HMD Barbie Flip-ফোনটি আকর্ষণীয় গোলাপী রঙের শেডে সজ্জিত
Photo Credit: HMD
২০২৪ সালের আগস্টে নির্বাচিত কিছু বিশ্ব বাজারে এইচএমডি বার্বি ফ্লিপ ফোন উন্মোচন করা হয়েছিল।
HMD-কোম্পানির একটি টিজার অনুযায়ী মনে করা হচ্ছে যে, খুব শীঘ্রই ভারতে HMD Barbie Flip ফোনটি উপলব্ধ হতে চলেছে। ফোনটি এর আগে 2024 সালের আগস্ট মাসে কিছু বাছাই করা অঞ্চলেই লঞ্চ করা হয়েছিল। ফিল্প ফিচার যুক্ত ফোনটিকে গোলাপী রঙের সাথে বার্বি সৌন্দর্য্যপূর্ণ দৃশ্যে দেখা যাচ্ছে। সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন উপকরণ যেমন- ব্যাক কভার, চার্জার, ব্যাটারীগুলিও বিভন্ন গোলাপী রঙে উপস্থিত হয়েছে। এছাড়াও ফোনটিতে বার্বি-থিম যুক্ত ইউজার ইন্টারফেস আছে। বার্বি ফ্লিপ ফোনটির কভার ডিসপ্লেটি আয়নার মতো কাজ করে এবং একটি জুয়েলারি বক্সের স্টাইলের মত সজ্জিত।
কোম্পানি একটি X-পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে যে, HMD বার্বি ফ্লিপ ফোনটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। তবে দেশের বাজারে হ্যান্ডসেটটি লঞ্চের সঠিক তারিখ এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি। বিজ্ঞাপনের ছবিতে হ্যান্ডসেটটির যে ডিজাইনটি দেখা যাচ্ছে, বিশ্বের বাজারেও এই একই বিকল্পটি উন্মোচিত হয়েছিল। তাই আশা করা যাচ্ছে, ভারতীয় সংস্করণটি আগেরটির মত একই ফিচার নিয়ে আসবে।
বিশ্বের বাজারে উপস্থিত HMD বার্বি ফ্লিপ ফোনটিতে একটি 2.8 ইঞ্চির QVGA-র প্রধান স্ক্রিন এবং একটি 1.77 ইঞ্চির QQVGA কভার ডিসপ্লে আছে, যেটিকে আয়নার মতো ব্যবহার করা যায়।
এটি Unisoc T107 SoC-এর সমর্থন প্রাপ্ত এবং এটির সাথে 64MB RAM ও 128MB স্টোরেজ অন্তর্ভুক্ত করা আছে। ফোনটিতে একটি LED ফ্ল্যাশ ইউনিটের সাথে একটি 0.3 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।
HMD-এর বার্বি ফ্লিপ ফোনটি অবশ্যই একটি পাওয়ার-পিঙ্ক শেডের অফার প্রদান করে। বার্বি গোলাপী কী-প্যাডটিতে গোপন প্লাম ট্রি, হার্ট এবং ফ্লেমিংগো মোটিফ আছে, যেটি অন্ধকারে প্রজ্জ্বলিত হয়। যখন ফোনটি অন হয়, তখন ‘Hi Barbie' নামক একটি ভয়েস নোটের সাহায্যে ব্যবহারকারীদের স্বাগত জানায়। হ্যান্ডসেটটি বার্বি-থিম যুক্ত UI-এর সাথে S30+ OS দ্বারা চালিত। এটিতে আগে থেকেই ইনস্টল করা বীচ-থিম যুক্ত একটি ‘ম্যালিবু-স্নেক-গেম' দেওয়া আছে।
ফোনটি একটি 1,450mAh-এর ব্যাটারী দ্বারা চালিত, যেটি প্রতিস্থাপিত করা যায়, এবং বলা হয়েছে যে, একবার চার্জের বিনিময়ে এটি 9 ঘণ্টা পর্যন্ত টক-টাইম অফার করে। HMD ফ্লিপ ফোনটির ব্যাটারী এবং চার্জারগুলিও গোলাপী রঙের। এটি 4G, ব্লুটুথ 5.0, 3.5মিমির অডিও জ্যাক এবং USB Type-C-পোর্টের সংযোগ ব্যবস্থাকে সমর্থন করে। মার্কিন যুক্তরাষ্ট্রে এটির দাম $129 (প্রায় 10,800 টাকা)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series