Google Pixel 10 Pro Fold মুনস্টোন ও জেড কালার অপশনে উপলব্ধ
Photo Credit: Google
Google Pixel 10 সিরিজ মেড বাই গুগল ইভেন্টে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। মার্কিন টেক জায়ান্টটি চারটি ফ্ল্যাগশিপ ফোন এনেছে। এগুলি হল Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL, এবং Pixel 10 Pro Fold। এদের মধ্যে শেষেরটি গুগলের নতুন প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন। Google Pixel 10 Pro Fold কোম্পানির প্রথম মডেল যা টপ-গ্রেড IP68 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং অফার করে। ডিভাইসটির অন্যান্য ফিচার্সের মধ্যে আছে OLED ডিসপ্লে, একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নির্ভর টুলস, গুগলের সার্কেল টু সার্চ, Tensor M2 সিকিউরিটি চিপ, স্টেরিও স্পিকার, ইত্যাদি।
Google Pixel 10 Pro Fold এর ভিতরে 8 ইঞ্চি ওলেড ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, 2,076 x 2,152 পিক্সেল রেজোলিউশন, HDR সাপোর্ট, ও 373 পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। ফোনটির বাইরেও ওলেড প্যানেল ব্যবহার হয়েছে যার দৈর্ঘ্য 6.4 ইঞ্চি। এতে 120 হার্টজ রিফ্রেশ রেট, 373 পিপিআই পিক্সেল ডেনসিটি, 1,080 x 2,364 পিক্সেল রেজোলিউশন, এবং HDR সাপোর্ট আছে।
গুগল পিক্সেল 10 প্রো ফোল্ড টেনসর জি5 প্রসেসর ও টেনসর এম2 সিকিউরিটি চিপের সঙ্গে এসেছে। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5X র্যাম + 1 টিবি পর্যন্ত UFS 4.0 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। স্মার্টফোনটি 256 জিবি, 512 জিবি, এবং 1 টেরাবাইট স্টোরেজ অপশনে এসেছে। এতে লেটেস্ট Android 16 ইনস্টল করা থাকছে। গুগল টানা সাত বছর সফটওয়্যার আপডেট প্রদান করবে বলে জানিয়েছে।
ছবি ও ভিডিয়ো তোলার জন্য, Google Pixel 10 Pro Fold এর ব্যাকে f/1.7 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + 127 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 10.5 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর + 10x অপটিক্যাল জুমের সঙ্গে 10.8 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর বর্তমান। ফোনটির মেইন এবং কভার স্ক্রিনে 10 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা আছে।
গুগলের নতুন ফোল্ডেবল ফোনে 5,015mAh ব্যাটারি রয়েছে। এটি 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই চার্জারের মাধ্যমে 50 শতাংশ চার্জ হতে 30 মিনিট সময় লাগবে। ফোনটিতে 15W Qi2 ওয়্যারলেস চার্জিও আছে। ফোল্ডেবল ডিভাইসটিতে জেমিনি ন্যানো, জেমিনি লাইভ, সার্কেল টু সার্চ, কল অ্যাসিস্ট সহ আরও অনেক এআই ফিচার্স ব্যবহার করা যাবে।
Google Pixel 10 Pro Fold ভারতে একটাই স্টোরেজ অপশনে এসেছে। 256 জিবি ভার্সনের দাম 1,72,999 টাকা। এটি মুনস্টোন (গ্রে +ব্লু ) ও জেড (ডার্ক + লাইট গ্রীন) কালার অপশনে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.