Poco C85 5G ভারতে মিস্টিক পার্পেল, স্প্রিং গ্রীন, ও পাওয়ার ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে।
Photo Credit: Flipkart
Poco C85 5G will be offered in Mystic Purple, Spring Green, and Power Black colours in India
Poco C85 5G যে ডিসেম্বর 9 ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে, তা গতকাল ঘোষণা করেছে নির্মাতা সংস্থা। ফোনটির পার্পল কালারের ফার্স্ট লুকও প্রকাশ্যে এনেছে পোকো। ডিভাইসটির একটি মাইক্রোসাইট এর মধ্যেই ফ্লিপকার্টে লাইভ হয়েছে। সেটি এখন আপডেট করার ফলে আসন্ন ফোনটির সামনের অংশের নকশা, থিকনেস, ব্যাটারি ডিটেলস, ও আরও দুই নতুন রঙের বিকল্প উন্মোচিত হয়েছে। Poco C85 5G এর ব্যাটারি 28 মিনিটের মধ্যে 1-50 শতাংশ চার্জ হবে বলে দাবি করছে শাওমির সহযোগী ব্র্যান্ডটি। ফুল চার্জ থাকলে ইনস্টাগ্রামে 16 ঘন্টা রিলস দেখা যাবে।
Poco C85 5G এর জন্য তৈরি মাইক্রোসাইট থেকে জানা গিয়েছে যে, এতে 6,000mAh ব্যাটারি থাকবে। এটি 33W ফাস্ট চার্জিং ও 10W রিভার্স চার্জিং সাপোর্ট করবে।পোকো দাবি করছে, এটি একবার চার্জ দিলে 29 ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, 23 ঘন্টা WhatsApp, এবং 106 ঘন্টা মিউজিক প্লেব্যাক অফার করবে।
রিভার্স চার্জিং সাপোর্ট থাকার কারণে, এই স্মার্টফোন থেকেই অন্য ফোন, ব্লুটুথ ইয়ারফোন বা স্মার্টওয়াচ চার্জ করা যাবে। এক কথায়, পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যাবে। পোকো সি85 5G ভারতে তিনটি রঙে লঞ্চ হবে। ফোনটি মিস্টিক পার্পেল, স্প্রিং গ্রীন, এবং পাওয়ার ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। ডিভাইসটি 7.99 মিমি পুরু হবে৷
প্রতিটি ভ্যারিয়েন্টে ডুয়াল-টোন ব্যাক প্যানেল এবং উল্লম্বভাবে পোকো ব্র্যান্ডিং থাকবে। তবে পাওয়ার ব্ল্যাক মডেলে গ্রেডিয়েন্ট স্টাইলে পোকোর লোগো খোদাই করা আছে। ফোনের সামনে ওয়াটারড্রপ নচের ভিতরে সেলফি ক্যামেরা অবস্থান করছে। ফ্রন্ট ক্যামেরা কত মেগাপিক্সেল হবে, তা এখনও জানা যায়নি।
ডিভাইসটির পিছনের দিকে উপরের বাম পাশে একটি বর্গাকার ক্যামেরা মডিউল অবস্থান করছে। এর ভিতরে LED ফ্ল্যাশ সহ ডুয়াল ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরায় একটি 50 মেগাপিক্সেল AI সেন্সর থাকার কথা আগেই নিশ্চিত করেছে কোম্পানি। Poco C85 5G সম্প্রতি গুগল প্লে কনসোলে দেখা গিয়েছে। সেই লিস্টিং থেকে ফোনটির পারফরম্যান্স সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে। এতে অক্টা কোর MediaTek Dimensity 6100+ চিপসেট ব্যবহার করা হতে পারে।
চিপটি 2.20 গিগাহার্টজ ক্লক স্পিডের দু'টি Arm Cortex A76 কোর ও 2.00 গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি Arm Cortex A55 কোর নিয়ে গঠিত। ফোনটিতে অন্তত 4 জিবি র্যাম পাওয়া যাবে। লঞ্চের সময় আরও ভ্যারিয়েন্ট আসবে। ডিভাইসটির সামনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লে মিলবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা যায়। সফটওয়্যারের দিক থেকে, এতে Android 16-নির্ভর HyperOS 2 কাস্টম সফটওয়্যার থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন