গুগল দাবি করছে যে Android ডিভাইসের পিন, প্যাটার্ন, বা পাসওয়ার্ড অনুমান করা চোরেদের পক্ষে কঠিন হয়ে পড়বে।
Photo Credit: Unsplash/Denny Müller
Google expands theft protection with new security features for android Devices
ফোন হারিয়ে যাওয়া এক ব্যাপার। কিন্তু ফোন যদি চুরি হয়ে যায়, তাহলে ফিরে না পাওয়ার চিন্তায় মাথা খারাপ হয়ে যায়৷ দাম যাই হোক না কেন, চুরি হওয়া স্মার্টফোন ব্যক্তিগত তথ্য চুরি ও ব্যাঙ্ক ব্যালেন্স ফাঁকা হওয়ার দরজা খুলে দেয়। বর্তমানে ভারতের সিংহভাগ ফোন Android অপারেটিং সিস্টেমে চলে। তাই Google ইউজারদের দুশ্চিন্তা কমাতে থেফট প্রোটেকশন ফিচারে একঝাঁক নতুন আপডেটের ঘোষণা করেছে। নয়া আপডেট আনার পিছনে টেক জায়ান্টের লক্ষ্য হল, চোরের হাতে ফোন পড়লেও যে যেন ব্যক্তিগত তথ্য এবং ব্যাঙ্কিং অ্যাপের অ্যাক্সেস, বা সংবেদশীল ডেটার নাগাল না পায়।
গুগল গতকাল তাদের ব্লগ পোস্টে থেফট প্রোটেকশন ফিচার আরও উন্নত করার কথা জানিয়েছে। নতুন আপগ্রেডগুলি চুরি হওয়ার আগে, চুরির সময়, এবং এমনকি চুরির পরেও ডিভাইসের নিরাপত্তা শক্তিশালী রাখবে। নতুন সিকিউরিটি ও সেফটি ফিচার্স ধাপে ধাপে বিভিন্ন Android ভার্সনে রোলআউট হবে। কিছু বৈশিষ্ট্য Android 16 এর সাথে আসছে। আবার কিছু আপডেট Android 10 ভার্সনে চলা পুরনো ফোনেও দেওয়া হচ্ছে।
প্রথমেই রিকভারে টুলসে আসা পরিবর্তন প্রসঙ্গে আসা যাক। অ্যান্ড্রয়েডের রিমোট লক ফিচারের মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে যে কোনও ব্রাউজার থেকে চুরি বা হারিয়ে যাওয়া ফোন লক করা যায়। এখন সেখানে এক অপশনাল সিকিউরিটি কোশ্চেন যুক্ত করেছে গুগল। অর্থাৎ আপনি রিমোট লকের জন্য প্রশ্ন ও উত্তর সেট করতে পারবেন। এটি নিশ্চিত করবে যে, শুধু প্রকৃত মালিকই দূর থেকে ফোন তালাবদ্ধ করতে পারবে।
গুগল বায়োমেট্রিক সিকিউরিটি জোরদার করতে আইডেন্টিটি চেক ফিচারের পরিধি বাড়িয়েছে। আগে চালু হওয়া এই ফিচার আপনার ফোন পরিচিত জায়গা (যেমন বাড়ি) ছাড়া অন্য কোথাও থাকলে জরুরি অ্যাপ কিংবা ফিচার খুলতে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক বাধ্যতামূলক করেছিল। এখন এই সুরক্ষা ব্যবস্থা থার্ড পার্টি অ্যাপ ও গুগল পার্সওয়ার্ড ম্যানেজারেও কাজ করবে। অর্থাৎ ফোন হারালে বা অন্য কোনও ব্যক্তির হাতে পড়লেও ডেটা সুরক্ষিত থাকবে।
Google অথেন্টিকেশন ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে। আগে একাধিকবার ভুল পিন দিলে বা আনলক করার চেষ্টা করলে ডিভাইস লক হয়ে যেত। নতুন আপডেটে সেটিংসে গিয়ে "ফেইলড অথেন্টিকেশন লক" ফিচারটি চাইলে অন বা অফ করে রাখা যেতে পারে আবার পিন এবং প্যাটার্নের অনুমান ঠেকাতে স্মার্ট আপডেট এসেছে। বারবার ভুল পিন দিলেও ধীরে ধীরে লকআউট হওয়ার সময় বাড়িয়ে দেবে অ্যান্ড্রয়েড। ফলে ব্রুট ফোর্সে পিন ভাঙা কঠিন হয়ে পড়বে।
এছাড়াও, টেক জায়ান্টটি ব্রাজিলে দুইটি গুরুত্বপূর্ণ ফিচার আগে থেকেই অ্যান্ড্রয়েড ফোনে অন রাখার ঘোষণা করেছে। ফোন যদি হাত থেকে ছিনিয়ে কেউ পালায়, তাহলে AI সেটা বুঝে নিয়ে স্ক্রিন লক করে দেবে। আবার আগে সেটিং অন না থাকলেও, যে কোনও ডিভাইস থেকে android.com সাইটে গিয়ে ফোন রিমোটলি লক করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Highguard Hits Nearly 100,000 Concurrent Players on Steam at Launch
Samsung Exynos 2700 Chip Spotted in Early Geekbench Result that Hints at 10-Core Setup