পিক্সেল 2 XL-এর দাম 50,000 থেকে কমে 34,999 এবং স্যামসাং গ্যালাক্সি অন নেক্সটের দাম 17,900 থেকে কমে 10,900 হবে.
মে 13 থেকে মে 16 অবধি চলবে ফ্লিপকার্টের বিগ শপিং ডে সেল. ল্যাপটপ ইত্যাদি বৈদ্যুতিক গ্যাজেটে ভালো ছাড় পাওয়া যাবে বলে জানিয়েছে ফ্লিপকার্ট. এছাড়া HDFC ব্যাংকের সাথে মিলে ফ্লিপকার্ট দিচ্ছে আরো 10 শতাংশ এক্সট্রা ছাড়.
তবে গুগল পিক্সেল 2 XL এবং স্যামসাং গ্যালাক্সি অন নেক্সটের দামের ওপর বিশেষ ছাড় পাওয়া যাবে. HDFC ব্যাংকের কার্ডধারী ব্যক্তিরা 10 শতাংশ তৎকালীন ছাড় পাবেন ক্রেডিট ও ডেবিট কার্ড এর দ্বারা. পিক্সেল 2 XL-এর দাম 50,000 থেকে কমে 34,999 এবং স্যামসাং গ্যালাক্সি অন নেক্সটের দাম 17,900 থেকে কমে 10,900 হবে. এই সময় সাধারণত কোনো না কোনো নতুন ফোন লঞ্চ হয়. হনার 10 ফ্লিপকার্টে লঞ্চ হবে 15ই মে.
গেমিং ল্যাপটপ এর ওপর 37,000 অবধি ছাড় পাওয়া যাবে এবং পাওয়ার ব্যাঙ্ক মাত্র 499 এ পাওয়া যাবে.
এছাড়াও ছাড় পাওয়া যাবে অ্যাপল ওয়াচ সিরিজ 3, মিসফিট ভ্যাপর, MI ব্যান্ড 2, X বক্স-এও. ব্লনপাঁকট ওয়ারলেস ডলবি সাউন্ড বার-এ ব্যাপক ছাড় পাওয়া যাবে. 24,000 মূল্যের এই সাউন্ড বক্স পাওয়া যাবে মাত্র 9,999 টাকায়. ঘরসাজানোর সৌখিন বস্তু ও জামাকাপড়ের ওপর ছাড় পাওয়া যাবে. আশা করা হচ্ছে এই সময় প্রচুর বিক্রয় হবে. তাই আপনিও আজ ফ্লিপকার্ট এ রেজিস্টার করে ফেলুন.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Centre Notifies DPDP Rules 2025, RTI Amendment 2025 Comes Into Force
WhatsApp Testing Username-Based Search and Calling in Latest iOS Beta: Report