Google Pixel 10 সিরিজের সমস্ত ফোনে ট্রিপল ক্যামেরা আছে
Photo Credit: Google
Google Pixel 10 সিরিজ বুধবার রাতে মেড বাই গুগল ইভেন্টে আত্মপ্রকাশ করেছে। টেক জায়ান্টটির চারটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হয়েছে — Pixel 10, Pixel 10 Pro ও Pixel 10 Pro XL, এবং Pixel 10 Pro Fold। এর সঙ্গে Pixel Buds 2a এবং Pixel Watch 4 ওয়্যারেবল ডিভাইস প্রকাশ করা হয়েছে। এগুলি গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও হাজির হয়েছে। Gadgets 360 বাংলায় সবার আগে গুগলের নতুন মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ও ইয়ারবাডের খুঁটিনাটি প্রকাশ করেছে। এই প্রতিবেদনে Pixel 10 সিরিজের দাম ও অফার সম্পর্কে বিস্তারিত তথ্য রইল।
সিরিজের বেস মডেল Pixel 10 ভারতে 79,990 টাকায় লঞ্চ হয়েছে যা 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম। হ্যান্ডসেটটির একটাই মেমরি অপশন এদেশে পাওয়া যাবে। এটি ইন্ডিগো, ফ্রস্ট, লেমনগ্রাস, ও অবসিডিয়ান রঙের বিকল্পে উপলব্ধ। Pixel 10 Pro ও Pixel 10 Pro XL এর দাম ভারতে যথাক্রমে 1,09,999 টাকা ও 1,24,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলের মতো প্রো ভেরিয়েন্টও 256 জিবি স্টোরেজ অফার করে।
Google Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL উভয়ই জেড, মুনস্টোন ও অবসিডিয়ান রঙে লঞ্চ হয়েছে। তবে প্রো মডেলটি অতিরিক্ত পোর্সেলিন কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। Pixel 10 Pro Fold গুগলের সবচেয়ে দামি মডেল। এটি ভারতে 1,72,999 টাকায় লঞ্চ হয়েছে। এটাও 256 জিবি স্টোরেজের দাম। ফোনটি শুধু মুনস্টোন রঙে এসেছে। ফোল্ডেবল মডেল বাদে বাকি স্মার্টফোনগুলির ডেলিভারি আগস্ট 28 থেকে শুরু হবে।
উল্লেখ্য, গুগল 12,999 টাকায় Pixel Buds 2a লঞ্চ করেছে। ইয়ারবাডটি হ্যাজেল ও আইরিস রঙে কেনা যাবে। অন্যদিকে, Pixel Watch 4 এর দাম ভারতে 39,900 টাকা থেকে শুরু হচ্ছে। স্মার্টওয়াচটি আইরিস, লেমনগ্রাস, পোর্সেলিন, ও অবসিডিয়ান রঙে পাওয়া যাবে। 45 মিমি (WiFi) আকারের ভেরিয়েন্টের দাম 43,900 টাকা। এটি মুনস্টোন, পোর্সেলিন, ও অবসিডিয়ান রঙে উপলব্ধ।
গুগল জানিয়েছে, গ্রাহকরা নির্দিষ্ট কিছু ব্যাংক কার্ডের মাধ্যমে Pixel 10 কিনলে 7,000 টাকা ক্যাশব্যাক পেতে পারেন। সঙ্গে 5,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও রয়েছে। অন্যদিকে, Pixel 10 Pro বা Pixel 10 Pro XL মডেল দু'টির ক্ষেত্রে ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের অঙ্ক 10,000 টাকা করা হয়েছে। এছাড়াও, নো-কস্ট ইএমআই অফার থাকছে।
মনে রাখবেন, উল্লিখিত অফারগুলি শুধুমাত্র গুগল স্টোরের মাধ্যমে কেনাকাটার উপর মিলবে। তবে যেখান থেকেই কিনুন না কেন Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL ব্যবহারকারীরা 12 মাসের জন্য বিনামূল্যে গুগলের এআই প্রো প্ল্যানের সাবস্ক্রিপশন পাবে, যার মূল্য 19,500 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.