Google Pixel 10 Pro Fold-এর বিক্রি ভারতে শুরু হল। এটি প্রথম ফোল্ডেবল ফোন যা IP68 জল প্রতিরোধী রেটিং অফার করে।
Photo Credit: Google
Google Pixel 10 Pro Fold চলে Tensor G5 প্রসেসরে
Google Pixel 10 সিরিজ আগস্টে লঞ্চ হয়েছিল। টেক জায়ান্টটি চারটি ফ্ল্যাগশিপ ফোন ভারতে এনেছিল — Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL, ও Pixel 10 Pro Fold। প্রথম তিনটি স্মার্টফোনের সেল ইতিমধ্যেই শুরু হয়েছে। আর আজ অপেক্ষার অবসান ঘটিয়ে Pixel 10 Pro Fold ফোল্ডেবল ডিভাইসের বিক্রি চালু করেছে মার্কিন সংস্থাটি। এটি প্রথম ফোল্ডেবল ফোন যা IP68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং অফার করে। হ্যান্ডসেটটি 10,000 টাকা ক্যাশব্যাকের সঙ্গে পাওয়া যাচ্ছে। এছাড়াও, ক্রেতাদের জন্য আরও বেশ কিছু আকর্ষণীয় অফার মিলছে।
Google Pixel 10 Pro Fold ভারতে একটাই স্টোরেজ অপশনে এসেছে। 16 জিবি র্যাম ও 256 জিবি ভার্সনের দাম 1,72,999 টাকা। HDFC ব্যাঙ্কের নির্বাচিত ক্রেডিট কার্ডের মাধ্যমে মাসিক কিস্তিতে কিনলে 10,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। গ্রাহকদের জন্য 24 মাসের নো-কস্ট EMI প্ল্যান উপলব্ধ৷ ট্রেড-ইন করলে 5,000 টাকা পর্যন্ত বোনাস মিলবে। আপনার কাছে Pixel 7 ভাল অবস্থায় থাকলে, সে ক্ষেত্রে পুরনো ডিভাইসের জন্য 14,023 টাকা দাম ও 5,000 টাকার অতিরিক্ত বোনাস পেতে পারেন।
গুগল পিক্সেল 10 প্রো ফোল্ড ডুয়াল স্ক্রিনের স্মার্টফোন৷ এর বাইরে 6.4 ইঞ্চি ওলেড কভার ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, কর্নিং গরিলা গ্লাস 3 ভিক্টাস প্রোটেকশন, 1,080 x 2,364 পিক্সেল রেজোলিউশন, ও HDR অফার করে। অন্য দিকে, ভিতরে 8 ইঞ্চি ওলেড প্যানেল রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, 2,076 x 2,152 পিক্সেল রেজোলিউশন, ও 373 পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে।
গুগলের ফোল্ডেবল ফোনটিতে Tensor G5 প্রসেসর ও Tensor M2 সিকিউরিটি চিপ আছে। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5X র্যাম + 256 জিবি পর্যন্ত UFS 4.0 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। এটি Android 16 অপারেটিং সিস্টেমে চলে। গুগল টানা সাত বছর সফটওয়্যার সরবরাহ করবে বলে জানিয়েছে।
ফটোগ্রাফির জন্য, Google Pixel 10 Pro Fold-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS ও f/1.7 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 10.5 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর, এবং 10.8 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর বর্তমান। ফোনটির মেইন এবং কভার স্ক্রিনে 10 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা আছে।
এই ফোনে 5,015mAh ব্যাটারি রয়েছে। এটি 30W ফাস্ট চার্জিং ও 15W Qi2 ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোল্ডেবল ডিভাইসটিতে জেমিনি লাইভ, সার্কেল টু সার্চ, স্টেরিও স্পিকার, কল অ্যাসিস্ট, Wi-Fi 7, সাপোর্ট আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন