Google Pixel 10 সিরিজ 3 ন্যানোমিটারের Tensor G5 প্রসেসরে চলে
Photo Credit: Google
Google Pixel 10 সিরিজ বুধবার রাতে অপেক্ষার অবসান ঘটিয়ে আত্মপ্রকাশ করল। টেক জায়ান্টটির হাই-ভোল্টেজ ইভেন্টে চারটি নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হয়েছে। আপনারা ইতিমধ্যেই Gadgets 360 বাংলার মাধ্যমে Google Pixel 10 Pro Fold সম্পর্কে খুঁটিনাটি জানতে পেরেছেন। আর এই প্রতিবেদনে Pixel 10, Pixel 10 Pro ও Pixel 10 Pro XL এর দাম সহ বিস্তারিত তথ্য তুলে ধরা হল। তিনটি ফোনেই Tensor G5 প্রসেসর, অত্যাধুনিক ট্রিপল রিয়ার ক্যামেরা, OLED ডিসপ্লে, Qi2 সার্টিফায়েড ওয়্যারলেস চার্জিং, 256 জিবি অনবোর্ড স্টোরেজ, ও Android 16 অপারেটিং সিস্টেম রয়েছে। Pixel 10 Pro ও Pixel 10 Pro XL মডেল দু'টি 42 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, Pro Res Zoom (100x), রিয়েল টাইম ভয়েস ট্রান্সলেট, ও ম্যাজিক কিউ ফিচার্স অফার করে। নতুন ফোনগুলি Flipkart এর মাধ্যমে ভারতে পাওয়া যাবে।
স্ট্যান্ডার্ড Google Pixel 10 এর সামনের দিকে 6.3 ইঞ্চি ওলেড ডিসপ্লে রয়েছে। এই প্যানেল 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, কর্নিং গরিলা গ্লাস 2 ভিক্টাস প্রোটেকশন, FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল) এবং HDR সাপোর্ট করবে। ফোনটিতে TSMC এর 3 ন্যানোমিটার প্রসেসে তৈরি Tensor G5 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত।
ছবি ও ভিডিয়ো তোলার জন্য, গুগল পিক্সেল 10 এর ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা রয়েছে৷ এটি ম্যাক্রো ফোকাস ও f/1.7 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা + 127 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 13 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর + 5x অপটিক্যাল জুম সহ 10.8 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর নিয়ে গঠিত। সেলফি ও ভিডিয়ো চ্যাটের জন্য, সামনে f/2.2 অ্যাপারচার সহ 10.5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। গুগল পিক্সেল স্টুডিও, অটো ফ্রেম, রিইমাজিন, স্কাই স্টাইলস, পোট্রেট ব্লার, এবং ম্যাজিক ইরেজারের মতো প্রচুর ফটো এডিটিং ফিচার্স রেখেছে।
Pixel 10 স্মার্টফোনটি Android 16 সফটওয়্যার দ্বারা পরিচালিত ও সাত বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং সিকিউরিটি প্যাচ পাবে বলে নিশ্চিত করা হয়েছে। এতে মাল্টি-লেয়ার হার্ডওয়্যার সিকিউরিটি ও Titan 2 চিপের মতো গুগলের ডিজাইন করা এন্ড-টু-এন্ড সিকিউরিটি থাকছে। গুগলের নতুন ফ্ল্যাগশিপ ফোনে 4,970mAh ব্যাটারি আছে, যা 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সঙ্গে 15W Qi2 সার্টিফায়েড ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে।
এছাড়া হ্যান্ডসেটটিতে ক্যামেরা কোচ ইমেজিং টুল, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্টি-ম্যালওয়্যার ও অ্যান্টি-ফিশিং প্রোটেকশন, অডিও জুমের মতো ফিচার্স বর্তমান। Pixel 10 ভারতে 79,990 টাকায় লঞ্চ হয়েছে যা 12 জিবি + 256 জিবি স্টোরেজে ভার্সনের দাম। এটি ইন্ডিগো, ফ্রস্ট, লেমনগ্রাস এবং অবসিডিয়ান রঙের বিকল্পে পাওয়া যাবে।
ডিসপ্লের আকার ও ব্যাটারি স্পেসিফিকেশন ছাড়া Pixel 10 Pro ও Pixel 10 Pro XL এর মধ্যে বিশেষ কোনও পার্থক্য নেই। Pro মডেলটি 6.3 ইঞ্চি সুপার অ্যাকচুয়া ওলেড স্ক্রিনের সঙ্গে এসেছে যার রেজোলিউশন 1,280 x 2,856 পিক্সেল। অন্যদিকে, XL মডেলটি আরও বড় 6.8 ইঞ্চি ডিসপ্লে অফার করে। এর রেজোলিউশন 1,344 x 2,992 পিক্সেল। উভয় ফোনেই LTPO প্রযুক্তির প্যানেল আছে যা 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, 3,300 নিট পিক ব্রাইটনেস, এবং HDR সাপোর্ট করে।
গুগল পিক্সেল 10 প্রো ও পিক্সেল 10 প্রো এক্সএল উভয়ই Tensor G5 প্রসেসর দ্বারা চালিত। চিপটি 16 জিবি র্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। এটি Android 16 সফটওয়্যারে চলে। কোম্পানি সাত বছর OS আপগ্রেড ও সিকিউরিটি আপডেট প্রদান করবে। এতেও মাল্টি-লেয়ার হার্ডওয়্যার সিকিউরিটি ও Titan 2 চিপের মতো গুগলের ডিজাইন করা এন্ড-টু-এন্ড সিকিউরিটি থাকছে।
ফোনগুলির পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর + অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 48 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর আছে। সেলফি ও ভিডিয়ো চ্যাটের জন্য, সামনে 103 ডিগ্রি আল্ট্রা-ওয়াইড ভিউ ও f/2.2 অ্যাপারচার সহ 42 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। গুগল ক্যামেরা কোচ, ম্যাক্রো ফোকাস, নাইট সাইট, টপ শট, লং এক্সপোজার, ফ্রিকোয়েন্ট ফেস সহ প্রচুর ক্যামেরা ফিচার্স রেখেছে।
Pro ভার্সনে 4,870mAh ব্যাটারি আছে, যা 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে, Pro XL মডেলটি 45W ফাস্ট চার্জিং সহ 5,200mAh ব্যাটারি পেয়েছে। সঙ্গে 15W Qi2 সার্টিফায়েড ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে। Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL এর দাম ভারতে যথাক্রমে 1,09,999 টাকা ও 1,24,999 টাকা থেকে শুরু হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.