারতে আসছে। গতকাল এই বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের টিজার প্রকাশ হয়েছিল। আর আজ শাওমির সাব-ব্র্যান্ডটি অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করেছে। Poco C85 5G ভারতে ডিসেম্বর 9 দুপুর 12টার সময় লঞ্চ হতে চলেছে। আসন্ন হ্যান্ডসেটটির ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে প্রকাশ্যে এনেছে পোকো। ফোনটির ডিজাইনের পাশাপাশি, বেশ কয়েকটি স্পেসিফিকেশন ঘোষণা হয়েছে, যার মধ্যে রয়েছে ব্যাটারি ক্যাপাসিটি ও ফাস্ট চার্জিং সাপোর্ট। ডিভাইসটির একটি মাইক্রোসাইট ইতিমধ্যেই ফ্লিপকার্টে লাইভ হয়েছে। অর্থাৎ, এটি ওই ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হবে। এই স্মার্টফোনে পার্পেল কালার এবং ডুয়াল রিয়ার ক্যামেরার উপস্থিতি আগেই নিশ্চিত করেছে ব্র্যান্ড।

Poco C85 ভারতে 6,000mAh ব্যাটারির সঙ্গে ডিসেম্বর 9  লঞ্চ হবে

Poco C85 5G পাওয়ারফুল 6,000mAh ব্যাটারির সঙ্গে বাজারে আসবে। এটি 33W ফাস্ট ওয়্যার্ড চার্জিং ও 10W রিভার্স ওয়্যার্ড চার্জিং সমর্থন করবে। ডিভাইসটির ব্যাক প্যানেলে Poco ব্র্যান্ডিং উল্লম্বভাবে (ভার্টিক্যালি) বসানো থাকবে। ফোনটির পিছনের দিকে উপরের বাম পাশে একটি বর্গাকার ক্যামেরা মডিউল অবস্থান করবে। এর ভিতরে বৃত্তাকার LED ফ্ল্যাশ সহ ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে।

পোকো সি85 5G এর প্রাইমার ক্যামেরায় একটি 50 মেগাপিক্সেল AI সেন্সর থাকার কথা নিশ্চিত করেছে কোম্পানি। এছাড়া, ফোনটির প্রসেসর, ডিসপ্লে, সেলফি ক্যামেরা, এবং দামের মতো বিষয়গুলি এখনও অজানা থেকে গিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার আগে, এই সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ হবে বলে আশা করা যায়।

জানিয়ে রাখি, Poco C85 5G সম্প্রতি 2508CPC2BI মডেল নম্বরের সঙ্গে গুগল প্লে কনসোলে দেখা গিয়েছে। সেই লিস্টিং থেকে ফোনটির পারফরম্যান্স সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গিয়েছে। ফোনটিতে অক্টা-কোর MediaTek Dimensity 6100+ চিপসেট ব্যবহার করা হতে পারে। এটি 2.20 গিগাহার্টজ ক্লক স্পিডের দু'টি Cortex A76 কোর ও ছয়টি 2.00 গিগাহার্টজ ক্লক স্পিডের Cortex A55 কোর নিয়ে গঠিত। এতে অন্তত 4 জিবি র‍্যাম পাওয়া যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Poco C85 5G সস্তায় 6,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরার সঙ্গে ডিসেম্বর 9 লঞ্চ হচ্ছে
  2. 50MP সেলফি ক্যামেরা এবং 6,000mAh ব্যাটারির Vivo 5G স্মার্টফোন 6,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে
  3. Poco C85 5G সস্তায় 50MP AI ক্যামেরার সঙ্গে ভারতে আসতে চলেছে, থাকতে পারে 6,000mAh ব্যাটারি
  4. 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy Z TriFold, ভাঁজ করলে স্মার্টফোন, খুললেই 10 ইঞ্চি ট্যাবলেট
  5. Oppo A6x 5G ভারতে 6,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল, দাম মাত্র 12,499 টাকা
  6. Vivo X300 ও X300 Pro বাজার কাঁপানো ফিচার্স নিয়ে ভারতে লঞ্চ হল, ফোনে এবার DSLR ক্যামেরার মতো ছবি
  7. Sanchar Saathi: নতুন-পুরনো সমস্ত ফোনে ইনস্টল করতেই হবে এই অ্যাপ, নির্দেশ দিল কেন্দ্র
  8. Realme P4x 5G বাজেট স্মার্টফোনে বিপ্লব ঘটাবে, লঞ্চ হওয়ার আগেই দাম ফাঁস
  9. iQOO 15 সেলে 8,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, এমন অফার আর আসবে না
  10. Oppo Find X9 চোখ ধাঁধানো ভেলভেট রেড রঙে লঞ্চ হল, 7,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »