Google Pixel 10 সাতটি Android OS আপগ্রেড পাবে, যার কারণে দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য উপযুক্ত।
Photo Credit: Google
Google Pixel 10 will receive 7 years of software & security updates
Google Pixel 10 ভারতে আগস্টে লঞ্চ হয়েছিল। আর পাঁচ মাসের মধ্যেই প্রিমিয়াম ফোনটি অনেকটা সস্তা হয়েছে। এটি অ্যামাজনে 11,000 টাকার বেশি ছাড়ে বিক্রি হচ্ছে। সামনের বছর থেকে মোবাইল ফোনের দাম বাড়ার সম্ভাবনা আছে। ফলে এমন অফার আর পাওয়া যাবে না। মসৃণ পারফরম্যান্স, স্লিক ডিজাইন, অনবদ্য ক্যামেরা, এবং পিওর Android OS ভার্সনের অভিজ্ঞতা নিতে চাইলে, Google Pixel 10 কেনার কথা ভাবতে পারেন। ফোনটি সাতটি Android অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে, যার কারণে অনেক বছর ব্যবহারের জন্য উপযুক্ত। চলুন এই ফোনের অফার ও বর্তমান দাম সম্পর্কে বিস্তারিত দেখে নেওয়া যাক।
Google Pixel 10 চলতি বছর আগস্ট মাসে ভারতে 79,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল। এতে 12 জিবি র্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। ফোনটির লেমনগ্রাস কালার অপশন অ্যামাজনে 68,863 টাকায় লিস্টেড থাকতে দেখা গেছে। অর্থাৎ, ফ্ল্যাট 11,136 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আবার Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে কিনলে আরও 3,250 টাকা ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। এর ফলে সমস্ত অফার মিলিয়ে প্রায় 14,400 টাকা সাশ্রয় করা যাবে।
এছাড়াও, Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে লেনদেন করলে 2,065 টাকা ক্যাশব্যাক মিলবে। Google Pixel 10-এর সঙ্গে পুরনো ফোনে এক্সচেঞ্জ করলে 49,700 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, এবং বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। প্রিমিয়াম ফোনটি ইন্ডিগো (ব্লু), অবসিডিয়ান (ব্ল্যাক), এবং ফ্রস্ট কালার অপশনে কেনা যাচ্ছে।
স্পেসিফিকেশনের কথা বললে, Google Pixel 10-এর সামনে 6.3 ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল) 3,000 নিট পিক ব্রাইটনেস, এবং HDR10+ সাপোর্ট করে। স্ক্রিনের উপর কর্নিং গরিলা গ্লাস 2 ভিক্টাস কভার আছে। ফোনটি 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Tensor G5 প্রসেসর দ্বারা চালিত, যা 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনে 4,970mAh ব্যাটারি আছে যা 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সঙ্গে 15W Qi2 সার্টিফায়েড ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে।
ছবি ও ভিডিয়ো তোলার জন্য, গুগল পিক্সেল 10-এর পিছনে তিনটি ক্যামেরা রয়েছে — f/1.7 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 13 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর, এবং 5x অপটিক্যাল জুম সহ 10.8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিয়ো চ্যাটের জন্য, 90 ডিগ্রি ফিল্ড অফ ভিউ ও f/2.2 অ্যাপারচার-যুক্ত 10.5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন