Poco C85 5G সস্তায় 50MP AI ক্যামেরার সঙ্গে ভারতে আসতে চলেছে, থাকতে পারে 6,000mAh ব্যাটারি

ফ্লিপকার্টের মাইক্রোসাইটে Poco C85 5G এর ক্যামেরা মডিউলের আংশিক ডিজাইন দেখা গিয়েছে, যা ফোনটির 4G ভার্সনের সঙ্গে মিলে যায়।

Poco C85 5G সস্তায় 50MP AI ক্যামেরার সঙ্গে ভারতে আসতে চলেছে, থাকতে পারে 6,000mAh ব্যাটারি

Photo Credit: Poco

Poco C85 5G will be available in India via Flipkart

হাইলাইট
  • Poco C85 5G ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে বিক্রি হবে
  • স্মার্টফোনটি 50 মেগাপিক্সেল AI ক্যামেরার সঙ্গে আসছে
  • Poco লঞ্চ ডেট এখনও ঘোষণা করেনি
বিজ্ঞাপন

Poco C85 5G ভারতে শীঘ্রই আসতে চলেছে। শাওমির এই সাব-ব্র্যান্ড লঞ্চ তারিখ এখনও ঘোষণা না করলেও, তাড়াতাড়ি আগমনের ইঙ্গিত দিয়েছে। ফোনটির একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে, যেখানে 'কামিং সুন' লেখা আছে। এটি পার্পেল কালারে উপলব্ধ হবে বলে নিশ্চিত করেছে পোকো। তবে অফিসিয়াল লঞ্চের সময় আরও রঙের বিকল্প প্রকাশ হতে পারে। Poco C85 গত সেপ্টেম্বরে ফিলিপিন্সে লঞ্চ হয়েছে। এই ডিভাইসটির 5G ভ্যারিয়েন্ট এখন ভারতে আনার তোড়জোড় চলছে। Poco C85 5G ডুয়াল ক্যামেরার সঙ্গে টিজ করা হয়েছে। চলুন আসন্ন ফোনটির বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক।

Poco C85 শীঘ্রই ভারতে লঞ্চ হচ্ছে

ফ্লিপকার্টের মাইক্রোসাইটে বাজেট ফ্রেন্ডলি পোকো সি85 5G এর ক্যামেরা মডিউলের আংশিক ডিজাইন দেখা গিয়েছে, যা ফোনটির 4G ভার্সনের সঙ্গে মিলে যায়। এতে বৃত্তাকার LED ফ্ল্যাশ সহ একজোড়া গোল কাটআউটের মধ্যে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটির ক্যামেরা মডিউলের ভিতরে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা থাকার কথা উল্লেখ আছে।

Poco C85 5G স্পেসিফিকেশন

Poco C85 5G ইতিমধ্যেই 2508CPC2BI মডেল নম্বরের সঙ্গে গুগল প্লে কনসোলে দেখা গিয়েছে। লিস্টিং থেকে ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এটি অক্টা-কোর MediaTek Dimensity 6100+ চিপসেট দ্বারা চালিত হতে পারে। এতে 2.20 গিগাহার্টজ ক্লক স্পিডের একজোড়া Cortex A76 কোর ও ছয়টি 2.00 গিগাহার্টজ ক্লক স্পিডের Cortex A55 কোর আছে।

নতুন প্রসেসর ছাড়া Poco C85 4G ও 5G সংস্করণের মধ্যে বেশি তফাৎ থাকবে না বলে মনে করা হচ্ছে। 4G মডেলে 6.9 ইঞ্চি ডিসপ্লে রয়েছে যা HD+ রেজোলিউশন (1,600 x 720 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 810 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন লো-ব্লু লাইট ও ফ্লিকার-ফ্রি সার্টিফায়েড।

হ্যান্ডসেটটির পিছনে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর সহ ডুয়াল ক্যামেরা সিস্টেম রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যায়। এতে 6,000mAh ব্যাটারি আছে যা 33W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 10W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। ফোনটি সর্বাধিক 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। মেমোরি কার্ডের মাধ্যমে 1 টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যায়।

সিকিউরিটির জন্য, Poco C85 সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও AI ফেস আনলক ফিচারের সঙ্গে এসেছে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.4, 3.5 মিমি হেডফোন জ্যাক, NFC, এবং GPS উল্লেখযোগ্য।  এটি গ্লোবাল মার্কেটে বেগুনি, কালো, ও সবুজ রঙে উপলব্ধ।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. বর্ষশেষে বড় খবর, একজোড়া দুর্ধর্ষ ফোন আনছে Oppo, থাকবে 200MP ক্যামেরা
  2. Realme Narzo 90 5G-এর সেল শুরু হল, সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি পাবেন
  3. AI ফিচার্স নিয়ে Realme Pad 3 লঞ্চ হচ্ছে 6 জানুয়ারি, 12,200mAh ব্যাটারি ও 11.6 ইঞ্চি ডিসপ্লে থাকবে
  4. itel VistaTab 30 সস্তায় 11 ইঞ্চি ডিসপ্লে, 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, সাথে 1,999 টাকার উপহার ফ্রি
  5. নতুন বছরের আগে ধামাকা অফার, দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন 19,000 টাকা সস্তায় মিলছে
  6. Google ভারতে Emergency Location Service ফিচার চালু করল, বিপদে পড়লে আসবে দ্রুত সাহায্য
  7. Motorola-এর অবিশ্বাস্য স্লিম ফোনের সেল অবশেষে শুরু হল, 50MP সেলফি ক্যামেরা রয়েছে, পাবেন বিশেষ ছাড়
  8. Realme সবচেয়ে কম দামে 144Hz রিফ্রেশ রেট ও 7000mAh ব্যাটারির ফোন কেনার সুযোগ আনল
  9. OnePlus মোবাইলে গেম খেলার জন্য সেরা ফোন আনছে, 16GB র‍্যাম এবং 9000mAh ব্যাটারি থাকবে
  10. Poco M8 সিরিজের প্রথম টিজার প্রকাশ্যে, 50MP ও 200MP ক্যামেরা নিয়ে শীঘ্রই লঞ্চ হতে পারে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »