ফ্লিপকার্টের মাইক্রোসাইটে Poco C85 5G এর ক্যামেরা মডিউলের আংশিক ডিজাইন দেখা গিয়েছে, যা ফোনটির 4G ভার্সনের সঙ্গে মিলে যায়।
Photo Credit: Poco
Poco C85 5G will be available in India via Flipkart
Poco C85 5G ভারতে শীঘ্রই আসতে চলেছে। শাওমির এই সাব-ব্র্যান্ড লঞ্চ তারিখ এখনও ঘোষণা না করলেও, তাড়াতাড়ি আগমনের ইঙ্গিত দিয়েছে। ফোনটির একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে, যেখানে 'কামিং সুন' লেখা আছে। এটি পার্পেল কালারে উপলব্ধ হবে বলে নিশ্চিত করেছে পোকো। তবে অফিসিয়াল লঞ্চের সময় আরও রঙের বিকল্প প্রকাশ হতে পারে। Poco C85 গত সেপ্টেম্বরে ফিলিপিন্সে লঞ্চ হয়েছে। এই ডিভাইসটির 5G ভ্যারিয়েন্ট এখন ভারতে আনার তোড়জোড় চলছে। Poco C85 5G ডুয়াল ক্যামেরার সঙ্গে টিজ করা হয়েছে। চলুন আসন্ন ফোনটির বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক।
ফ্লিপকার্টের মাইক্রোসাইটে বাজেট ফ্রেন্ডলি পোকো সি85 5G এর ক্যামেরা মডিউলের আংশিক ডিজাইন দেখা গিয়েছে, যা ফোনটির 4G ভার্সনের সঙ্গে মিলে যায়। এতে বৃত্তাকার LED ফ্ল্যাশ সহ একজোড়া গোল কাটআউটের মধ্যে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটির ক্যামেরা মডিউলের ভিতরে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা থাকার কথা উল্লেখ আছে।
Big style energy. Small patience required. ⏳😎 pic.twitter.com/YPVCXEjYs9
— POCO India (@IndiaPOCO) December 2, 2025
Poco C85 5G ইতিমধ্যেই 2508CPC2BI মডেল নম্বরের সঙ্গে গুগল প্লে কনসোলে দেখা গিয়েছে। লিস্টিং থেকে ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এটি অক্টা-কোর MediaTek Dimensity 6100+ চিপসেট দ্বারা চালিত হতে পারে। এতে 2.20 গিগাহার্টজ ক্লক স্পিডের একজোড়া Cortex A76 কোর ও ছয়টি 2.00 গিগাহার্টজ ক্লক স্পিডের Cortex A55 কোর আছে।
নতুন প্রসেসর ছাড়া Poco C85 4G ও 5G সংস্করণের মধ্যে বেশি তফাৎ থাকবে না বলে মনে করা হচ্ছে। 4G মডেলে 6.9 ইঞ্চি ডিসপ্লে রয়েছে যা HD+ রেজোলিউশন (1,600 x 720 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 810 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন লো-ব্লু লাইট ও ফ্লিকার-ফ্রি সার্টিফায়েড।
হ্যান্ডসেটটির পিছনে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর সহ ডুয়াল ক্যামেরা সিস্টেম রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যায়। এতে 6,000mAh ব্যাটারি আছে যা 33W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 10W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। ফোনটি সর্বাধিক 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। মেমোরি কার্ডের মাধ্যমে 1 টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যায়।
সিকিউরিটির জন্য, Poco C85 সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও AI ফেস আনলক ফিচারের সঙ্গে এসেছে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.4, 3.5 মিমি হেডফোন জ্যাক, NFC, এবং GPS উল্লেখযোগ্য। এটি গ্লোবাল মার্কেটে বেগুনি, কালো, ও সবুজ রঙে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26, Galaxy S26+ Hardware Upgrades Spotted in Leaked Comparison With Galaxy S25 Counterparts